নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জয় বাংলাদেশ

সত্যের জয় হোক

ইঞ্জিঃ সামি

ইঞ্জিঃ সামি › বিস্তারিত পোস্টঃ

আমার চোখে মুক্তিযুদ্ধের জয়

১২ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৭

ফাঁসি, ফাঁসি...ফাঁসি চাই, রাজাকারের ফাঁসি চাই !________

এই স্লোগানটি বহু বছর ধরেই এই অঞ্চলের বাঙ্গালীর অন্যতম প্রাণের দাবী । একদম শুরু থেকেই এই দাবী নিয়ে অনেকের মতো আমিও ছিলাম শাহবাগে ,আবেগ আর ক্রোধের প্রচণ্ডতায় মিশে গিয়েছিলাম সেদিনের গনমিছিলে । তখন ক্ষমতার লোভী বেড়ালগুলো জিব চেটে শাহবাগের আন্দোলনকে বিভিন্ন দিক দিয়ে নষ্ট করে দেয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত আজ শাহবাগের আন্দোলন সত্যিকার অর্থেই সফল হয়েছে। রাজনিতির চাল মেরে নাস্তিক-আস্তিক দিয়া দেশটাকে ভাগ করা হয়েছিল। একজন প্রকাশ্য ইসলাম বিরোধী "রাজিব_ছাগলকে" সম্মান দেখানো হয়েছিল। সে যে একটা ভণ্ড, প্রধানমন্ত্রী সেটা না জেনে নিজেই গিয়েছিলেন তার বাসায়!!! পরিস্থিতি ছিল আরও জটিল। তবে সকল প্রতিকূলতা আর জটিলতা পেরিয়ে আজ সত্যিকার অর্থেই এই আন্দোলনের ফলশ্রুতিতে আজ একজন যুদ্ধ-অপরাধীর বিচার সম্পন্ন হল। বাংলাদেশের নতুন ইতিহাস রচিত হল। ইনশাল্লাহ পর্যায়ক্রমে সকল যুদ্ধ-অপরাধীর বিচার সম্পন্ন হবে। আর লীগ- বিম্পি-জামাত-রাজাকার মিলে-মিশে যদি একাকার হয়ে যায় তবুও , একটি যুদ্ধ-অপরাধী বা রাজাকার যতদিন বেঁচে থাকবে ততদিন এই দাবী নিয়ে বাঙলার বুকে থেমে থেমে আওয়াজ উঠবেই। বঙ্গ জননী বার বার জাহানরা ইমামাদের রুপে ফিরে আসবেই। সত্যের জয় হোক। রাজাকার নিপাত জাক। জয় বাংলাদেশ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.