নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগের স্বত্বাধিকারী সামিয়া

সামিয়া

Every breath is a blessing of Allah.

সামিয়া › বিস্তারিত পোস্টঃ

আমার তোলা চিত্র

২৭ শে অক্টোবর, ২০২০ দুপুর ২:৩৪



যে কোন সৃষ্টিশীল কাজেই আনন্দ, একটা গল্প লেখা, একটা কিছু বানানো, ছবি আঁকা, ছবি তোলা অথবা কবিতা লেখা, আচ্ছা আপনি কি কবিতা লিখে আনন্দ পান?
আমি ছবি তুলে আনন্দ পাই প্রচুর কিন্তু আমার আয়তন পরিধি পরিবেশ পরিস্থিতি সীমিত তাই ছবি তুলে বড় ধরণের কোন কারিশমা আজ অবধি দেখাতে পারিনাই , যে ভাবে আমাদের দেশের অনেক ফটোগ্রাফাররা তাদের কাজের মাধ্যমে এগিয়ে গিয়েছেন, ওসব ছবি দেখলে মনেহয় আহারে এই রকম একটা ছবি যদি তুলতে পারতাম! আমার যদি ড্রোন থাকতো! কিংবা আমি ও যদি রাশিয়ার বৈকাল লেক এর পাথরের রিফ্লেকসনের সবুজ আলো তুলতে পারতাম! যদি আইসল্যান্ড এর বরফের পানির দেয়াল, অথবা কলম্বিয়ার টাটাচোয়া মরুভূমির ছবি তোলা যেত। মানুষের এক জীবনে কত কত আশা!


রাতারগুলের সবুজ জঙ্গল, জায়গাটা ঠাণ্ডা শান্ত ও নিরিবিলি, গরমের দিনে আরামদায়ক স্থান।

এই ক্ষুদে বেলুন ব্যবসায়ীদের ছবি তুলেছি বাড়ির কাছেই।


বুনো ফুল

আবারো বুনো ফুল

এটাও বুনো ফুল

বুনো ফুল, আসলে ফুল গুলোর নাম জানিনা।


টিয়া পাখিটা, উনি কথা বলতে পারেন দেখাশুনা করেন ১৩/১৪ বছর বয়সের এক কিশোরী, সে বলে তার পাখি কথা বলে এই জন্য দূর দুরান্ত থেকে মানুষ দেখতে আসেন।

এটা সিলেটের লালাখাল এর ছবি।

জঙ্গলের মধ্যে এমনি এমনি কাঁচামরিচ হয়েছিলো। কি অসম্ভব ব্যাপার! শহরে তো এই দৃশ্য কল্পনা ও করা যায় না।


মন্তব্য ৩৪ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে অক্টোবর, ২০২০ দুপুর ২:৪৪

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: রাতারগুলে - আইতের বেলা জঙ্গলের পারে তাবু পাইত্যা ঘুমাইছি, বেইন্ন্যা বেলা দেহি শরীলের নিছে -কি জানি লড়ে- পরে দেহি পানি আমার তাবুর নিছে !! তয় মজা পাইছি।

২৭ শে অক্টোবর, ২০২০ দুপুর ২:৪৭

সামিয়া বলেছেন: ওরে আল্লাহ্‌ ভয়ঙ্কর সুন্দর অন্যরকম অভিজ্ঞতা।

২| ২৭ শে অক্টোবর, ২০২০ দুপুর ২:৪৫

আলমগীর সরকার লিটন বলেছেন: খুব সুন্দর আপু

২৭ শে অক্টোবর, ২০২০ দুপুর ২:৪৯

সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ

৩| ২৭ শে অক্টোবর, ২০২০ দুপুর ২:৪৫

চাঁদগাজী বলেছেন:



জংগলের মাঝে কাঁচা-মরিচ, ইন্টারেষটিং ব্যাপার! কোন এলাকায়?

