![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমার সাথে যখন আমার কথা বলতে ইচ্ছে করে,
তুমি তখন ভীষণ ব্যস্ত সমস্ত কাজের মাঝে,
কখনো মিটিং কখনো ঝামেলা
অথবা ঝনঝন করে তোমার ডেস্কের ল্যান্ড ফোনটি বেজে ওঠে সেকেন্ডে সেকেন্ডে,
অতঃপর
আমি ফোন কানে ধরে রাখতে রাখতে রাখতে সম্পূর্ণ একা হয়ে যাই।
ভীষণ একা।
১৫ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:২৭
সামিয়া বলেছেন: পাগল না , কথা টা হবে পাগলী .।
২| ২২ শে অক্টোবর, ২০১৫ রাত ২:৩৯
রিয়াজ উল ইসলাম বলেছেন: মাত্র ৪ টাকার দাগ, কাহিনী অনেক লম্বা- এ রকম লাগছে। তাই সবটুকু পড়ার ধৈর্য হয়নি। শুরুটা ভালোই লেগেছে।
২৩ শে জুলাই, ২০১৭ সকাল ১১:৪৬
সামিয়া বলেছেন: শুরুটা ভালো লাগার জন্য কৃতজ্ঞ
৩| ০২ রা নভেম্বর, ২০১৫ দুপুর ২:০৭
বুলবুল আবু সুফিয়ান বলেছেন: তা ঠিক
২৩ শে জুলাই, ২০১৭ সকাল ১১:৪৬
সামিয়া বলেছেন:
৪| ২০ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:০৬
খায়রুল আহসান বলেছেন: অতঃপর
আমি ফোন কানে ধরে রাখতে রাখতে রাখতে সম্পূর্ণ একা হয়ে যাই।
ভীষণ একা -- সুন্দর অভিব্যক্তি। অনেকেই এমনটা বোধ করে থাকেন, কিন্তু অল্প কথায় এত সুন্দর করে সেটা সাজিয়ে লিখতে পারেন না।
কবিতাটা পড়ে খুব ভাল লাগলো। 'লাইক' দিতে গিয়ে দেখি আগেই কবে যেন দিয়েছিলাম। হয়তো কোন কারণে কবিতা ভাল লাগার কথাটি কথায় জানাতে পারিনি।
ভাল থাকুন, শুভকামনা...
২৩ শে জুলাই, ২০১৭ সকাল ১১:৪৮
সামিয়া বলেছেন: অনেক প্রথম দিককার পোস্ট। তখন আমাকে কেউ এখানে চিনত না আর আমিও চিনতাম না। আপনার লাইক সে সময়কার!! কি বলবো! আবার নতুন করে পড়ে উৎসাহ দেয়ার জন্য কৃতজ্ঞতা অশেষ।
সব সময় ভালো থাকুন সুস্থ থাকুন।।
©somewhere in net ltd.
১|
১৪ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:১৮
বুলবুল আবু সুফিয়ান বলেছেন: হাহাহাহাহা পাগোল