|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 

এক ঝাঁক গাড়ির মাঝে 
সাইরেনের মাঝে 
ভীষণ ঝামেলার মাঝে 
ভুলে যাওয়া রোগের মাঝে 
সবদিকে হতাশা ঘোরের মাঝে; 
তোমার অভাব অনুভব করি 
তুমি কি আমায় ভুলেই গেলে? 
প্রতিদিন বর্ণিল যন্ত্রণার মাঝে 
হকচকিত ঘটনার মাঝে 
অযোক্তিক কথার মাঝে 
দিন দিন মানসিক দুর্বলতার মাঝে 
পারিবারিক প্যাঁচানো ষড়যন্ত্রের মাঝে 
আমি তোমার অভাব অনুভব করি। 
তুমি কি আমায় ভুলেই গেলে? 
কোথাও কেউ নেই এর মাঝে 
হাজারটা অন্যায় মেনে নেয়ার মাঝে 
দুচোখ ভর্তি জলের মাঝে 
মৃত প্রায়; বেঁচে থাকার মাঝে 
বিষাক্ত পরাজয় গ্লানির মাঝে 
আমি চিরটাকাল তোমার অভাব অনুভব করি। 
তুমি কি আমায় ভুলেই গেলে?? 
কতদিন দেখিনা তোমার মুখ। 
তীব্র কষ্টের প্রতিনিয়ত আলিঙ্গনে আমি ক্লান্ত আহত; জর্জরিত। 
তুমি কি আমায় আর কোনদিন মনেই করবেনা??
 ৩০ টি
    	৩০ টি    	 +৬/-০
    	+৬/-০  ১৮ ই অক্টোবর, ২০১৬  বিকাল ৩:৫৭
১৮ ই অক্টোবর, ২০১৬  বিকাল ৩:৫৭
সামিয়া বলেছেন: জরুরী জরুরী খুব খুব অতিরিক্ত জরুরী
২|  ১৮ ই অক্টোবর, ২০১৬  বিকাল ৩:৪৩
১৮ ই অক্টোবর, ২০১৬  বিকাল ৩:৪৩
মার্কো পোলো বলেছেন: 
চমৎকার। সাথে লাইক।।।
  ১৮ ই অক্টোবর, ২০১৬  বিকাল ৪:০১
১৮ ই অক্টোবর, ২০১৬  বিকাল ৪:০১
সামিয়া বলেছেন: থ্যাংকস মার্কো পোলো
৩|  ১৮ ই অক্টোবর, ২০১৬  বিকাল ৪:০১
১৮ ই অক্টোবর, ২০১৬  বিকাল ৪:০১
হাতুড়ে লেখক বলেছেন: ঠিকাসে করলাম মনে। এইবার?  
  ১৮ ই অক্টোবর, ২০১৬  বিকাল ৪:০৮
১৮ ই অক্টোবর, ২০১৬  বিকাল ৪:০৮
সামিয়া বলেছেন: এইবার মন স্বস্তি পেলো। শান্ত হল। শান্তি পেলো ।  
৪|  ১৮ ই অক্টোবর, ২০১৬  বিকাল ৫:২৫
১৮ ই অক্টোবর, ২০১৬  বিকাল ৫:২৫
বিজন রয় বলেছেন: মাঝে মাঝে মাঝে মাঝে মাঝে!
মাঝে মাঝে তুমি আমায় মনে করবে।
  ১৮ ই অক্টোবর, ২০১৬  সন্ধ্যা  ৭:১১
১৮ ই অক্টোবর, ২০১৬  সন্ধ্যা  ৭:১১
সামিয়া বলেছেন: মাঝে মাঝে তব দেখা পাই, মাঝে মাঝে মাঝে মাঝে মাঝে মাঝে মাঝে মাঝে মাঝে মাঝে মাঝে মাঝে মাঝে মাঝে মাঝে মাঝে...........................
