![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবি কবিতা লেখেন কেন?
দেশ ও মানুষের জন্য
এটি তার
দেশপ্রেমের একটি অঙ্গিকার
অভিপ্রকাশ ভালোবাসার।
হাদীসে এসেছে,
কেউ যদি কাউকে ভালোবাসে
তবে জানাতে হয় তাকে।
ভালোবাসা প্রকাশে
একজন চিত্রকরও ভালোবেসে
তেমন করে দেশের চিত্র আঁকে।
গান,ছড়া,কবিতা গল্প যেমন
লেখেন লেখক, কবি
চিত্রকর তেমনি তার চিত্রকর্মে
তুলির আঁচড়ে ফুটিয়ে তোলেন
প্রকৃতি, মানুষ, দেশ ও সমাজের
বাস্তব প্রতিচ্ছবি।
এই-সব লেখা ও চিত্র
লেখনি ও তুলির আঁচড়ে ভবিষ্যৎ কালে
ইতিহাস হয়ে সেই সময়ের কথা বলে।
-------RabAh✍️
---৩০শে-- জুলাই--২০২৪ইং
©somewhere in net ltd.