নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগের স্বত্বাধিকারী সামিয়া

সামিয়া

Every breath is a blessing of Allah.

সামিয়া › বিস্তারিত পোস্টঃ

প্রিয় আমার

০১ লা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৪৬



একদিন আমি ঝড় হবো
তোমার সমস্ত অবহেলা
ভেঙ্গে দুমড়ে মুঁচড়ে ফেলবো
ধুলো ময়লার মত সব
উড়িয়ে দেবো আকাশে।
শূন্যতায় উড়তে উড়তে
ওসব ছাইপাস একেবারে নাই হয়ে যাবে।

একদিন আমি নদী হবো
নদীর স্রোত হয়ে আমি আছড়ে পড়বো সেই মাটিতে
যেথায় তোমার পা স্পর্শ করেছিলো কোন এককালে।

একদিন আমি বন হবো,
ঘন অন্ধকারে আমি
জঙ্গলের সকল গাছ গাছালী নিয়ে
প্রার্থনায় মত্ত হয়ে থাকবো
রাত দিন তোমার ধ্যানে।

তোমাকে একটিবার স্বচক্ষে দেখার জন্য। 
একদিন আমি মহাসড়ক হবো 
কে জানে হয়ত তুমি ওই সড়ক ধরেই যাবে 
তোমার প্রিয় কোন প্রেয়সীর কাছে। 

বাদশা আকবর যেন তুমি, 
একজনের ভালোবাসা! 
তাতে কি করে ভরবে এমন শৌখিনদার মন!! 

একদিন আমি ভিক্ষুক হবো
থালা পেতে দাঁড়িয়ে থাকবো প্রতিদিন
তোমার দরজায়।
যদি কভু দয়া হয় তোমার!!
মহান তুমি
তোমার এক ফোটা ভালবাসা পেলে
চির কৃতজ্ঞ ভৃত্য হবো আজীবন।

একদিন আমি সুনামি হবো
তোমাকে ডুবিয়ে ভাসিয়ে বিপদজ্জনক
ঢেউয়ের তোড়ে একদম বিলীন করে দেবো ভুগর্ভে,
আমায় তুমি এত ব্যথা দিলে প্রিয়।।

সভ্যতার উত্থান পতন
আর ধংস দেখতে দেখতে আমি ক্লান্ত ।
তুমি কি তারপরও একটিবার ফিরে চাইবে না!

যদি নাই ভালবাসো প্রিয়
তবে মৃত্যু হোক এই ছাই মুখীর।
তোমায় দেখার জন্য
বুভুক্ষ হৃদয় পুড়ে কয়লা হয়ে যাক।
চোখ দুটি কেঁদে কেঁদে অন্ধ হোক।

ভেবোনা আমি মরে গেছি
কই মাছের প্রান আমার, তোমায় দেখার আশায়
টিকে আছে আজো দেখো খড়কুটো ধরে।

এ জীবনে না হোক
মরনকালে একটিবার দেখা দিয়ে যেও।

মন্তব্য ৪২ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ০১ লা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:০১

স্বৈতী ইসলাম বলেছেন: এমন আকুতি কেউ না শুনে পারে!!!

০১ লা ডিসেম্বর, ২০১৬ রাত ১১:১৬

সামিয়া বলেছেন: জানিনাহ!! মানুষ বিচিত্র!!

২| ০১ লা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৪৮

বিজন রয় বলেছেন: বিদ্রোহী হবো আমি বিদ্রোহী হবো। নদী কিংবা নারী।

আমার প্রার্থনা হবে প্রলয়ের আর সৃষ্টির।

ভাল লেগেছে।
++++

০১ লা ডিসেম্বর, ২০১৬ রাত ১১:১৯

সামিয়া বলেছেন: বাহ! চমৎকার বলেছেন তো...
সুন্দর কমেন্ট এর জন্য আপনাকে ও ++++

৩| ০১ লা ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫০

ভ্রমরের ডানা বলেছেন:


রোমান্স জাগানিয়া কবিতা। প্লাস +++

০১ লা ডিসেম্বর, ২০১৬ রাত ১১:২০

সামিয়া বলেছেন: তাই মনে হলো"?????!!!!!!! হাহা শুভ কামনা ভ্রমর।

৪| ০১ লা ডিসেম্বর, ২০১৬ রাত ১১:২৫

ভ্রমরের ডানা বলেছেন:

মনে হবে না। :D এই আকুল বিকুল উথাল পাথাল আলুথালু চুলের কিশোরী কবিতার চোখে তাই তো দেখছি। শুধু ভয় উড়ে যাবার ....

