নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগের স্বত্বাধিকারী সামিয়া

সামিয়া

Every breath is a blessing of Allah.

সামিয়া › বিস্তারিত পোস্টঃ

চিঠি

০৩ রা এপ্রিল, ২০১৬ সকাল ১০:৪৯


তোমাকে যখন প্রথম দেখি, চোখ ফেরাতে পারছিলাম না, এত বেশি সুপুরুষ আমি আগে কখনো দেখিনি, লম্বা, ফর্সা, উঁচু কপাল, লম্বা চোখা নাক, ঠোটের বাম সাইডে একটা বাঁকা দাঁত কথা বললেই দেখা যায়, আশ্চর্য আমার কাছে সেটাও বেশ সুন্দর লাগছিলো। এত রুপবান তো মেয়েরা হবে, ছেলেদের চেহারায় এত রুপ তো ঠিক না। আমি চোখ ফিরিয়ে নিচ্ছিলাম বার বার, না জানি আমার নজর লেগে যায় তোমার উপর।

তোমার হাটা কথা বলা দেশ বিদেশ ঘোরা, ড্রাইভ করা, ঢাকা ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন করা, গোল্ড মেডেল পাওয়া ছাত্র! উচ্চতর ডিগ্রি পেতে আরও স্টাডি, জব!! বেশ কিছু বিদেশি এরাবিক, ইংলিশ, ফরাসি ভাষায় কথা বলা,
এসকল কিছু আমার কাছে ছিল বিস্ময়।

বিশ্বাস কর যেদিন তোমাকে প্রথম দেখেছি সেই দিন থেকে পুরো দুইদিন আমি তোমার ভাবনায় বুঁদ হয়েছিলাম। সারা মন জুড়ে তোমার ভাবনা, যেদিকে তাকাই শুধু তুমি তুমি তুমি।

মনের টানেই কিনা কে জানে তুমি কি করে যেন আমার বাসার ল্যান্ড লাইন জোগাড় করে ফোন করলে, তখন আমার মোবাইল ছিলনা, সদ্য এইচ এস সি পাশ করা মেয়ে আমি।

তুমি প্রথম থেকে শুরু করে এখনো বল তুমি আমায় ভালবাসতে শিখিয়েছ, কিন্তু তুমি তো জানোনা আমি তোমাকে দেখার দুই দিনের মধ্যেই কোন এক অলৌকিক টানে আমি তোমার প্রেমে পড়েছিলাম। এসব বললেই তুমি বল আর আমি তো তোমাকে না দেখেই তোমার প্রেমে পড়েছিলাম, তোমার গল্প শুনেই। তোমার সাথে কথায় কে পারবে।


তোমার আমার ভালোবাসা মোবাইলে মোবাইলে রয়ে গেলো সেই থেকে শুরু করে এখন পর্যন্ত। কয়বার দেখা হয়েছে হাতে গুনে তারিখ সহ বলে দিতে পারব, যেমনটা তুমি পারো।

ওই যে তোমার বিদেশ, চাকরি বাকরি লেখাপড়া, সেটাই আমার কাল হয়ে আছে। সাথে কাল হল তোমার অসুস্থতা।


সেদিন যখন তুমি একদম একা মাউণ্ট এলিজাবেথ হসপিটালে সেন্সলেস হয়ে পড়েছিলে ৫ ঘণ্টা, আমি দেশে আমার অফিসে বসে কাজ করতে করতে ছটফট আর অস্থির নিজের হৃদস্পন্দন শুনতে পাচ্ছিলাম। এরকম তো প্রায়ই হয় তবু কেন জানি ভীষণ ভয় আমাকে ঝেঁকে ধরেছিল।

আর তারপর দীর্ঘ এক যুগ পর যেন তোমার কল এলো
আর তুমি টেনে টেনে দুর্বল কণ্ঠে কথা বলতে লাগলে।
ওই মুহূর্ত ছিল তুলনাহীন।
যখন তুমি বললে জান ডাক্তার বলেছে আমার আধা ঘণ্টা আগে জ্ঞান ফিরেছে ওরা বলেছে এটা গুড সাইন।

আমি বললাম আমার সমস্ত আয়ু দিয়ে আল্লাহ তোমাকে বাঁচিয়ে রাখুক।
তুমি মানতে চাও না এরকম কথা এলেই তুমি বল আমাদের বংশে ছেলেরা আগে মরে যায়।
কেন তুমি এরকম বল! এত স্বার্থপর কেন তুমি!!

