নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগের স্বত্বাধিকারী সামিয়া

সামিয়া

Every breath is a blessing of Allah.

সামিয়া › বিস্তারিত পোস্টঃ

গল্পঃ রুপকথার রাজকন্যা

১৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:০৫

ছবিঃ নেট

পড়ন্ত বিকেলে আলোর রাজ্যের রাজকন্যা উদাস হয়ে জানালায় মুখ করে বসে কি যেন কি ভাবনায় মন বিষণ্ণ থেকে বিসন্নতায় ডুবে যেতে যেতে লক্ষ্য করেন, একটা প্রজাপ্রতি উড়ে উড়ে রাজকন্যার প্রাসাদের সামনের কিছুটা কাছেই তার অদেখা জঙ্গলটায় উড়ে উড়ে বেড়াচ্ছে। কখনো সেটি গাছে গাছে পাতায় পাতায় ভেসে বেড়াচ্ছে, কখনো গাছের আড়ালে হারিয়ে যাচ্ছে, কখনো আলোয় আলোয় ঝাপসা হয়ে যাচ্ছে, রাজকন্যা অবাক হয়ে আরও একটা ব্যাপার খেয়াল করলেন যে প্রজাপতির ডানা জ্বলছে নিভছে, এমন প্রজাপতি হয় নাকি! জোনাকির মত!

রাজকন্যা ভাবে, ভাবতে ভাবতে মন খারাপ করে,আহা যদি ঐ জোনাকি প্রজাপ্রতির মতন হতে পারতাম, মাত্র এইটুক দুরত্তের জঙ্গল, কখনো দেখা হয়নি, কখনো গাছের পাতা ছুয়ে দেখা হয়নি, কখনো হেঁটে বেড়ানো হয়নি কাঁচা মাটির উপর পা ফেলে, সেখানে প্রবেশ নিষেধ।
এই বন্দী জীবন থেকে তো যে কোন জীবন ভালো, রাজকন্যা না হয়ে সে মালি হয়ে জন্মাতে পারতো, রাঁধুনি হয়ে জন্মাতে পারতো কিংবা ধোপা হয়ে জন্মালেও মন্দ হতো না। কাপড় কাঁচা নিশ্চয়ই বন্দী জীবনের থেকে ভালো?
সাত রঙা রঙধনু চারপাশ উজ্জ্বল করে গর্ব ভরে ভেসে ওঠে আকাশে। আহা যদি ঐ রঙধনু হওয়া! যদি ঐ মুক্ত আকাশে থাকা যেত মুক্ত মেঘের মতন।

বিষণ্ণ মন আবার বিষণ্ণ হয়, খানিকটা অশ্রু গাল বেয়ে গড়িয়ে পড়তে পড়তে চিক চিক করে। সেই অশ্রু দেখে পাখিরা এসে কিচিরমিচির করে রাজকন্যার জানালায়, কাঁচের দেয়ালের ফাঁক গলে উপচে পড়ে রংধনুর সাত রঙ।
কি সুন্দর কি সুন্দর! রাজকন্যা শব্দ করে কাঁদে আর বলে, আমিও মুক্ত হতে চাই তোমাদের মত, তার কান্নার ধ্বনি প্রতিধ্বনি হয়ে ফিরে ফিরে আসে। সেই প্রতিধ্বনির সাক্ষী হয় রঙধনু, পাখি আর প্রজাপ্রতি।
প্রজাপতির উড়ে উড়ে ভেসে ভেসে রাজকন্যার অশ্রু ভেজা গাল ছুয়ে যেতে যেতে ইশারায় ডাকে।
কীভাবে মুক্ত হওয়া যায়! প্রহরীরা নিশ্চয়ই দরজার ওপাশে পাহারায়, প্রজাপতি পথ দেখায়, কাঁচের জানালা ভেদ করে আলো ছড়িয়ে পড়ে দেয়ালে দেয়ালে, খালি পায়ে জানালার ফাঁক গলে যখন জীবনের প্রথম কম্পিত পা মাটি স্পর্শ করে রাজকন্যার ঘন জঙ্গল থেকে তখন ভেসে আসে দিশেহারা সুর।

দিগবেদিক আলোর রাজ্যের রাজকন্যা কখনো দৌড়ায়, কখনো থমকে দাঁড়ায়, কখনো অবাক হয়, কি এক রহস্য চারপাশে! কি এক অপার মায়া। মরা পাতা, পায়ের নীচে খচখচ মড়মড় শব্দ করে, সর সর করে সরে যায় সাপ।
ঝিরঝিরে বাতাস আলোড়ন তোলে গাছের শাখায় প্রশাখায়। রাজকন্যার চোখে ঘোর।
প্রজাপতিটা হঠাৎ মিলিয়ে যায় বাতাসে, সেখানে উড়ন্ত অন্ধকার ঘুরে ঘুরে ধেয়ে আসে রাজকন্যার দিকে তবু সে নির্ভয় অবিচল আর বিস্ময়ে প্রকৃতি দেখে।

