![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইয়ামীন! ইয়ামীন!ইয়ামীন!
তোমার জন্য রইলো জমা বুকে
ভালোবাসা ও কষ্ট নামহীন!
বাংলার মাটি আজ হয়ে গেছে ফিলিস্তিন!
বাতাসে বারুদের গন্ধ ভাসে
না! সেতো জান্নাতের সু্ঘ্রান আসে।
শাস্তি দিতে চেয়েছিলো পরিয়ে দিলো
চুড়ান্ত সফলতার বরমাল্য।
বোকার দল জালিমেরা!
জানেনা তারা;
যত মা হবে সন্তান হারা;
কবি খানসা রাদিআল্লাহু তাআ'লা
আনহার সাথে
যাবে তারা জান্নাতে।
ওহুদের যুদ্ধে চার ছেলেকে যিনি
তার নিজ কবিতা গেয়ে
পাঠিয়েছিলেন উদ্ধুদ্ধ করে তিনি
শাহাদাতের তামান্না নিয়ে।
যে মা তোমাদের গর্ভে ধারণ করেছিলো
আজ তারা ধন্য হলো।
দুর্বল মুমিনের চেয়ে শক্তিশালী মুমিন
আল্লাহর কাছে প্রিয়
হে রব দয়াময় প্রভু,
তাদের সকলের এ জীবন দান
শহীদের কাতারে তুমি
কবুল করে নিও।
------RabAh ✍️
---২রা-- আগস্ট --২০২৪ ইং
©somewhere in net ltd.