নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগের স্বত্বাধিকারী সামিয়া

সামিয়া

Every breath is a blessing of Allah.

সামিয়া › বিস্তারিত পোস্টঃ

আমার ফটোগ্রাফি

৩০ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:০৪

ফটোগ্রাফি বিষয়টি ঠিক কবে আমার মাথায় এসেছিল মনে করতে পারছিনা, ছোট থাকতে দেখতাম বড় ভাই বোন ক্যামেরায় রিল ভরে যার যার নিজের ছবি তোলে, (তখন মোবাইল ক্যামেরা অথবা ডিজিটাল, ডি,এস,এল,আর ক্যামেরার যুগ বাংলাদেশে চলে এসেছিল, কিন্তু টেকনোলজি থেকে অনেকটা পিছিয়ে ছিল তখনো এক বিশাল জনগোষ্ঠী, আমাদের পরিবার সেই বিশাল জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত।) রীল ক্যামেরাটা ছিল দুবাই থেকে আমার বাবার পাঠানো, আমি খুব ছোট হওয়ায় ওটার একচেটিয়া ব্যাবহার শুধু বড় ভাইবোনদের।

তারা নিজেদের ছবি তোলার পরই মাঝে মাঝে করুনা হলে আমার দুই একটি ছবি তুলত কিন্তু আমার কাছে আমার নিজের ছবি তোলার চাইতে আশেপাশের প্রাকৃতিক দৃশ্য তুলতে খুব বেশি ইচ্ছে করতো, কিন্তু সে কথা বলার সাহস কি আর আমার ছিল! তাই ইচ্ছেটাকে কঠিন শাসনে দমন করে রাখতাম। তবু একদিন খুবি দুঃসাহসিক এক কাজ করে বসলাম আমি কিছু ঘাসের ছবি তুললাম, চারদিকে তাকিয়ে দেখলাম বড় ভাইবোনেরা তখন নতুন এক জায়গা খুজে পেয়েছে ছবি তোলার। আমি কিছু না বলে চুপচাপ ক্যামেরাটা বড় ভাইয়ের হাতে দিয়ে দিলাম, কেউ কিচ্ছুটি টের পায়নি।

ভেতরে ভেতরে ভীষণ উদ্বিগ্ন হয়ে ছিলাম কবে ছবি প্রিন্ট করবে! কবে আমি আমার তোলা ছবিটা দেখব, তখন ঠিক জানতাম না যে এটাকে ফটোগ্রাফি বলে, সাংবাদিক ছাড়া সবাই নিজের ছবিই তোলে আমার অন্তত তাই ধারনা ছিল , আমার আশেপাশের জগতটা ছিল বেশ সংকীর্ণ! এখনও অনেকটা সেরকমই আছে। যাই হোক অধীর আগ্রহে আমি অপেক্ষা করছি আমার তোলা ঘাসের ছবিটি দেখার জন্য। কিন্তু শেষ পর্যন্ত সব ছবি প্রিন্ট করে আনার পর দেখলাম আমার তোলা ছবিটা নেই।তারা ছবির নেগেটিভ দেখে জ্বলে গেছে ভেবে আর ওটা প্রিন্টই করেনি। যাক তবু সান্ত্বনা ছিল তারা অন্তত বুঝতে তো পারেনি যে ওটা জ্বলে যাওয়া ছবি না, আমার তোলা ছবি। বুঝতে পারলে কি ঝড় তুফানই না যেত আমার উপর দিয়ে!!!

আমি প্রিন্ট দেখতে চাইলাম কিন্তু সবার ছোট বলে নিন্মতম মান মর্যাদা কিংবা অধিকারের কিংবা ভাললাগা মন্দ লাগার বালাই ছিল না সেসময়(এখনও নেই) আমার ফটোগ্রাফি বিষয়ে আসি। তারপর আমার আর সেই ছবি কোনদিনও দেখা হলনা, এভাবে বেশ কিছুদিন যাওয়ার পর আমার কোন এক স্কুল প্রোগ্রামের জন্য আমি ক্যামেরার বায়না ধরি বড় ভাইয়ের কাছে, বান্ধবীদের সাথে ছবি তুলবো, ভাই এর দয়া হল সে আমাকে ক্যামেরায় রীল ভরে দিল অনুষ্ঠানে নেয়ার জন্য। আগেই বলেছি সে সময় মানুষ মোবাইল Use করা শুরু করেছে কিন্তু আমি মোবাইল ক্যামেরায় ছবি তোলা দূরে থাক হাতের নাগালেই পাইনি, আমায় মাথায় তখন কাজ করতো ডি,এস,এল, আর ক্যামেরা। যা আমার বাবাকে বেশ কয়েকবার অনুরোধ করার পর ও কিনে দেয়নি, এটা আমার বেলায় হত, আমার কোন আবদারই বাসায় Granted হত না।