প্রকৃতি অন্ধকারের গোলকে ঢেকে ফেলে রাজকন্যার শ্বেত শুভ্র হাত।
পলকের ছাই বর্ণ ধারন করে পৃথিবী,বাতাসের ঘূর্ণি বাড়তে থাকে তুমুল বেগে, গাছেরা যেন হঠাৎ প্রান ফিরে পায়, তাদের প্রত্যেকের দুটি করে হাত গজিয়েছে মানুষের মত, সেই হাত দিয়ে চেপে ধরে রাজকন্যার কণ্ঠনালী,
এই বুঝি প্রান যায় যায় করতে করতে শেষ মুহূর্তে নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে আসতে দেখে এক বিন্দু আলো।
মাত্র কয়েক হাত দুরত্তে, সেটিও ঘূর্ণি খাচ্ছে, অন্ধকারের আঘাতে সরে সরে যেতে যেতে ফিরে আসতে আসতে কি এক প্রচণ্ড ঝড়। আকাশ কোথায়! আকাশ যেন নাই হয়ে গেছে এই লড়াইয়ের মধ্যে।

আলোর বিন্দুর দিকে সমস্ত প্রান শক্তি একত্র করে রাজকন্যা।
আলোর স্পর্শে ঝড় থেমে যায়। রাজকন্যা দুর্বল পায়ে উঠে দাঁড়ায় অন্ধকারের ছিটে ফোটাও কোথাও নেই আর শুধু কপালে লেগে যাওয়া কালো দাগটা ছাড়া।

রুপকথার রাজকন্যা উৎসর্গ করা হলো তাদের কজনকে, যারা আমাকে নতুন গল্প লিখেন বলে উৎসাহিত করেছেন।

মন্তব্য ১৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:১৬

রাজীব নুর বলেছেন: যদিও এলোমেলো গল্প তবু রাজকন্যার জন্য শুভ কামনা।

১৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:০৬

সামিয়া বলেছেন: আচ্ছা ধন্যবাদ ভাইয়া

২| ১৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:২১

পবিত্র হোসাইন বলেছেন: অতিলৌকিক ।

১৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:০৭

সামিয়া বলেছেন: রূপকথা

৩| ১৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:২৬

মহসিন ৩১ বলেছেন: মানুষের সামরথ যদি এই পর্যন্ত extend করত যেন মুহূর্তের মদ্ধেই সে জানা অজানা সকল মানুষের সম্বন্ধে একটা জরুরী সিদ্ধান্তের মত করে সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারত ; তাহলে সে প্রতি ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতে পারত। তার খাওয়া দাওয়া আরাম আয়েশ সবকিছুই তখন বরাবর হয়ে যেত।

১৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:০৭

সামিয়া বলেছেন: ভালো বলেছেন ধন্যবাদ শুভকামনা

৪| ১৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৩০

চাঁদগাজী বলেছেন:


১ম শব্দটাকে "পরন্ত" থেকে বদলায়ে "পড়ন্ত" করে দিলে ভালো হবে।

১৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:০৮

সামিয়া বলেছেন: ধন্যবাদ ভাইয়া

৫| ১৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৪৯

ভুয়া মফিজ বলেছেন: রাজকন্যা কাহিনী ভালো হয়েছে।

১৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:০৮

সামিয়া বলেছেন: ধন্যবাদ ভালো থাকবেন শুভকামনা

৬| ১৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:১৩

কাইকর বলেছেন: ভাল লাগলো ।তবে,আরেকটু গুছিয়ে লিখতে পারতে

১৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:০৮

সামিয়া বলেছেন: ঠিক আছে ছোট ভাই ধন্যবাদ

৭| ১৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:২০

কুঁড়ের_বাদশা বলেছেন:

দারুণ গল্প !! ;)



গল্প পড়িয়া লাইক প্রদান করা হইল!!!!!!!!!!! ;)

১৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:০৯

সামিয়া বলেছেন: ধন্যবাদ শুভকামনা ছোট ভাই

৮| ১৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:১৫

রাকু হাসান বলেছেন: রুপকথার রাজকন্যার গল্প হলেও ,বাস্তবের সাধারণ রাজকন্যাদের সাথে মিল আছে । তাদের জীবন টা এমন ই বন্ধি

১৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:২০

সামিয়া বলেছেন: আপনার কমেন্ট পড়ে মনে হলো একমাত্র আপনিই আমার গল্পের সারমর্ম বুঝেছেন। ধন্যবাদ রাকু হাসান।

৯| ২১ শে জুলাই, ২০১৮ রাত ১২:১১

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: খুব ভাল লাগল ।

২১ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৪০

সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ এবং শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.