নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জয় বাংলাদেশ

সত্যের জয় হোক

ইঞ্জিঃ সামি

ইঞ্জিঃ সামি › বিস্তারিত পোস্টঃ

উলুখাগড়ার জীবন ও আওয়ামীতন্ত্র

৩১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৩৬

ফেবু লিংক

ফেবুতে বেশ অনেক দিন ধরে রাজনীতি নিয়ে যা মন চায় বলে এইবার চুপ থাকতে চেয়েছিলাম।। বর্তমান পরিস্থিতি নিয়ে কিছু বলার মতো মেরিট আমার নেই। আমি দেশের এক অন্যতম উলুখাগড়া জেনেও চুপ করে আর বসে থাকতে পারলাম না। ভাবছিলাম ষাটের কোঠায় পৌঁছানো মাবিয়া নামের সেই বৃদ্ধার কথা। চিকিৎসার জন্য এসেছিলেন শহরে, ডেমোক্রেসি উদ্ধার এর জন্য নয়। জনগণের নিরাপত্তার কারণে উনার প্রাণটা রাস্তাতেই বলি দিতে হল! ছিঃ এই আমাদের জাতীয় নিরাপত্তা! এই বৃদ্ধার জীবনের কি দাম নাই? উলুখাগড়া? আমার চোখে এটা একটি খুন। আমার বিশ্বাস যদি একজন বিবেকবান আওয়ামী লীগারও আজ থেকে থাকে তাহলে তিনি এ ধরনের নিরাপত্তা চাইবেন না, এই নিরাপত্তার ওপর পেশাব করবেন। সামান্যতম বিবেক বলতে কিছু যদি আপনাদের থেকে থাকে তবে নিজেদের নেতাদের আদর্শ সম্পর্কে একটু জানুন। আপনাদেরই নেতাই তো, তাজউদ্দীন আহমেদ যার বাড়ি যেকোনো দুর্যোগে সাধারণ মানুষের আশ্রয়স্থল এ পরিনত হতো, এমনকি তিনি তার অফিসের পিওন এর জ্বরের মধ্যে তার বাসায় গিয়ে নিজের হাতে মাথায় পানি ঢেলে সেবা করতেন। আপনার কি করছেন দেশটাতে ? এই যুগে আপনারা নেতারা আপনাদের নৌকাকে নুহ আঃ এর নৌকার সাথে তুলনা করছেন! আহাহা! আরেহ ভাই আহাম্মকিরতো একটা সীমা থাকার দরকার ছিল। কিসের সাথে কিসের তুলনা দেন! নুহ আঃ যে তার কলিজার টুকরা সন্তানকেও সেখানে জায়গা দেননি সেটা না জেনেই কথা ছেঁড়ে দিলেন! ক্ষমতা আর মুখের জোরই কি সব আপনাদের ! যদি বিশ্বাস করেন আমি কট্টর বিএনপি, জামাত, হেফাজত না। তাহলে আরেকটি প্রসঙ্গে না বললেই নয়। নিশ্চয়ই মনে আছে হেফাজতের সমাবেশে ধাওয়া দেয়া হয়েছিল ৭১ টিভি'র এক নারী সাংবাদিককে। সেই থেকে হেফাজতের উপর নারী বিদ্বেষের অভিযোগ এতটাই তুঙ্গে ছিল যে হেফাজতের জালে নারীরা শেষপর্যন্ত তেতুল বলে বিবেচিত হয়। তখন আওমীতন্ত্রে গঠিত ৭১ টিভি এই বিষয়গুলোকে এতটাই অতিরঞ্জিত করে যে দেশে আওমী লীগ একমাত্র প্রগতিশীল আর নারীমুক্তির দল হিসেবে যেন মেডেল জয় লাভ করে। আজ আমরা একি দেখলাম? আজ যখন নিজেদের স্বার্থও সিদ্ধির জন্য এই দলটির হাতেই নারীরা অধিকতর লাঞ্চিত তখন মুক্তিযুদ্ধের চেতনা, নারীমুক্তির সম্পর্কে আপনাদের কি বলার আছে? আপনারা সত্যিকার অর্থে কোন নীতিতে বিশ্বাসী? নীতি আর দেশের কি চেয়ে দল বড়? আজ আমরা আপনাদের শিক্ষায় শিক্ষিত বর্তমান অনুসারী প্রজন্মের ভবিষ্যত নিয়ে উদ্বিগ্ন। আপনারা তাদেরকে শুধুই কু-মন্ত্র শেখাচ্ছেন। বঙ্গবন্ধু আর আপনাদের জাতীয় নেতাদের আদর্শ থেকে তাদের হাজার মাইল দূরে অবস্থান করিয়ে রেখেছেন। এইজন্যই আপনাদের দলের এই অবস্থা। আজ সবাইকে বলব, সেদিন ৭১টিভির সাংবাদিকের দৌড় দেখে যারা প্রতিক্রিয়া দিয়েছিলো তারা যদি আজ সেই প্রতিক্রিয়া দীগুণ পরিমানে না দেয় তাহলে তাদের মুখে থুথু দিন, মন থেকে উপযুক্ত শাস্তি আর উপযুক্ত বদদোয়া নিশ্চিত করুন। ধন্যবাদ।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:১০

উদাস কিশোর বলেছেন: এই যুগে আপনারা নেতারা আপনাদের নৌকাকে নুহ আঃ এর নৌকার সাথে তুলনা করছেন! আহাহা! আরেহ ভাই আহাম্মকিরতো একটা সীমা থাকার দরকার ছিল। কিসের সাথে কিসের তুলনা দেন! নুহ আঃ যে তার কলিজার টুকরা সন্তানকেও সেখানে জায়গা দেননি সেটা না জেনেই কথা ছেঁড়ে দিলেন! ক্ষমতা আর মুখের জোরই কি সব আপনাদের ! :D
চালিয়ে যান ভায়া

১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:০১

ইঞ্জিঃ সামি বলেছেন: ধন্যবাদ

২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ৮:৪৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আমার মতে আপনাকে আরো কিছুদিন নিয়মিত ভালো ভালো লেখা দিতে হবে। ব্লগে কিছুটা ভিজিটর বাড়াতে হবে। তখন মেবি সেফ বা জেনারেল করে দেয়ার জন্য মডারেটর দৃষ্টি দিবেন। আশা করি খুব দ্রুতই সেফ হয়ে যাবেন।

১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:০২

ইঞ্জিঃ সামি বলেছেন: ধন্যবাদ ভাইয়া

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.