যাই হোক, সেদিন আমি পুরনো দিনের রিল ক্যামেরা নিয়ে গেলাম স্কুলে, অনেক ছবি তুললাম বান্ধবীদের সাথে উত্তরা ৭ নাম্বার পার্কে। (উত্তরা ৭ নাম্বার পার্ক আমার জীবনে নস্টালজিক জায়গা)তখন হঠাৎ দেখি কি ঘাসের উপর একটা প্রজাপতি উড়ে বেড়াচ্ছে, জীবনের সেকেন্ড ফটোগ্রাফি ছিল ওটা, এবং এবার ছবি প্রিন্ট ও করা হল, ছবিগুলো প্রিন্ট করার পর সব এক সাথে নিয়ে গেছি বান্ধবীদের দেখাতে, সেখানে ঘাসের উপর প্রজাপতির উড়ে যাওয়া দৃশ্য দেখে খুব মুগ্ধ হয়ে এক বান্ধবী বলল বাহ! আমি ওর বাহ!তে যার পর নাই খুশি হয়ে গেলাম , শুধু যে খুশি হলাম তাইই না, ছবিটি সুন্দর একটা খামে ভোরে ওকে উপহার দিয়ে দিলাম। সেই ছিল আমার প্রমান বিহীন ফটোগ্রাফির শুরু।


Bubble



পথোসঙ্গী



উচ্ছাস




শুভ ভোর



ভীষণ একাকিত্তে


কাকেরা



আমাদের রাজপথ



বন্য

ইতিহাস কথা (পানাম সিটি)



ভীষণ একলা

ফুলের স্নিগ্ধতা


চড়ুই


সূর্য ডোবার ক্ষণে


মেঘ ভর্তি আকাশ।


বাবুটা.......


নিরিবিলি ভালোবাসা

কুয়াশা দিগন্ত

দিগন্ত জুড়ে আলো


বুনো ফুল ।

নদী ও নৌকা


Device Nikon D5100
Thanks For watiching

মন্তব্য ৬০ টি রেটিং +৯/-০

মন্তব্য (৬০) মন্তব্য লিখুন

১| ৩০ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:০৫

রানা আমান বলেছেন: ছবি ও লেখা দুটোই খুব ভালো হয়েছে ।

৩০ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:২৮

সামিয়া বলেছেন: Thanks

২| ৩০ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:২০

সাদা মনের মানুষ বলেছেন: ঘাসের উপর একটা প্রজাপতি উড়ে বেড়াচ্ছে, সেই ছবিটা এখানে দিতে পারতেন

৩০ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:২৯

সামিয়া বলেছেন: collection এ নেই। thanks anyways

৩| ৩০ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:২১

সাদা মনের মানুষ বলেছেন: ফটোগ্রাফি ভালোবাসি, তাই শুভেচ্ছা জানিয়ে গেলাম

৩০ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:৩০

সামিয়া বলেছেন: Thanks again

৪| ৩০ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:৩৩

ঋদ্ধি বলেছেন: সুন্দর হয়েছে।

৩০ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:৩১

সামিয়া বলেছেন: ধন্যবাদ :D

৫| ৩০ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:৫৮

দিশেহারা রাজপুত্র বলেছেন:
অনেক সুন্দর।

৩০ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:৩১

সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ

৬| ৩০ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:৪০

নিরব জ্ঞানী বলেছেন: আপনার ছবি তোলার হাত চমৎকার।

আপনি ফ্লিকার ব্যবহার করেন?

৩০ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:৩৩

সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ হাতের প্রশংসার জন্য, হাহা ছবি তোলার হাতের। ফ্লিকার এ আছি কিন্তু রেগুলার না, national geography, snap my life, এসবে রেগুলার।

৭| ৩০ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:১৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ভালো লেগেছে।

৩১ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:৩১

সামিয়া বলেছেন: Thanks

৮| ৩০ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:৪১

সাদা মনের মানুষ বলেছেন:

৩১ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:৩৩

সামিয়া বলেছেন: চা!!!!!!!!!!!!!!!!!! আহ! সতেজ করে দিলেন!!!!!!!!!!!!!!!!!!!