২৭ শে অক্টোবর, ২০২০ দুপুর ২:৪৮

সামিয়া বলেছেন: এটা সিরাজগঞ্জ, আমার শ্বশুর বাড়ির পেছনের দিকে বিশাল এলাকা জুড়ে তাদের নিজস্ব জঙ্গল, সেখানে দেখেছি।

৪| ২৭ শে অক্টোবর, ২০২০ দুপুর ২:৫৪

ভুয়া মফিজ বলেছেন: চমৎকার ছবি। সিলেটের লালাখালের ছবিটা সবচেয়ে ভালো লেগেছে। মনে হচ্ছে পালং শাকের পাতলা পেষ্টের উপর দিয়ে নৌকাটা চলছে! অত্যাশ্চর্য!!! :)

২৭ শে অক্টোবর, ২০২০ দুপুর ২:৫৮

সামিয়া বলেছেন: ওটা ছিল নীল রঙের পানি , পানির রঙ পরিবর্তন করে দিয়েছি। ধন্যবাদ রইলো।

৫| ২৭ শে অক্টোবর, ২০২০ দুপুর ২:৫৯

রায়হান চৌঃ বলেছেন: প্রথম ২টি বুনো ফুল, নাম জানিনা..... তবে ৩ নাম্বর টা হলো ল্যনটেনা, আমার একটা বনসাই আছে, অসাধারণ সুন্দর একটা ফুল।

২৭ শে অক্টোবর, ২০২০ বিকাল ৩:০১

সামিয়া বলেছেন: ল্যনটেনা! ধন্যবাদ ফুলের নাম জানানোর জন্য, এই ফুলের বনসাই হয়???

৬| ২৭ শে অক্টোবর, ২০২০ বিকাল ৩:১০

রায়হান চৌঃ বলেছেন: বাজারে খুব একটা দেখা যায় না তবে ল্যনটেনা দিয়ে অনেক সুন্দর বনসাই হয়, আমার বনসাই টা নিজের করা, বয়স প্রায় ১৭/১৮ তো হবে। সরি আপু..... সময় এবং স্হানের বিপরীতে থাকার কারনে ছবি দিতে পারছি না.... ভালো থাকবেন :)

২৭ শে অক্টোবর, ২০২০ বিকাল ৩:১৪

সামিয়া বলেছেন: বর্ণনা শুনে দেখার আগ্রহ হচ্ছে, সময় এবং স্থানের স্থলে থাকলে অবশ্যই দেখাবেন।

৭| ২৭ শে অক্টোবর, ২০২০ বিকাল ৩:২২

রাজীব নুর বলেছেন: একটা ছাড়া স গুলো ছবিই সুন্দর হয়েছে।

২৭ শে অক্টোবর, ২০২০ বিকাল ৩:২৭

সামিয়া বলেছেন: ধন্যবাদ

৮| ২৭ শে অক্টোবর, ২০২০ বিকাল ৪:০৬

নেওয়াজ আলি বলেছেন: সুন্দর +

২৭ শে অক্টোবর, ২০২০ রাত ১১:১০

সামিয়া বলেছেন: ধন্যবাদ

৯| ২৭ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:১৩

আহমেদ জী এস বলেছেন: সামিয়া,



এক জীবনে মানুষের কত কিছু হওয়ারই যে ইচ্ছে জাগে!

রাতারগুলের জঙ্গল অনেকটা যেন আমাজন ফরেষ্টের মতো লাগছে। আর লালাখালের ছবিটা তো অপূর্ব তুলেছেন।
তবে জাফলংয়ের পাথরের ছবিটাকে বর্তমান সময়ের আলোচিত চরিত্র, মহার্ঘ্য "আলু" মনে হয়েছিলো প্রথমে। :| :|

অনেকদিন পরে আপনার লেখা দেখলুম।
শুভেচ্ছান্তে।

২৭ শে অক্টোবর, ২০২০ রাত ১১:১২

সামিয়া বলেছেন: হ্যাঁ অনেকদিন পর, আপনার মন্তব্য পেয়ে ভালো লাগলো, ভালো আছেন আশা করি ধন্যবাদ।

১০| ২৭ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:৫৭

চাঁদগাজী বলেছেন:



বাড়ীর পেছেন জংগলে সম্ভব; বছর পাঁছেক আগে, আমি চট্টগ্রামের পাহাড়ের এক এলাকায় মিষ্টি আলুর লতা দেখাছিলাম জংগলে।

