![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
★April Fool = April - এপ্রিল; Foll - বোকা; ★
★★এপ্রিল মাসের ১তারিখ
মুসলমানদের বোকা বানিয়ে পরাজিত করার সেই নির্মম হত্যার ইতিহাস !!!
পড়ুন সে ইতিহাস..............
৭১২ খ্রীস্টাব্দে মুসলিম সেনাপতি #তারেক_বিন_জিয়াদ কর্তৃক স্পেন
বিজিত হওয়ায় সেখানে মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয় ৷ সুদীর্ঘ ৮০০ বছর এই শাসন।সগৌরবে অব্যাহত থাকে।পঞ্চদশ শতকের দিকে স্পেনের মুসলিম শাসন।
তীব্র গতিতে ছুটছিলো ধ্বংসের দিকে।
রাজা পঞ্চম ফার্ডিন্যান্ডের সাথে পর্তুগিজ রাণী ইসাবেলার বিয়ের মাধ্যমে গড়ে উঠে
খ্রীস্টান শক্তির ঐক্য।অন্যান্য ছোট খাট খ্রীস্টান রাজারাও তাদের সাথে যোগ দেয়।তাদের শক্তি আর কূটকৌশল বাড়ে এ দম্পতি বিভিন্ন মসজিদ মাদ্রাসায়
তাদের গুপ্তচরদের ইমাম মুয়াজ্জিন ওস্তাদ পদে নিয়োগ করতে সক্ষম হয়
সেই সাথে অর্থলোভী কিছু আলেমকেও হাত করতে সমর্থ হয়।
ফলে মুসলমানগণ তাদের ঈমানী শক্তি হারিয়ে ফেলে। খুব সহজেই গ্রানাডা ব্যাতীত সমস্ত স্পেন খ্রিষ্টানদের দখলে চলে যায়।
গ্রানাডার শাসনকর্তা ছিলেন আবুল হাসান।কিন্তু পুত্র আবু আবদুল্লাহর
বিশ্বাসঘাতকতার কারনে তিনি সিংহাসনচ্যূত হন। সিংহাসনে বসে আবু আবদুল্লাহ
নিজ জীবন বাঁচাতে ফার্ডিন্যান্ডের সাথে সন্ধি করেন। কিন্তু সন্ধির চুক্তি ভঙ্গ করে
ফার্ডিন্যান্ড বাহিনী শহর অবরোধ করে রাখে। আবু আবদুল্লাহর বীর সেনাপতি মুসার নেতৃত্বে মুসলমানরা প্রতিরোধ যুদ্ধ শুরু করেন।
খ্রীস্টান বাহিনী এতে ভড়কে যায়। এসময় ফার্ডিন্যান্ডের একটি ঘোষণাপত্র প্রচার করা হয়ঃ"যে সকল মুসলমান নিরস্ত্র হয়ে গ্রানাডার মসজিদগুলোতে আশ্রয় নিবে তাদের পূর্ন নিরাপত্তা দেয়া হবে। আর যারা খ্রিস্টান জাহাজগুলোতে আশ্রয় নিবে তাদের অন্যান্য মুসলিম দেশে পাঠিয়ে দেওয়া হবে। অন্যথায় আমাদের হাতে তোমাদের প্রাণ হারাতে
হবে ৷"মুসলমানরা সরল বিশ্বাসে যুদ্ধ বন্ধ করে দিয়ে পরিবার-পরিজন
নিয়ে মসজিদ এবং জাহাজে আশ্রয় নিতে থাকেন।
সেনাপতি মুসা জনগণকে এ প্রস্তাবের ভয়াবহতা বোঝাতে ব্যার্থ হয়ে শহর
ত্যাগ করার সময় খ্রিস্টান সৈন্যদের সাথে যুদ্ধ করতে করতে শহীদ হন।
প্রতারক ফার্ডিন্যান্ড মসজিদে আশ্রয় গ্রহণকারী মুসলমানদের
আগুনে এবং জাহাজে অবস্থানকারীদের পানিতে ডুবিয়ে হত্যার উৎসবে মেতে উঠে।
অসহায় মুসলমানদের আর্তচিৎকারে যখন আকাশ বাতাস প্রকম্পিত হচ্ছিল;