৫|  ১৮ ই অক্টোবর, ২০১৬  সন্ধ্যা  ৬:০০
১৮ ই অক্টোবর, ২০১৬  সন্ধ্যা  ৬:০০
স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন: স্বপ্ন কেনাবেচার ভবে 
স্বপ্নের হচ্ছে বিলীন।
  ১৮ ই অক্টোবর, ২০১৬  সন্ধ্যা  ৭:১৪
১৮ ই অক্টোবর, ২০১৬  সন্ধ্যা  ৭:১৪
সামিয়া বলেছেন: সব কি বিলীন হয়!?
কিছু স্বপ্ন অমর।।
৬|  ১৮ ই অক্টোবর, ২০১৬  সন্ধ্যা  ৭:১১
১৮ ই অক্টোবর, ২০১৬  সন্ধ্যা  ৭:১১
আছির মাহমুদ বলেছেন: ভালোই হলো (ভুলে যাওয়াটা আর ফলশ্রুতিতে কবিতাটা)...
  ১৮ ই অক্টোবর, ২০১৬  সন্ধ্যা  ৭:১৭
১৮ ই অক্টোবর, ২০১৬  সন্ধ্যা  ৭:১৭
সামিয়া বলেছেন: এগুলো হচ্ছে অভিযোগ
৭|  ১৮ ই অক্টোবর, ২০১৬  রাত ১০:৫০
১৮ ই অক্টোবর, ২০১৬  রাত ১০:৫০
মেহেদী রবিন বলেছেন: মনে করলেই বা আপনি কীভাবে জানবেন। দূরের পথ হয়তো
  ১৯ শে অক্টোবর, ২০১৬  সকাল ১০:১৭
১৯ শে অক্টোবর, ২০১৬  সকাল ১০:১৭
সামিয়া বলেছেন: উনিও এমন বলে।
৮|  ১৯ শে অক্টোবর, ২০১৬  রাত ১:৪১
১৯ শে অক্টোবর, ২০১৬  রাত ১:৪১
রক্তিম দিগন্ত বলেছেন: 
'তুমি কি আমায় ভুলেই গেলে?'
এই প্রশ্নটা মনে পড়া মানেই যন্ত্রণা।
যতটুক সম্ভব এই প্রশ্ন এড়িয়ে যাওয়াই উচিৎ। 
আর, আপনে যে কবিতা লেখলেন এইটা পইড়া সদ্য ছ্যাকা খাওয়া পোলাপানগুলা কাইন্দা বন্যা ভাসায়া দিলে ঐটার দায়ভার ক্যাডা নিব?   
  
++
  ১৯ শে অক্টোবর, ২০১৬  সকাল ১০:২৩
১৯ শে অক্টোবর, ২০১৬  সকাল ১০:২৩
সামিয়া বলেছেন: আমি আজকে থেকেই শুরু করবো এই প্রশ্ন থেকে দূরে থাকার, আর 
সদ্য ছ্যাকা খাওয়া পোলাপান গুলার জন্য এক মিনিট নিরাবতা।   
৯|  ১৯ শে অক্টোবর, ২০১৬  রাত ৩:২৮
১৯ শে অক্টোবর, ২০১৬  রাত ৩:২৮
অতঃপর হৃদয় বলেছেন: বাহ বাহ মচৎকার সরি চমৎকার!