০১ লা ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৩৮

সামিয়া বলেছেন: ভেবেছিনু বন
ভেবেছিনু কিশলয়,
ভালো করে যেই দেখিবার যাই
চেয়ে দেখি কিছু নয়।
কথা গুলো রবীন্দ্রনাথের, ভ্রমরের ডানা কে dedicate করলাম

৫| ০১ লা ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৫৮

ভ্রমরের ডানা বলেছেন:

শূন্যগর্ভ হতে ফুটিয়ে
উদার ফুলের কলি,
সৌন্দর্য কি হেরে
কোকিলা কণ্ঠ বুলি।

মর্ত্যলীলার মাঝে
দেখি নটবরের খেলা,
ধরার আনে বানে
দেখি অবুঝ মনের মেলা।

কবিতার কথা বলিয়াছি কবির নয়। কবির দিকে নয় কবিতায় আমি দেখি।


আমি নই বন নই কিশলয়,
হালকা ঝড়ে উড়ে হব ক্ষয়।
তাই চেয়ে দেখার কিছু নাই,
কবি দেখি নাইতো কবিতায়।

কবিতার গলায় যে গুণমালা,
রুপের ঝলকে মার সে ডালা।
কবির রুপে কিবা এসে যায়,
কবিতার রূপেই যে সব পাই।


ধন্যবাদ।

৬| ০২ রা ডিসেম্বর, ২০১৬ রাত ১২:০৭

শাহরিয়ার কবীর বলেছেন: দুঃখ কষ্ট নিপাত যাক......

৭| ০২ রা ডিসেম্বর, ২০১৬ রাত ১২:১০

শাহরিয়ার কবীর বলেছেন:
কই মাছের প্রাণ
দারুণ বলেছেন B-)
কবিতায় ভাল লাগা।

০২ রা ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৫৯

সামিয়া বলেছেন: Thank you

৮| ০৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৫৭

এফ.কে আশিক বলেছেন: ভেবোনা আমি মরে গেছি
কই মাছের প্রান আমার, তোমায় দেখার আশায়
টিকে আছে আজো দেখো খড়কুটো ধরে।

এ জীবনে না হোক
মরনকালে একটিবার দেখা দিয়ে যেও।

যাকে উদ্দেশ্য করে লেখা আপনার চাওয়া গুলো তাকে স্পর্শ করে যাক.....

অসাধারণ অসাধারণ অসাধারণ........... +++++

১৪ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:২৬

সামিয়া বলেছেন: আপনার কমেন্ট পড়ে তো মনটাই ভালো হয়ে গেলো, যাকে উদ্দেশ্য করে লেখা আপনার চাওয়া গুলো তাকে স্পর্শ করে যাক..... আপনার এই কথা গুলোর জন্য কৃতজ্ঞ।

৯| ০৭ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:২৬

ফজলুল কারিম বলেছেন: অসাধারন !

১৪ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:২৭

সামিয়া বলেছেন: ধন্যবাদ ফজলুল কারিম

১০| ০৮ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৭

কামরুল হাসান জনি বলেছেন: আনন্দ পেয়েছি। অনেক ধন্যবাদ।

১৪ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:২৭

সামিয়া বলেছেন: :(

১১| ১২ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৬

মুখোমুখি বলেছেন: ভাল লাগল

১৪ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:২৮

সামিয়া বলেছেন: ধন্যবাদ মুখোমুখি

১২| ২৪ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৪৭

সিগনেচার নসিব বলেছেন: কবিতায় ++


অন্য নামকরণ হলে ভাল হত !!!!