ফোন রেখে ঝর ঝর করে প্রান ভরে কাঁদলাম।

জান হাম পেয়ার তুমহে বেসুমার কারতে হে
অ্যায় সানাম হাম তো স্রিফ তুমসে পেয়ার কারতে হে

মন্তব্য ১৭ টি রেটিং +১/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ০৩ রা এপ্রিল, ২০১৬ সকাল ১০:৫৪

মোজাহিদ আলী বলেছেন: সুন্দর লিখেছেন ভাল লাগার এক বৃত্তান্ত।

০৩ রা এপ্রিল, ২০১৬ সকাল ১০:৫৫

সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ

২| ০৩ রা এপ্রিল, ২০১৬ সকাল ১০:৫৭

মোজাহিদ আলী বলেছেন: ধন্যবাদ আপনাকে ও শুভ ব্লগিং

৩| ০৩ রা এপ্রিল, ২০১৬ সকাল ১১:১৪

সাদিয়া আফরোজ বলেছেন: দারুন আবেগময় চিঠি

০৫ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৩৫

সামিয়া বলেছেন: ধন্যবাদ অনেক অনেক সাদিয়া আফরোজ

৪| ০৩ রা এপ্রিল, ২০১৬ সকাল ১১:২৩

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: লিখেছেন তো ভালোই কিন্তু উপসংহারটা জানা হবে কবে।।?

০৫ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৩৬

সামিয়া বলেছেন: হাহা হবে হবে .......অনেক ধন্যবাদ ।

৫| ০৩ রা এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২১

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: অনেক অনেক শুভকামনা আপনাদের দুজনার জন্যই।
ভাল থাকবেন, ভালবাসায় থাকবেন।

০৫ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৩৭

সামিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ চন্দ্ররথা রাজশ্রী

৬| ০৩ রা এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩১

বিদ্রোহী সিপাহী বলেছেন: হৃদয় নিংড়ানো ভালোবাসা।
না জানি কতটা আবেগ দিয়ে লেখা (প্রাণভরে কাঁদতে পারাও বিশেষ গুণ)
লিখতে পারাও

০৫ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৩৭

সামিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ বিদ্রোহী সিপাহী

৭| ০৩ রা এপ্রিল, ২০১৬ দুপুর ১:৪০

মধ্য রাতের আগন্তক বলেছেন: কোন একজন মেয়ের কাছ থেকে একটা ছেলের এমন উচ্ছ্বসিত প্রশংসা শুনতে অন্য কোন ছেলেরই ভালো লাগার কথা নয়। কিন্তু কি জানেন, আপনি এত দরদ দিয়ে লিখলেন যে, আমায় খুব ছুঁয়ে গেল চিঠিটা । বলতে দ্বিধা নেই, আশ্চর্যজনকভাবে আমি ঐ ছেলের প্রতি হিংসেও অনুভব করলাম অনেকটা। :)
যাইহোক, ভালো লেগেছে চিঠি।

০৫ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৪০

সামিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মধ্য রাতের আগন্তক আপনার হিংসে অনুভব করাতে পেরে খুশি ,''এমন কিছু ছিল লেখা টায়!!! হাহা ্‌, ভালো থাকবেন ।

৮| ০৩ রা এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫৭

আরাফআহনাফ বলেছেন: "ঝর ঝর করে প্রান ভরে কাঁদলাম" লাইক, সুপার লাইক।
লেখা আবেগী আর হৃদয় ছোঁয়া।

বড্ড আকাল, এই খরা মৌসুমে, নিষ্পাপ আদুরে ভালোবাসার।।
শুভ কামনা রইলো আপনাদের জন্য।

প্রাসংগিকতায়:
http://www.somewhereinblog.net/blog/colctg/30114147

০৫ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৪০

সামিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আরাফআহনাফ

৯| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৩২

উল্টা দূরবীন বলেছেন: ভালো লাগলো।

০৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৪৮

সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ উল্টা দূরবীন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.