নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগের স্বত্বাধিকারী সামিয়া

সামিয়া

Every breath is a blessing of Allah.

সামিয়া › বিস্তারিত পোস্টঃ

শুধাই বৃক্ষের কাছে, ‘বলো বৃক্ষ, কীভাবে চলতে হয় কঠিন সংসারে? তুমি তো দেখেছো এই পৃথিবীতে অনেক জীবন।।

৩১ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:২২

অফিসে আমাদের কলিগ একজনকে মামি ডাকি, সে কোম্পানির এক মালিকের মামি বলে সে এই নামেই comfort, গতকাল সে অফিসে আসার পর মামা মানে মামির husband মারা গেছেন খবর এলো।
তার তেমন কোন অসুখ ছিল না, দুই ছেলে নিয়ে উনাদের ময়নাপাখির সংসার,
মামি অফিসে এলে দেখতাম কিছুক্ষন পর পর মামার সাথে কথা বলতো, মামিকে আমরা এ বিষয়ে কিছু বললেই বলতো, আর বোলোনা তোমাদের মামা উত্তর মেরু আর আমি দক্ষিন মেরুর বাসিন্দা উনি অসহ্য।
কিন্তু আমরা জানতাম দুজন শুধু যে এক মেরুর তাইই না তারা এক আত্মা এক প্রান।
তার সেই soul-mate দুনিয়া থেকে চিরতরে চলে গেল একা একা, পাশে মামি কে পেলনা। মামি ও যদি জানতো আজ তার সব থেকে প্রিয় মানুষটাকে হারানোর দিন সে কি আসতো অফিসে!! সকালে দুজন দুজনের কাছ থেকে বিদায় নিতে নিতে কি ভেবেছিলো এই দেখাই শেষ দেখা।
বিজ্ঞান কত কিছু আবিস্কার করে চলেছে ফিউচারে কি হবে কবে আবিস্কার করবে!? অন্তত কার কখন মৃত্যু হবে যদি জানা যেত।

আমাদের অফিসে আর এক কলিগ আছে বেশ আহ্ললাদ করে কথা বলে সে এসে আমায় বলে ম্যাডাম ম্যাডাম মামা কিভাবে মারা গেছে শুনছেন? বললাম না, কিভাবে? উনি হাসি হাসি চেহারা যথাসম্ভব সিরিয়াস করে বলে, মামা ভাবছিল গোছল করবে পলে গামছা নিতে গিয়া দেখে গামছা নাই, তালপল গামছা খুঁজে, এইখানে খুঁজে ওইখানে খুঁজে!" নাই নাই!! তো নাইই,
এইরকম খুঁজতে খুঁজতে মামা দাঁড়ানোর উপড় থেকে পইড়া গিয়া heart attack করে মইরা গ্যাছে।
খুবি লজ্জাজনক ব্যাপার যে আমি বর্ণনা শুনে ফিক করে হেসে ফেললাম।
হায় মৃত্যুও আজকাল আমাদের কাছে কি রকম ডাল ভাত হয়ে যাচ্ছে, আমরা কবে কি করে এমন অনুভুতি শুন্য মানব জাতিতে পরিনত হলাম কে জানে!!।

"লেখার শিরোনাম প্রিয় কবি মহাদেব সাহার কবিতার কয়েকটি লাইন।""


মন্তব্য ১৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ৩১ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৩৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: বিজ্ঞান আর কের্পােরেট

দিয়েছে বেগ- কেড়েছে আবেগ......

অনুভূতিহীন হবার শিক্ষা যখন নার্সারী থেকেই- আর হতাশার স্থান কোথায়???

০১ লা এপ্রিল, ২০১৭ দুপুর ১:৪৫

সামিয়া বলেছেন: ঠিক ঠিক :(
ধন্যবাদ, ভালো থাকুন।

২| ৩১ শে মার্চ, ২০১৭ রাত ৯:৩৪

সুমন কর বলেছেন: যান্ত্রিক জীবন.......!!

