![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফেবু লিঙ্ক
বাংলাদেশ পৃথিবীর সুখী রাষ্ট্রগুলোর মধ্যে একটি। বিজয় দিবসের মতো দিন গুলোতে বোঝা যায় দেশের মানুষ কতটা অশম্ভব রকমের ভালোবাসে এই দেশটাকে। কতো সুখী আমরা দেশটাকে ভালবেসে। ফেবুটা লাল-সবুজে একাকার। আফসোস সামান্য কিছুই মানুষ আছে যারা আমাদের সুখ শান্তিকে নষ্ট করে। এরা দেশকে ভালোবেশে আবেগে ভেসে যেতে শেখেনি।। কেউ কি তাদের বলেনা এতে কেমন অনুভুতি হয়?! কেউই কি জানায় না তাদের দেশটা হচ্ছে মা? যেখানে অশান্তি আর অস্থিরতা সম্পূর্ণ না জায়েজ? আমাদেরতো অনেক শক্তি, আমরা মনে প্রানে একবার এক হতে পারলে বিজয় দিবসের মতো দিনগুলোর আনন্দ স্রোতেই এসব নোংরা কীটগুলো ভেসে যেতে পারত। তাও আমরা এক হতেই পারিনা! পঙ্গু হয়েই বসে থাকি আমরা।
৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৩৩
ইঞ্জিঃ সামি বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৮ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৩
মশিকুর বলেছেন:
আসলে যার যা দায়িত্ব, তা পালন করা উচিৎ। আমরা রাজনীতিবিদদের শুধরাতে পারবো না। যতদিন না তারা নিজেরা শুধরায় অথবা ধ্বংস হয়ে যায়। তারপরও আমাদের কাজ আমরা করে যাবো...
শুভকামনা।।