২৭ শে অক্টোবর, ২০২০ রাত ১১:১২

সামিয়া বলেছেন: চট্টগ্রামের পাহাড় জঙ্গল অনেক রহস্যময় অদ্ভুত লাগে আমার কাছে

১১| ২৭ শে অক্টোবর, ২০২০ রাত ৮:০৭

মরুভূমির জলদস্যু বলেছেন: প্রথম ছবিটা অতি সুন্দর হয়েছে।
১ম বুনো ফুলের নাম - শিয়ালমুতি বা কুকশিম
২য় টি সম্ভবতো মৌরি
৩য় ও ৪র্থ টি ল্যান্টেনা

২৭ শে অক্টোবর, ২০২০ রাত ১১:১৩

সামিয়া বলেছেন: আপনার মন্তব্য থেকে তিনটি অজানা ফুলের নাম শিখলাম, অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ ভাইয়া

১২| ২৮ শে অক্টোবর, ২০২০ রাত ১২:৪১

ঢুকিচেপা বলেছেন: প্রতিটা ছবিই সুন্দর। এই সুন্দরের মাঝে চমৎকার হলো লালাখাল এর ছবি।

২৮ শে অক্টোবর, ২০২০ সকাল ১১:১৯

সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ

১৩| ২৮ শে অক্টোবর, ২০২০ রাত ২:১১

মা.হাসান বলেছেন: শেষের ছবিটা দেখে আমারোতো আলু মনে হয়েছিলো প্রথমে । ৪ নম্বর মন্তব্যের প্রতিমন্তব্য থেকে অনুমান করছি এখানেও ফিল্টার ব্যবহার করেছেন । রাতারগুলের ছবিটা বা ল্যানটানার দ্বিতীয় ছবিটাতেও কি তাই? এমনিতে এত সুন্দর ছবি ওঠানো গেলে ড্রোন দিয়ে আর কি করবেন? আর বৈকাল লেকের ছবির চেয়ে আমাদের দেশের কোনো কোনো জায়গার ছবি কম সুন্দর না (টেকনাফ-পার্বত্য চট্টগ্রামে কিছু অসাধারণ সুন্দর জায়গা আছে)। আমার তো মনে হয় ওখানকার লোকেরা আমাদের দেশের ছবি দেখে আফসোস করে এরকম সবুজ দেশে ছবি তোলার সুযোগ পায়নি বলে।


২৮ শে অক্টোবর, ২০২০ সকাল ১১:২২

সামিয়া বলেছেন: বেশ পজিটিভ মন্তব্য, অনুপ্রেরণায় কৃতজ্ঞতা, অ্যাডোবি দিয়ে কিছু কাজ করেছি ছবিতে। শেষ ছবিটি মুছে দিয়েছি যদিও ওটা ফুল স্ক্রিনে বেশ ভালো দেখাচ্ছিল। ভালো থাকুন। ধন্যবাদ।

১৪| ২৮ শে অক্টোবর, ২০২০ সকাল ৭:০৭

ইসিয়াক বলেছেন: খুব সুন্দর ছবি। ভালো লাগলো।

২৮ শে অক্টোবর, ২০২০ সকাল ১১:২২

সামিয়া বলেছেন: ধন্যবাদ ভাই

১৫| ২৮ শে অক্টোবর, ২০২০ সকাল ১১:২১

শায়মা বলেছেন: সব ছবিগুলিই সুন্দর!!! টিয়া পাখিটা এক্সসেলেন্টো!!!

২৮ শে অক্টোবর, ২০২০ সকাল ১১:২৪

সামিয়া বলেছেন: টিয়া পাখিটা কথা বলে, ডাকলে কাছে আসে হাতের উপর ও বসে, তবে পায়ে নক আছে, যারা অভ্যস্ত না তারা টাচ করতে ভয় পাবে। ধন্যবাদ ও শুভকামনা।

১৬| ২৮ শে অক্টোবর, ২০২০ রাত ৮:১২

মনিরা সুলতানা বলেছেন: প্রথম বনফুল টা সবচেয়ে সুন্দর লাগছে। বাকি গুলো ও দারুণ।

৩১ শে অক্টোবর, ২০২০ বিকাল ৪:৩৩

সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় আপু

১৭| ২৮ শে অক্টোবর, ২০২০ রাত ৯:৩০

নূর আলম হিরণ বলেছেন: জঙ্গলে কাঁচামরিচ অথচ মরিচের কেজি ২০০টাকা হয়ে যায়। সব ছবি গুলোই সুন্দর হয়েছে।

৩১ শে অক্টোবর, ২০২০ বিকাল ৪:৩৪

সামিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.