৯| ৩০ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:০৭

নীল বরফ বলেছেন: চমৎকার সব ছবির সংগ্রহ। নিজেও ফটোগ্রাফি করি। আমারন এক নেশা আমার। :-B :-B

৩১ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:৩৪

সামিয়া বলেছেন: চিমটি চিমটি। আমারও এটা নেশা। Thanks

১০| ৩০ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৫৫

সুমন কর বলেছেন: শুরুর কথাগুলো এবং ছবিগুলো ভালো লাগল।

৩১ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:৩৫

সামিয়া বলেছেন: তাহলে তো সবি ভাললেগেছে =p~ Thanks সুমন।

১১| ৩০ শে আগস্ট, ২০১৬ রাত ৯:১৪

সাহসী সন্তান বলেছেন: চমৎকার পোস্ট! ছবি এবং বর্ননা উভয়ই অনেক সুন্দর!

শুভ কামনা আপু!

৩১ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:৩৬

সামিয়া বলেছেন: Thanks bro, be happy

১২| ৩০ শে আগস্ট, ২০১৬ রাত ১১:৫৬

শামছুল ইসলাম বলেছেন: খুব সুন্দর ছবি গুলো।

আপনার ছবি তোলার শুরুর গল্পটাও চমৎকার।

কুয়াশা দিগন্ত ভেদ করে দিগন্ত জুড়ে আলো !!!! অপূর্ব !!!!

ভাল থাকুন। সবসময়।


৩১ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:৩৮

সামিয়া বলেছেন: আপনার কমেন্টটা ও চমৎকার, বেশ অনুপ্রাণিত হলাম। আপনিও অনেক ভালো থাকুন।

১৩| ৩১ শে আগস্ট, ২০১৬ রাত ১:৩১

অরুনি মায়া অনু বলেছেন: চমৎকার ছবিগুলো, সেই সাথে সুন্দর শিরোনাম।

৩১ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:৪০

সামিয়া বলেছেন: থ্যাংকস মায়া মায়া মায়া অনু অনু অনু অরুনি! আরে!!! প্রতিটা নাম বলতে ভাললাগছে। সব সুন্দর সুন্দর নাম আপনি নিয়ে নিয়েছেন। হাহা। be happy

১৪| ৩১ শে আগস্ট, ২০১৬ রাত ১:৪৫

মনিরা সুলতানা বলেছেন: খুব সুন্দর ছবি :)

৩১ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:৪১

সামিয়া বলেছেন: থ্যাংকস ডিয়ার :-B

১৫| ৩১ শে আগস্ট, ২০১৬ রাত ১:৫১

স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন: নিরিবিলি ভালোবাসা

সুন্দর ভালবাসার এই শহরে ভালবাসা পাওয়া বড় দায় ! B-)

ছবি দেখে মুগ্ধ হলাম।

৩১ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:৪৩

সামিয়া বলেছেন: তবু কিছু ভালোবাসা রয়ে যায়
এই ইট কাঠ কংক্রিট শহরে।

১৬| ৩১ শে আগস্ট, ২০১৬ রাত ২:১৮

ফেরদৌসা রুহী বলেছেন: বাহ, আপনার ছবি তোলার পেছনের কথা পড়ে, আর সুন্দর সুন্দর ছবি দেখে আমারও বলতে ইচ্ছে করছে বাহ।

৩১ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:৪৬

সামিয়া বলেছেন: কমেন্ট পড়ে একদম সেই রকম খুশি হয়ে গেছি, সব ছবি প্রিন্ট করে খামে ভরে দিতে ইচ্ছে করছে আপি। ;)

১৭| ৩১ শে আগস্ট, ২০১৬ ভোর ৫:৪৫

মাদিহা মৌ বলেছেন: সুন্দর ছবি …

৩১ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:৪৬

সামিয়া বলেছেন: থ্যাংকস মৌ

১৮| ৩১ শে আগস্ট, ২০১৬ সকাল ৮:৩৭

দ্যা ফয়েজ ভাই বলেছেন: ভালো লাগলো।লেখিকার একটা জম্পেশ ফটো ফিলে আরো ভালো লাগত। ;)

৩১ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:৫০

সামিয়া বলেছেন: আমার জম্পেশ ফটো !!!!!!!!! হিহিহিহিহিহি কমেন্ট পড়ে হাসি পাচ্ছে। আমি কি একটু পার্লারে যেয়ে মেকআপ করে নিবো??

