নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগের স্বত্বাধিকারী সামিয়া

সামিয়া

Every breath is a blessing of Allah.

সামিয়া › বিস্তারিত পোস্টঃ

ভেঙ্গে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে

২৫ শে মে, ২০১৬ বিকাল ৪:৪৫




মানুষের ভীরেও নিজেকে প্রচণ্ড একা লাগলে কিই বা করার আছে, এমন তো না যে সুখ দুঃখের চাবি হাতে নিয়ে ঘুরছি, চাইলেই সুখের তালা খুলবো চাইলেই দুঃখ গুলোকে একটা ঘরে তালা বন্ধ করে সেই চাবি নদীতে ফেলে দিয়ে আসবো। চাইলেই তো হয়না।

''মেঘ পিয়নের ব্যাগের ভেতর মন খারাপের দিস্তা----- মন খারাপের দিস্তা---------- দিস্তা------ দিস্তা ----- দিস্তা ।''

বাবা মা একটা সময় পর অবুঝ হয়ে যায়, তাদের ভালো রাখলেই তারা খুশি, সন্তানের ব্যথায় কলিজা পুড়ে ছাড় খার হয়ে যাওয়া মুহূর্তে তারা এসে প্রসন্ন মুখে বলবে ডাবের পানি খাবি? কেটে দিতে বলবো? তাদের কাছে যন্ত্রনা বলতে জ্বর ঠাণ্ডা কাশি।


বৃষ্টি হলে সবসময় ভিজতে ইচ্ছে করে, দু হাত উঁচু করে আকাশের দিকে ফিরে অনেকক্ষণ ঠায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যত ইচ্ছা অভিযোগ বিধাতা কে জানাতে ইচ্ছে করে।

মানুষের ব্যবহার দিন দিন অসহ্য আকার ধারন করেছে, একটু ভালো কথা বললে কি হয়?
খারাপ ব্যবহারের চোটে মাঝে মাঝে ইচ্ছে করে এক দৌড়ে গিয়ে সমুদ্রে ঝাঁপিয়ে পরি, অনেকে হাসতে হাসতে ছুড়ি বটি কাচি দিয়ে ক্যাঁচ ক্যাঁচ করে হৃৎপিণ্ড কেটে একদম মাটির সাথে মিশিয়ে দেয়, দিয়ে কি যে শান্তি তাদের।


৭ দিন জ্বরে ভুগে সব কেমন ঘোলাটে আর অন্য রকম দেখছি, আজ সকালে অফিসে ঢুকতে ঢুকতে এক বয়স্ক চুল পাকা মহিলাকে মনে হয়েছিলো ষোড়শী এক অনিন্দ্য সুন্দরী কিশোরী, সে কাছে আসার পর ও।

দেখতে দেখতে পরিবারের বন্ধন ভাই বোন আত্মীয়তার বন্ধন লোক দেখানো কিংবা কিছু না হয়ে যাচ্ছে।

''মন খারাপের এক একটা দিন, নিকশ কালো মেঘলা লাগে।''

এবার কৃষ্ণ চুড়ার ফুল ভর্তি গাছের ছবি তুলতে চেয়েছিলাম। হলনা, আমি বিস্মিত হয়ে লক্ষ্য করেছি আমার একটা সামান্য কাজেও কত বাঁধা!!!!


''তুমি যদি রহিতে দাঁড়ায়ে!
নক্ষত্র সরিয়া যায়, তবু যদি তোমার দু — পায়ে
হারায়ে ফেলিতে পথ — চলার পিপাসা! —
একবারে ভালোবেসে — যদি ভালোবাসিতে চাহিতে তুমি সেই ভালোবাসা।
আমার এখানে এসে যেতে যদি থামি! —
কিন্তু তুমি চলে গেছ, তবু কেন আমি
রয়েছি দাঁড়ায়ে!
নক্ষত্র সরিয়া যায় — তবু কেন আমার এ পায়ে
হারায়ে ফেলেছি পথ চলার পিপাসা!
একবার ভালোবেসে কেন আমি ভালোবাসি সেই ভালোবাসা!''
-জীবনানন্দ


মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৫ শে মে, ২০১৬ বিকাল ৪:৫৩

বিজন রয় বলেছেন: প্রলাপ-বিলাপ।
++++

২৬ শে মে, ২০১৬ দুপুর ১২:৪৪

সামিয়া বলেছেন: প্রলাপ প্রলাপ।। ধন্যবাদ বিজন রয়

২| ২৬ শে মে, ২০১৬ রাত ১:৪৫

মুসাফির নামা বলেছেন: হযতো প্রলাপ তবু মনের আকুতি
কি করে সে প্রলাপে আমি গুঞ্জন করি।

২৬ শে মে, ২০১৬ দুপুর ১২:৪৬

সামিয়া বলেছেন: গুঞ্জন প্রয়োজন মাঝে মাঝে।। ধন্যবাদ মুসাফির নামা

৩| ২৬ শে মে, ২০১৬ দুপুর ১২:৫০

বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রলাপ সু-আলাপে বদলে যাক।

জীবন বোধটুকুতো নিজেরই কাছে। তাকে টুইষ্ট করুন, টিউন করুন নিজের মনের মতো করে
জীবনের লহরী হয়ে উঠবে মধুময়
বেঁচে থাকতে বড় সাধ হয়
এমন মানব জীবন
চাইলে কি লভ্য হয়?