  ১৯ শে অক্টোবর, ২০১৬  সকাল ১০:২৬
১৯ শে অক্টোবর, ২০১৬  সকাল ১০:২৬
সামিয়া বলেছেন: হাহা
১০|  ১৯ শে অক্টোবর, ২০১৬  সকাল ৮:১৯
১৯ শে অক্টোবর, ২০১৬  সকাল ৮:১৯
সাদা মনের মানুষ বলেছেন: ব্যথা কাতর প্রেমের কবিতায় ভালোলাগা জানিয়ে গেলাম।
  ১৯ শে অক্টোবর, ২০১৬  সকাল ১০:২৫
১৯ শে অক্টোবর, ২০১৬  সকাল ১০:২৫
সামিয়া বলেছেন: কারো ভালো লাগার কথা শুনলে মন অনেকটাই ভালো হয়ে যায় ।
১১|  ১৯ শে অক্টোবর, ২০১৬  সকাল ১০:৫৭
১৯ শে অক্টোবর, ২০১৬  সকাল ১০:৫৭
ব্লগার সুয়েব বলেছেন: এক ঝাঁক গাড়ির মাঝে
সাইরেনের মাঝে
ভীষণ ঝামেলার মাঝে
ভুলে যাওয়া রোগের মাঝে সবদিকে হতাশা ঘোরের মাঝে;
তোমার অভাব অনুভব করি.   
 বাহ খুব চমৎকার তো
  ১৯ শে অক্টোবর, ২০১৬  সকাল ১১:০১
১৯ শে অক্টোবর, ২০১৬  সকাল ১১:০১
সামিয়া বলেছেন: সত্যি ?? সুয়েব?? থ্যাঙ্ক ইউ।  
১২|  ১৯ শে অক্টোবর, ২০১৬  বিকাল ৩:২৪
১৯ শে অক্টোবর, ২০১৬  বিকাল ৩:২৪
অতঃপর হৃদয় বলেছেন: এই নিয়ে ৩ বার পড়লাম! ১ টা ছোট্ট ধন্যবাদ তো পেতেই পারি। তাইনা?
  ১৯ শে অক্টোবর, ২০১৬  বিকাল ৪:৫৬
১৯ শে অক্টোবর, ২০১৬  বিকাল ৪:৫৬
সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ
১৩|  ২০ শে অক্টোবর, ২০১৬  বিকাল ৩:১১
২০ শে অক্টোবর, ২০১৬  বিকাল ৩:১১
ভ্রমরের ডানা বলেছেন: 
লাজবাব সকারুন বিরহিত মতিহারি- মারহাবা!!
  ২০ শে অক্টোবর, ২০১৬  বিকাল ৪:২০
২০ শে অক্টোবর, ২০১৬  বিকাল ৪:২০
সামিয়া বলেছেন: এই দুষ্ট ভ্রমরের ডানাটা আমাকে পঁচাচ্ছে নাতো !!!!!!!!!!!!!!   
  
১৪|  ২০ শে অক্টোবর, ২০১৬  বিকাল ৩:৪৫
২০ শে অক্টোবর, ২০১৬  বিকাল ৩:৪৫
কবীর বলেছেন: কে বা কাহারা আপনাকে ভুলে গেছে জানিনা,তবে
আমি কিন্তু আমার সহব্লগার ইতি সামিয়ারে ভুলি নাই।
  ২০ শে অক্টোবর, ২০১৬  বিকাল ৪:২২
২০ শে অক্টোবর, ২০১৬  বিকাল ৪:২২
সামিয়া বলেছেন: জেনে আমার মন শান্ত হল ডিয়ার সহব্লগার । 
মনে রাখার জন্য ধন্যবাদ ,ভালো থাকবেন অনেক অনেক।
১৫|  ১৯ শে নভেম্বর, ২০১৬  ভোর ৪:৩২
১৯ শে নভেম্বর, ২০১৬  ভোর ৪:৩২
ভ্রমরের ডানা বলেছেন: 
কিয়ের লাইগা ভ্রমর পচাবে...
ভ্রমরের কাজ হুল দেওয়া..
 
  ১৯ শে নভেম্বর, ২০১৬  দুপুর ২:৩২
১৯ শে নভেম্বর, ২০১৬  দুপুর ২:৩২
সামিয়া বলেছেন: লোল  
©somewhere in net ltd.
১| ১৮ ই অক্টোবর, ২০১৬  বিকাল ৩:৩৬
১৮ ই অক্টোবর, ২০১৬  বিকাল ৩:৩৬
হাতুড়ে লেখক বলেছেন: মনের করাটা কি খুব বেশী জরুরী?