০১ লা এপ্রিল, ২০১৭ দুপুর ১:৪৬

সামিয়া বলেছেন: সেটাই :( :(

৩| ০১ লা এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:১৮

অতঃপর হৃদয় বলেছেন: :( :(

০২ রা এপ্রিল, ২০১৭ সকাল ১১:১৫

সামিয়া বলেছেন: :| :| :|

৪| ০১ লা এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:২২

ধ্রুবক আলো বলেছেন: বিজ্ঞান কত কিছু আবিস্কার করে চলেছে ফিউচারে কি হবে কবে আবিস্কার করবে!? অন্তত কার কখন মৃত্যু হবে যদি জানা যেত।
কিছু ব্যাপারে দুর্বোধ্যতা থাকবেই, বিজ্ঞান চাইলেই সব কিছু আবিষ্কার করতে পারে না।
আর মৃত্যুতো চিরন্তন সত্য।

০২ রা এপ্রিল, ২০১৭ সকাল ১১:১৬

সামিয়া বলেছেন: হুম কথায় যুক্তি আছে
ধন্যবাদ ধ্রুবক আলো

৫| ০১ লা এপ্রিল, ২০১৭ রাত ৮:২৩

জুন বলেছেন: হায় মৃত্যুও আজকাল আমাদের কাছে কি রকম ডাল ভাত হয়ে যাচ্ছে, আমরা কবে কি করে এমন অনুভুতি শুন্য মানব জাতিতে পরিনত হলাম কে জানে!!।
পরমাত্মীয়কে কবরে নামাতে নামাতে সেলফি তোলা জাতিতে পরিনত হয়েছি আমরা ইতি সামিয়া ।
+

০২ রা এপ্রিল, ২০১৭ সকাল ১১:১৮

সামিয়া বলেছেন: আসলেই। এখন তো মানুষ পারেনা তার নিজের মৃত্যুর পর সেলফি তুলে সোশ্যাল নেটওয়ার্ক সাইটে আপ দেয়।।
অনেক অনেক ধন্যবাদ আর শুভকামনা। বি হ্যাপি !:#P

৬| ০২ রা এপ্রিল, ২০১৭ সকাল ১১:৩৩

খায়রুল আহসান বলেছেন: একটা ধাক্কা খেলাম। ধন্যবাদ, বিষয়টি তুলে ধরার জন্য।
যান্ত্রিক হয়ে গেছে এ জীবন, অনুভূতিহীন।
শিরোনামটা চমৎকার চয়ন করেছেন। মহাদেব সাহাকেও ধন্যবাদ, এমন সুন্দর ভাবনাটির জন্য।
ছোট্ট পোস্ট, কিন্তু খুব ভাল লেগেছে। + +
ভাল থাকুন, শুভকামনা...

০২ রা এপ্রিল, ২০১৭ সকাল ১১:৪১

সামিয়া বলেছেন: হ্যাঁ জীবন এখন খুব কঠিন , সবাই সাফল্যের পেছনে ছুটছে, কারো দিকে কারো ফিরে দেখার সময় নেই। কিছু কিছু মানুষ একদম পাথর আজকাল।
ধন্যবাদ ভাইয়া ভাললেগেছে বলে অনুপ্রেরণা দেয়ার জন্য। সুস্থ থাকুন। ভালো থাকুন।

৭| ০২ রা এপ্রিল, ২০১৭ দুপুর ২:১৫

মোস্তফা সোহেল বলেছেন: আসলেই আজকাল মৃত্যু সংবাদ আর আগের মত মনকে নাড়া দেয় না। চারিদিকে যে ভাবে মানুষ মরে মৃত্যু যেন ডাল ভাতই।

০৪ ঠা এপ্রিল, ২০১৭ বিকাল ৪:০৯

সামিয়া বলেছেন: ধন্যবাদ আর শুভকামনা।

৮| ১২ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:১৩

মানবী বলেছেন: "খুবি লজ্জাজনক ব্যাপার যে আমি বর্ণনা শুনে ফিক করে হেসে ফেললাম।"

- লজ্জাজনক মনে হলোনা কারন আপনি মৃত্যু সংবাদে হাসেননি, হেসেছেন একজনের জোকারের মতো বর্ণনায়।
বর্ণনাকারী এভাবে কেনো বলেছেন বুঝতে পারছিনা! তিনি কি স্পষ্ট করে কথা বলতে অক্ষম মনে হলো তানাহলে কারো সত্যিকারের মৃত্যু এমন রাসলো ভাবে বর্ণনার কারন নেই।

নিজের অজান্তে দিন দিন জন্ম নেয়া নিষ্ঠুরতা ভেবে দেখার মতো পোস্টের জন্য ধন্যবাদ ইতি সামিয়া।

১২ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:৫৩

সামিয়া বলেছেন: এরকম মানুষ আমাদের চারপাশে ভর্তি আপু, কাকে রেখে কাকে কি বলবো! আমার তো নিজেকে অপরাধী লাগছিলো পরে হাসির জন্য। আপনার কথায় শান্তনা পেলাম। ভালো থাকবেন আপু।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.