১৯| ৩১ শে আগস্ট, ২০১৬ সকাল ৮:৫৩

আহসানের ব্লগ বলেছেন: শুভ কামনা রইলো ।

৩১ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:৫১

সামিয়া বলেছেন: same to you

২০| ৩১ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:০৮

এডওয়ার্ড মায়া বলেছেন: দারুন উপভোগ করলাম ছবি ব্লগ ।
আপনার লেন্স ক্লিকের ইহিহাস ও জানা গেল ।
শুভ কামনা
ইতি
সামিয়া :)

৩১ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:৪৮

সামিয়া বলেছেন: দারুন উপভোগ করলাম ছবি ব্লগ,
কথাটা আমায় অনেক অনুপ্রেরণা দিলো।
আপনার জন্য ও শুভ কামনা।

২১| ৩১ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:১৩

খোলা মনের কথা বলেছেন: মুগ্ধ করার মত ছবি। দেখে মন ভাল হয়ে গেল।

যেহেতু এটি একটি ছবি পোষ্ট তাই প্রথমে একটি আকর্ষনীয় ছবি দেওয়া মনে হয় ভাল ছিল। অনেকে প্রথমে ছবি দেখে ভিতরে প্রবেশ করে। অনেকে হয়তো মিস করেছে তারা অন্তত দেখতে পারতো।

সুন্দর ছবি উপভোগ করানোর জন্য ধন্যবাদ। আগামী দিনের জন্য শুভ কামনা রইল

৩১ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:৫০

সামিয়া বলেছেন: মুগ্ধ করার মত ছবি? সত্যি সত্যি সত্যি? অনেক অনেক হ্যাপি হলাম কমেন্ট পড়ে। প্রথমে ছবি ব্লগে ছবি দেয়ার পরামর্শ আমার মনে থাকবে। অনেক থ্যাংকস।

২২| ৩১ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:০৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর হয়েছে ছবিগুলো :)

৩১ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:৫১

সামিয়া বলেছেন: থ্যাংকস আপু =p~

২৩| ৩১ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:৫৪

সৈয়দ আবুল ফারাহ্‌ বলেছেন: নিজের কথা খুব সুন্দরভাবে লিখলেন। দৃষ্টিকাড়া ছবি।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:১৯

সামিয়া বলেছেন: থ্যাংকস , আপনার ছবিটা ও সুন্দর।

২৪| ৩১ শে আগস্ট, ২০১৬ রাত ১০:৫৪

অশ্রুকারিগর বলেছেন: সত্যিকার অর্থে আমার কাছে আপনার ছবিগুলো অতটা মনকাড়া লাগেনি , যাকে বলে অসাধারণ টাইপের। কারনটা সম্ভবত আপনার ছবিগুলোর সাবজেক্ট এবং থিম কমন। তবে ছবিগুলোকে সুন্দরের তালিকায় রাখা যায়। আরেকটু বলি ইতিহাসের কথা, উচ্ছাস, শুভ ভোর ছবিগুলো মোটেও ভালো লাগেনি। সম্ভবত এই পোস্টের সেরা ছবি বন্য এবং সূর্য্য ডোবার ক্ষণে (আমার চোখে, আমি কোন ছবিবোদ্ধা নই)

তবে আপনার ছবির প্রতি ভালোবাসা, ছবি তোলার ইতিহাস, ডেডিকেশন খুব ভালো লেগেছে। ছবি তুলতে থাকুন। ভালোবাসা বেঁচে থাকুক।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:১৮

সামিয়া বলেছেন: সমালোচনা এবং প্রশংসার মিশেল। /:) ভালোই। আপনিও ভালো থাকুন।

২৫| ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৫:০২

জে আর সিকদার বলেছেন: কয়েকটা ছবি খুব বেশী ভালো লেগেছে !

০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:২০

সামিয়া বলেছেন: অনেক অনেক থ্যাংকস।

২৬| ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৩৫

একটি বালুকণা বলেছেন: এসব দেখে মন হা-হুতাশ করছে।ক্লিক মারার জিনিস যে নেই।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:২২

সামিয়া বলেছেন: দোয়া করে দিলাম যেন খুব তাড়াতাড়ি একটা সেই রকম ক্লিকার যন্ত্রের মালিক হন আপনি।

২৭| ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:১৯

প্রামানিক বলেছেন: খুবই ভালো লাগল। ধন্যবাদ

০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:২২

সামিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ

২৮| ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:১৪

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: লেখাটা পড়তে পড়তে কোথায় যেন চলে গিয়েছিলাম।।।। ভাল লেগেছে।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:২৩

সামিয়া বলেছেন: থ্যাংকস ডিয়ার এই কথাটাই আমার জন্য অনুপ্রেরণা অনেক।

২৯| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:২২

বৃতি বলেছেন: ভালো লেগেছে ছবিগুলো।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৩১

সামিয়া বলেছেন: ধন্যবাদ বৃতি

৩০| ০২ রা অক্টোবর, ২০১৬ বিকাল ৪:০৬

অবুজ বালক আমি বলেছেন: শুধু আপনাকে শুভকামনা জানাতে লগ ইন করলাম

০৩ রা অক্টোবর, ২০১৬ দুপুর ১:৪০

সামিয়া বলেছেন: ওহ রে অবুজ লক্ষ্মী বালক টা। থ্যাংকস থ্যাংকস থ্যাংকস

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.