নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগের স্বত্বাধিকারী সামিয়া

সামিয়া

Every breath is a blessing of Allah.

সামিয়া › বিস্তারিত পোস্টঃ

জাল জীবন

০২ রা মার্চ, ২০২১ বিকাল ৩:৫২


ছবিঃনেট

সবাই সবাইকে ফেইক বলে আহাজারি করে তাদের কে কত ক্ষতি করেছে সেই কথা জানায় বিলাপ করতে করতে, আবার সবাই সবার কাছে ফেইক হয়ে থাকতেও ভালোবাসে; ফেইক থাকার প্রয়োজন কম বেশি অনেকেরই অনেক বেশি, আসল চেহারা নিয়ে সামনে আসার অবস্থাই অনেকের নাই চোখে মুখে নরকের খেলা।
আমার মতন নাদান পারিন্দদের সাহায্য করার ভাব ধরে থাকেন নিজেদের দরকারে, দরকার তাদের হলেও তারা বলবেন তারা আমাকেই সাহায্য করছেন।

কারো ভালো কিছুতেই হতে দিবোনার মধ্যে ডুবে থাকা মানুষ; জীবনে কতটুকু সুখী কতটা উন্নতি করতে পারেন! জীবনে কতবার প্রান খুলে হাসতে পারেন!‌ পাশে থেকে দেখতে ইচ্ছে হয়।

ব্যাপারটা আমাদের মতন অভাগাদের জন্য আনন্দের; আমরা দেখি আমাদের পছন্দের মানুষেরা চোখের সামনে হাত বাড়িয়ে; মই পেছনে আড়াল করার; কত রকম চেষ্টা! চোখে মুখে কত দরদ নিয়ে নীচে থেকে উপরে টেনেটুনে তোলার ভান করার চেহারা ধরে রাখা ও তো কত কঠিন।
সেই দরদ দেখতে দেখতে যখন জীবনের প্রতি বিতৃষ্ণা আসে, সেই
বিতৃষ্ণা নিয়া বেশি বেশি কাজ করতে হয়, ঘোরাঘুরি করতে হয়, গান শুনতে হয়, একা একা রেস্টুরেন্টে খেতে হয়, চা কফি খাওয়ার পরিমাণ বাড়িয়ে দিতে হয়, তারপর তারা আবার খাতির করতে আসলে বুকে জড়িয়ে ধরে, অন্তরের মই সরিয়ে, তাদের একটু দূরে যে লনটা আছে! সেইটা পার হয়ে যে লবি! তারপর প্রতিদিন ঘাসকাটা মেশিন দিয়ে ঘাস কাটা অসুন্দর বড় মাঠ পার হয়ে! দূরে যে কাটাকুটা ইট পাথর ভাংগা!! বালি ছড়ানো শৃংখলা শ্রীহীন‌ অসুন্দর রাস্তায় ছুড়ে ফেলে দিয়ে বলতে হয় আই লাভ ইউ টু। সবাই সবাইকে ফেইক ভাবে আবার সবাই সবাইকে ফেইক হতে বাধ্য করে; এখন এমনই এক মহামারীর সময়ের‌ পৃথিবী।

আমার যা ভালোবাসা, কাঙালের ভালোবাসা, এর কোন মূল্য
আছে নাকি?
এ যেন জলের ঝারি, কেউ দেখা দেবে বলে হঠাৎ মিলিয়ে যায়
বাবলা কাটার ঝোপে
যেমন জোনাকী!
সুধা ভ্রমে বিষ খাই, বিষ এত মিষ্টি বুঝি? তবে যে সকলে
বলো লোনা?
আমাকে মৃত্যুর হাতে ফেলে ওরা চলে যায়, বারবার
ওরা মানে কারা
কই, কেউ তো ছিলো না!

–সুনীল গঙ্গোপাধ্যায় (কই, কেউ তো ছিলো না)

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০২ রা মার্চ, ২০২১ বিকাল ৩:৫৭

চাঁদগাজী বলেছেন:



এই 'ফেইক সাহায্য'এর পৃথিবীটা কত বড়?