শুভ কামনা রইল।

২৬ শে মে, ২০১৬ দুপুর ১২:৫৪

সামিয়া বলেছেন: চিরসুখীজন ভ্রমে কি কখন - ব্যথিতবেদন বুঝিতে পারে। কী যাতনা বিষে, বুঝিবে সে কিসে - কভূ আশীবিষে দংশেনি যারে। যতদিন ভবে, না হবে না হবে, - তোমার অবস্থা আমার সম। ঈষৎ হাসিবে, শুনে না শুনিবে - বুঝে না বুঝিবে, যাতনা মম।

৪| ২৬ শে মে, ২০১৬ দুপুর ১:০০

বিদ্রোহী ভৃগু বলেছেন: লেখক বলেছেন:চিরসুখীজন ভ্রমে কি কখন - ব্যথিতবেদন বুঝিতে পারে। কী যাতনা বিষে, বুঝিবে সে কিসে - কভূ আশীবিষে দংশেনি যারে। যতদিন ভবে, না হবে না হবে, - তোমার অবস্থা আমার সম। ঈষৎ হাসিবে, শুনে না শুনিবে - বুঝে না বুঝিবে, যাতনা মম।

হা হা হা

এমনই হয়- ব্যাথিত জন ভাবে ভবে সে ভিন্ন আর কেউ বুঝি ব্যাথিত নয়;) !

অথচ জ্ঞানী মাত্র জানে সবচে হাসিমুখ ব্যক্তিটির চেয়ে দু:খি বুঝী কেউ নেই। তফাত সে হাসির আড়ালে দু:খটা লুকাতে শিখেছে। জীবন বোধের টিউনিং করে নিয়েছে নিজের জ্ঞান প্রজ্ঞা আর অনুভব দিয়ে।

তাই ব্যাথার পুকুরে ডুবেই ভেবোনা সখি
এ বুজি ব্যাথার শেষ পারাবার
যাতনার সমুদ্র পারি দিয়েছে যে
তার দিকে ফিরে চাও
হাসি মূখের আড়ালে
বেদনার ছাপ দেখতে কি পাও :)

আবারো অনেক অনেক শুভ কামনা

২৬ শে মে, ২০১৬ দুপুর ১:০৮

সামিয়া বলেছেন: এই কথা গুলো হৃদয় ছুয়ে গেলো সঙ্গে এটাও বুঝলাম জগতে আমার মত অনেকজন আছে কিন্তু তারা জ্ঞানী বেদনা লুকাতে পারে গো :) :D :P কথা হচ্ছে একটা সাদা দেয়াল তার ওপাশে আরেকটা সাদা দেয়াল আরেকটা দেয়াল আরেকটা দেয়াল আরেকটা দেয়াল :) :D :P :) :D :P
আপনাকেও শুভ কামনা রইলো।

৫| ২৬ শে মে, ২০১৬ দুপুর ১:১৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: তবে তাই হোক।
ছুঁয়ে যাওয়া কথা গুলো হৃদয়ে বসত গড়ুক
পালিয়ে যাক সব দু:খ ব্যাথা
উন্মুক্ত দৃষ্টিতে হোক ব্যবচ্ছেদ
চাওযা, পাওয়া, স্বপ্ন বাধা
অপূর্নতা আর ইচ্ছে গুলোর..

সাদার পর সাদা, দেয়ালের পর দেয়াল
সব বাঁধা পলকে বিলীন- ভাবো -তুমি পাখি হয়ে গেলে।
সেই দেয়ালই হয়ে উঠবে তোমার বসার স্থান।:)

শুভকামনার জন্য কৃতজ্ঞতা। ভাল থাকুন।

২৬ শে মে, ২০১৬ দুপুর ১:২১

সামিয়া বলেছেন: :) :) :)

৬| ৩০ শে মে, ২০১৬ সকাল ১০:২৩

মোস্তফা সোহেল বলেছেন: লেখাটা পড়ে বুকের ভেতরটা কেমন মোচড় দিয়ে উঠল।মানুষের ব্যবহারের চেয়ে আমার বেশী খারাপ লাগে খুব সমান্য কারনে স্বার্থপরতা দেখানো

৩১ শে মে, ২০১৬ সকাল ১১:১৮

সামিয়া বলেছেন: ঠিক ঠিক ......। মোস্তফা সোহেল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.