![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মানুষ বলেই আমার হাত পা বাঁধা,
যা খুশি তাই তোমার মতন বলে উঠতে পারিনা বন্ধু,
আমি যে জানি কষ্ট পাওয়া কত কষ্ট।
আমিতো সাজানো গোছানো শহরের রাস্তায়
বিলবোর্ড ভেংগে পড়তে দেখি;
নিরীহ মানুষের মাথায়।
ঝড়ো হাওয়ায় পথের ধূলোর উড়াউড়ি
সুখের হয় না কখনো,
আমি তাই নির্বিবাদ।
পদ্মা যমুনা বুড়িগঙ্গার নিস্পাপ চেহারা ও
কেড়ে নেয় শত শত প্রাণ, প্রতি বছর।
আর তুমি কিনা আমারে তাজমহল দেখাও বন্ধু
পাঁচ তলার বারান্দায়!
তুমি তো জানোনা স্পিকারে আওয়াজের
বেশি কমের তারতম্যে
ভাসনের ভাবার্থ পাল্টায়।
হাতের ডান বাম এক না বোঝার জন্যে
চোখের ডাক্তার প্রয়োজন,
দুনিয়ার আলো ঝাপসা তোমার চোখে।
আমি এই সুযোগে একটু লম্বা ঘুম দিয়ে নিই;
আমার পুরাতন ঘরে।
আমি এই সুযোগে একটু নির্ভয়ে ঘুম দিয়ে নিই;
আমার পুরাতন ঘরে।
আমি এই সুযোগে একটু শান্তির ঘুম দিয়ে নিই;
আমার পুরাতন ঘরে।
আমার পুরাতন ঘর।
এখনো ভাইরাস মুক্ত এলাকা।।
ছবি: আমার তোলা
০৬ ই মে, ২০২১ রাত ১২:০৮
সামিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
২| ০৫ ই মে, ২০২১ রাত ৯:৫৮
চাঁদগাজী বলেছেন:
আপনি কবিতা কি আগেও লিখতেন?
০৬ ই মে, ২০২১ রাত ১২:০৮
সামিয়া বলেছেন: হুম , মন খারাপ হলেই ।
৩| ০৫ ই মে, ২০২১ রাত ১০:২৩
মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন: এমন একটি পুরাতন ঘর আমারও ভীষণ প্রয়োজন যেখানে থাকবেনা জটিল জীবনের কোনো কুটিল…
০৬ ই মে, ২০২১ রাত ১২:০৯
সামিয়া বলেছেন: দোয়া রইলো
৪| ০৫ ই মে, ২০২১ রাত ১০:৩৫
মরুভূমির জলদস্যু বলেছেন: ছবি সুন্দর হয়েছে।
০৬ ই মে, ২০২১ রাত ১২:০৯
সামিয়া বলেছেন: ধন্যবাদ
৫| ২৪ শে মে, ২০২১ দুপুর ২:৪৪
ডার্ক ম্যান বলেছেন: এতো অনিয়মিত কেন?
২৪ শে মে, ২০২১ দুপুর ২:৫৫
সামিয়া বলেছেন: তবু তো আছি
©somewhere in net ltd.
১|
০৫ ই মে, ২০২১ রাত ৯:৫২
জটিল ভাই বলেছেন: ভাইরাস মুক্ত। কিন্তু শ্বাপদ হইতে মুক্ত কি? আপনার সেই শহরে নেই কি আনভীড়দের বসবাস?
সুন্দর কবিতা......