তখন ফার্ডিন্যান্ড বাহিনী
Fool! Fool! বলে উল্লাস করছিলো।
অনেক ঐতিহাসিকদের মতে ১৪৯২ সালের ১ লা এপ্রিলেই এই হৃদয় বিদারক
ঘটনাটি সংঘটিত হয়েছিলো। প্রতারণার মাধ্যমে মুসলমানদেরকে বোকা বানানোর এই দিনটিকে স্মরণীয় করে রাখার জন্যই খ্রিস্টানরা প্রতি বছর এপ্রিল মাসের প্রথম দিনটিতে
"এপ্রিল ফুল" পালন করে থাকে ।
আর আমরা না জেনে ,আমাদের মুসলমানদের রক্তাক্ত ইতিহাসকে
ব্যঙ্গ করি এবং নিজেদের ঈমানী শক্তিকে দূর্বল করি।
---'ব্লগার মাসুদ
https://www.facebook.com/ahalia.uttara/posts/613747158726771
২| ০১ লা এপ্রিল, ২০১৫ সকাল ১১:০৬
নতুন বলেছেন: এই কাহিনির সত্যতা নিয়ে কয়েকটি প্রশ্ন...
* স্প্যানিসরা কি ইংরেজী তে কথা বলে???
-- না স্পেনে স্প্যানিস ভাষায় কথা বলে...
ফার্ডিন্যান্ড বাহিনী
Fool! Fool! বলে উল্লাস করছিলো।
তাহলে এরা কিভাবে ইংরেজী ভাষার শব্দ Fool Fool বলে চিক্কুর পারতেছিলো???
আর স্পেনে এমন বোকা বানানোর উতসব হয় ২৮শে ডিসেম্বরে... ১লা এপ্রিলে না...
উপরের কাহিনিতে সমস্যা আছে... খুজে দেখেন..প্লিজ..
৩| ০১ লা এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৪৬
৪| ০২ রা এপ্রিল, ২০১৫ সকাল ৯:৪৭
নতুন বলেছেন: সব মিলিয়ে সেদিন শাহাদৎ বরণ করে প্রায় ৭ লাখ মুসলমান। সেই অসহায় শান্তিপ্রিয় প্রতারিত মুসলমানদের আত্মচিৎকারে আকাশ-বাতাস যখন ভারি হয়ে উঠে তখন মুসলমানদের দুর্দশা দেখে জালিম , নরপিচাশ , প্রতারক রাজা ফর্ডিন্যান্ডের তার স্ত্রী ইসাবেলাকে জড়িয়ে ধরে আনন্দ উল্লাসে বলে উঠে Oh Muslim ! HoW fool you are . হায় মুমলমান ! তোমরা কত বোকা । আর ইসাবেলা উচ্চারণ করে, ‘হায় এপ্রিলের বোকা! শত্রুর আশ্বাসে কেউ বিশ্বাস করে!” সেই দিনই ইসাবেলা মুসলমানদের নাম দেয় ‘এপ্রিল ফুল’ অর্থাৎ এপ্রিলের বোকা। নাঊযুবিল্লাহ! নাঊযুবিল্লাহ!!
একদিনে ৭ লক্ষ মানুষ হত্যা করা কতটুকু যৌক্তিক....
আমাদের ৯মাসের যুদ্ধে ৩০ লক্ষ শহীদের হিসাব করি আমরা...
বত`মানে স্পেনের জনসংখ্যা... 2014 estimate 46,464,053 ( ৪ কোটি ৬৪ লক্ষ)
১৮০০ সালের দিকে ছিলো ১ কোটির মতন... তাহলে ১৪৯২ সালের দিকে কত থাকতে পারে???
তখন এক দিনে ৭ লক্ষ মানুষ মারার কাহিনি অতিরন্জিত...
©somewhere in net ltd.
১|
০১ লা এপ্রিল, ২০১৫ সকাল ১১:০৩
মাথা ঠান্ডা বলেছেন: হায়রে আমরা বোক গর্দভ অনেক মুসলামান ভাই এই এপ্রিল ফুলে ফান করি।