২৮ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৪২

সামিয়া বলেছেন: থ্যাংকস , কিন্তু নামকরণ আমার হিসেবে তো ঠিক ঠাক ই আছে ।

১৩| ২৩ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:২০

ভাবুক কবি বলেছেন: একদিন আমিও কবি হব
জয় করব মানুষের মন।

সুন্দর সুন্দর সুন্দর

২৩ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৩২

সামিয়া বলেছেন: ধন্যবাদ ধন্যবাদ

১৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:১৪

ANIKAT KAMAL বলেছেন: স‌ত্যি য‌দি হৃদ‌য়ের হাহাকার উথ‌লে উ‌ঠে অাপনার পে‌য়ে যা‌বেন অমর প্রে‌মের নিশানা শুভ কামনা শুভ কামনার জন্য

০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪৫

সামিয়া বলেছেন: ধন্যবাদ দাদা

১৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৩৪

নবিনের আলো বলেছেন: ্রিয় জনকে কাছে পাওয়ার তীব্র আকংখা অসাধারণভাবে ফুটে উঠেছে ।
সবাই তার মনের মানুষের সান্যিধ্য যে পেয়ে যাক সহজে এই প্রত্যাশা করি ।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৩৯

সামিয়া বলেছেন: থ্যাংকস ডিয়ার নবিনের আলো

১৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:২৪

অতঃপর হৃদয় বলেছেন: আপনার বেশ কয়েকটা লেখা পরলাম, ভালই লাগলো। ভালোবাসা রইল।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩৩

সামিয়া বলেছেন: Thank you ভাই আমার

১৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪৩

অতঃপর হৃদয় বলেছেন: আপুমনি, আপনার প্রতি অনেক অনেক ভালোবাসা রইল। লিখে যান, পড়ার জন্য অপেক্ষা করছি কিন্তু :) :)

১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৫৪

সামিয়া বলেছেন:

১৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৩৯

ভাবুক কবি বলেছেন: ভাল লিখা, ভাল লাগা

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৪৪

সামিয়া বলেছেন: থ্যাংকস ব্রো

১৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:১৯

চিন্তক মাস্টারদা বলেছেন: উপর-নিচ সব মিলিয়ে দিল
এ জীবনে না হোক
মরনকালে একটিবার দেখা দিয়ে যেও।



খুব সুন্দর হয়েছে। শুভ কামনা সাথে থাকলো

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:২১

সামিয়া বলেছেন: ধন্যবাদ চিন্তক মাস্টারদা

২০| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪২

Fokroul Hasan বলেছেন: মনটা কেড়ে নিল

২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:২৫

সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ

২১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:১৮

এম মোস্তাকিম বিল্লাহ্ বলেছেন: জীবনের প্রপ্তি খুঁজেছে লেখক তার ইচ্ছের আকাশে,বার বার নিজেকে উত্থাপিত করেছে প্রিয় মানুষের সংস্পর্শযুক্ত হওয়ার জন্য,নিজেকে খুঁজতে চেয়েছেন আকাশ, নদী,ঝড় বৃষ্টি,সুনামি ও অরণ্যের গহীন বুকে,জীবন বিচ্ছেদের পূর্ব সময় পর্যন্ত।
ভালো লাগা রেখে গেলাম কাব্যের গাঁথুনিতে।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৩

সামিয়া বলেছেন: ধন্যবাদ এম মোস্তাকিম বিল্লাহ্

২২| ২১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৭:৪৭

মলাসইলমুইনা বলেছেন: অনেকবার ভেবেছি আপনার এই কবিতায় মন্তব্য করবো | পড়ার সময় সেটা করা হয় না, আর পরে ভুলেই যাই কার কবিতাটা ছিল যেন | যাক এখন পাওয়া গেলো ! খুব ভালো লাগলো কবিতাটা | খুব স্নিগ্ধ লেগেছে আসলে, সেটা বললেই মনে হয় বেশি ভালোলাগাটা বোঝানো যাবে | সবার থেকে একটু দূরে সরে চুপচাপ একলা বসে পড়ার মতো সুন্দর আপনার এই কবিতাটা | অনেক ভালোলাগা নিয়ে পড়লাম | অনেক পরে যদিও পড়লাম কিন্তু ভালোলাগাটা এখনো তাজা গোলাপের ঘ্রানের মতোই ঘিরে রইলো | প্রথম যারা পড়েছেন তাদের চেয়ে মোটেই কম হলোনা আমার ভালোলাগা | আবারো ভালোলাগাটা জানালাম |

২৪ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:২৫

সামিয়া বলেছেন: এত এত ভালোলাগা জানানোর জন্য আমি কৃতজ্ঞ এবং আনন্দিত।।

ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.