০২ রা মার্চ, ২০২১ বিকাল ৪:০২

সামিয়া বলেছেন: বিশাআআআআআআআআআআআআআআআআআআআআল পৃথিবীর পঁচানব্বই ভাগ ফেইকদের দখলে। :(

২| ০২ রা মার্চ, ২০২১ বিকাল ৪:০৪

চাঁদগাজী বলেছেন:


তা'হলে পৃথিটা ভয়ংকর হয়ে যেতো; নাকি আপনি পৃথিবী বলতে বাংলাদেশকে বুঝাচ্ছেন?

০২ রা মার্চ, ২০২১ বিকাল ৪:০৭

সামিয়া বলেছেন: আমার চারপাশটা আপাতত আমার পৃথিবী

৩| ০২ রা মার্চ, ২০২১ বিকাল ৫:০৬

ইমতিয়াজ ১৩ বলেছেন: যে কোন প্রকার মন্তব্য করা থেকে বিরত থাকলাম

০৩ রা মার্চ, ২০২১ দুপুর ১২:১৩

সামিয়া বলেছেন: আচ্ছা :)

৪| ০২ রা মার্চ, ২০২১ বিকাল ৫:৩২

রাজীব নুর বলেছেন: ভালো, আপনি আপনার মতামত স্পষ্ট পোষ্টে দিয়ে দিয়েছেন। এখন গান শুনুন, বই পড়ুন, চা-কফি খান, ঘোরাফেরা করুন। সবই ঠিক আছে রেস্টুরেন্টে একা খেতে ভালো লাগে না।

০৩ রা মার্চ, ২০২১ দুপুর ১২:১৩

সামিয়া বলেছেন: আচ্ছা আচ্ছা :)

৫| ০২ রা মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:০০

ডার্ক ম্যান বলেছেন: X( X(( :||

০৩ রা মার্চ, ২০২১ দুপুর ১২:১৩

সামিয়া বলেছেন: :)

৬| ০২ রা মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:১১

নিচু তলাৱ উকিল বলেছেন: দারুণ

০৩ রা মার্চ, ২০২১ দুপুর ১২:১৪

সামিয়া বলেছেন: রিয়েলি!? Thanks..

৭| ০২ রা মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:০৩

মিরোরডডল বলেছেন:




আমার কিন্তু উল্টোটাই মনে হয় সামিয়াপু ।
ম্যাক্সিমাম মানুষই জেনুইন এবং ভালো ।
ফেইক বলো অথবা মুখোশধারী তারা মাইনর ।
কিন্তু সমস্যা হচ্ছে তাদের আইডেন্টিফাই করা কঠিন ।
মিলেমিশে একাকার ।
বিশ্বাসী মানুষ যখন অবিশ্বাসের আঁচড় বসায়, তখন সেই আঘাতটা অসহনীয় ।
যদি বুঝেই ফেলো কোনটা আসল আর নকল তাহলে এই বহুরূপী থেকে দূরে থাকাই মঙ্গল । নইলে কষ্ট অনিবার্য ।


০৩ রা মার্চ, ২০২১ দুপুর ১২:১৫

সামিয়া বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য কৃতজ্ঞতা ও ভালোবাসা রইলো।।

৮| ০৩ রা মার্চ, ২০২১ সকাল ৮:১৯

কবিতা ক্থ্য বলেছেন: জীবনে সবারই - ভালো ১টা বন্ধুর প্রয়োজন।
ফেইকদের পাল্লায় পড়লেও সে আপনাকে সময়মতো হাতধরে সাহায্য করবে। আমরা মাঝে মাঝে ফেইকদের সাথে সেই সব প্রকৃত বন্ধুদের গুলিয়ে ফেলি। আপনার জীবন সুন্দর হোক- এই কামনা।

০৩ রা মার্চ, ২০২১ দুপুর ১২:১৬

সামিয়া বলেছেন: অসংখ্য ধন্যবাদ , ভালো ‌থাকুন‌ আপনিও

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.