নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগের স্বত্বাধিকারী সামিয়া

সামিয়া

Every breath is a blessing of Allah.

সামিয়া › বিস্তারিত পোস্টঃ

বিক্ষিপ্ত সময়গুলো

০৪ ঠা জুলাই, ২০২৪ রাত ৮:২৬



পুরানো শব্দগুলো ঘুরে ঘুরে মাথার ভেতর হারাতে হারাতেও হারায় না, পুনরায় ফিরে ফিরে আসে রক্তিম দিগন্তের মতন। ভাসা ভাসা ভাসতে থাকে।
জীবন হচ্ছে একটা অপূর্ণ খেলা কিংবা টাইম পাস এইতো এরকম কিছুই তো। তারপর হঠাৎ সুন্দর সুন্দর স্বপ্ন দেখার সময়ে নতুন নতুন আশায় বুক বাঁধার সময়ে কিছু একটা হওয়ার বদলে একটা সর্বনাশ হয়ে যায় আকর্ষিক।
সে সর্বনাশটা এমনই ভয়াবহ যে চাইলেও আর সংশোধন করা যায় না।
একটা জীবনে মানুষের না পাওয়া আক্ষেপ থাকে শত শত আর সেই না পাওয়ার গল্প গুলোই মনের ভেতর কাঁটার মতন বিঁধে, সেটা এতটাই তীব্র যে হৃদপিণ্ড এফোর ওফোর হয়ে যায়। আল্টিমেটলি মানুষ বেঁচে থেকেও যে মরে যেতে পারে এই কথাটা মিথ্যা নয়। মৃত শরীর নিয়ে বেঁচে থাকা যে কি কষ্টের মানে কিছু সম্ভব হবে না কিছুই হবে না এর কোন সমাধানই নাই ব্যাস হতে দাও। যে সর্বনাশ হয়ে গিয়েছে সে সর্বনাশ মেনে নাও বা না নাও হয়ে গিয়েছেই।
ইস।।।
আহহারে জীবন
মনে হয় দৌড়াতে দৌড়াতে উঁচু পাহাড় থেকে সাগরের ভিতর ঝাঁপিয়ে পড়লে, গাড়ির সামনে ঝাঁপিয়ে পড়লে অথবা মাথা দেয়ালের সাথে ঠুকে থেঁতলে ফেললে ভালো কিছু হবে।
জীবন মানে হারাও, বাবা হারাও;বোন‌ হারাও‌; ভাই হারাও; পছন্দের সময় হারাও; জায়গা হারাও; স্বপ্ন হারাও; দিন দিন শুধু হারানোর তালিকা বাড়বেই।
জীবনের দীর্ঘ একটা সময় ঘুরেফিরে ব্যথা পাও; ব্যথা দাও; সহ্য করো; সহ্য করো সহ্য করো আর অনর্থক স্বপ্ন দেখো, ডালপালা ছড়াও বংশবিস্তার করো তারপর মরে যাও ব্যাস এটুকুই তো নাকি।

ছবি: সংগৃহীত

মন্তব্য ২১ টি রেটিং +৩/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুলাই, ২০২৪ রাত ৮:৫৭

ডার্ক ম্যান বলেছেন: জীবনের বেশিরভাগ স্বপ্ন পূরণ হয় না এটা যেমন সত্যি ঠিক তেমনি স্বপ্ন দেখাও নিরর্থক নয়।

০৪ ঠা জুলাই, ২০২৪ রাত ৯:২৫

সামিয়া বলেছেন: হুম...

২| ০৪ ঠা জুলাই, ২০২৪ রাত ৯:৩৫

ঢাকার লোক বলেছেন: লেখাটা অনেকটা দুঃখবাদীদের মত হয়ে গেলো ! জীবনে দুঃখ যেমন আছে, সুখও আছে। তবে কোনটা বেশি এ বিতর্ক বহু পুরাতন এবং এর কোনো চূড়ান্ত ফায়সালা হওয়ারও নয়!
যারা জীবনে সুখ বেশি দেখেছেন তারা বলেন দুনিয়াতে সুখ বেশি, যাদের জীবন কেটেছে দুঃখে তাদের কাছে জীবন দুঃখময় ! অনেকদিন আগে রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর একটা লেখা পড়েছিলাম, উনি লিখেছিলেন, যারা বলেন সুখ বেশি তাদের বড় যুক্তি, জীবনে সুখ বেশি বলেই মানুষ বাঁচতে চায়, তা না হলে এতদিনে দড়ি কলসি যোগান দিতে দিতে মানুষ বিলুপ্ত হয়ে যেত! আর দুঃখবাদীরা বলেন, জীবনে সুখ বেশি বলেই মানুষ বাঁচতে চায় সে নয়, দুঃখ শেষ হয়ে সুখ আসবে সেই আশায় আশায় বেঁচে রয়; যেমন জুয়াড়ি ক্রমাগত হারে, তবু খেলা ছেড়ে চলে যায়না সম্পূর্ণ নিঃস্ব না হওয়া পর্যন্ত!
বার্টান্ড রাসেল বলেছেন যার সুখের উপকরণ যত বেশ, যত সহজলভ্য, তার সুখী হওয়ার সুযোগ তত বেশি ! দশ টাকার চিনেবাদাম খেয়ে যে আনন্দ পায় তার জন্য কিছুক্ষনের জন্য সুখী হওয়া খুবই সহজ। আশাবাদী হওয়া, সুখী হতে চেষ্টা করা ভালো।

০৪ ঠা জুলাই, ২০২৪ রাত ১০:৪৭

সামিয়া বলেছেন: আপনার গভীর অনুপ্রেরণামূলক মন্তব্য পড়ে কিছুক্ষণ স্বস্তি পেলাম। ধন্যবাদ ও কৃতজ্ঞতা, ভালো থাকবেন।

৩| ০৪ ঠা জুলাই, ২০২৪ রাত ৯:৩৯

নয়া পাঠক বলেছেন: জীবনে সুখ বেশি না দুঃখ্ বেশি তা পরিমাপের যেহেতু কোন স্কেল নেই, তাই ধরে নেয়া যেতে পারে এটা যার যার দৃষ্টিভঙ্গির ব্যাপার। তবে আমি শত দুঃখ-কষ্টের মাঝেও সদাই পজেটিভ থাকতে পছন্দ করি। এতে দুঃখবোধ কিছুটা লাঘব হয়।

০৪ ঠা জুলাই, ২০২৪ রাত ১০:৪৭

সামিয়া বলেছেন: সেটাই চেষ্টা আমাদের সকলের। ধন্যবাদ।

৪| ০৪ ঠা জুলাই, ২০২৪ রাত ৯:৫৮

কামাল১৮ বলেছেন: সবকিছু মেনে নিলে আর এতটা দুঃখবোধ থাকে না।বৈজ্ঞানিক দৃষ্টিকোন থেকে ব্যাখ্যা করতে পারলে কোন দুঃখই আর দুঃখ থাকে না সেটা হয়ে যায় সুখ।

০৪ ঠা জুলাই, ২০২৪ রাত ১০:৪৮

সামিয়া বলেছেন: নিজের ভাই বোন বাবা নিজের পরিবারের মানুষ এদেরকে হারানোর দুঃখ কোনদিন কাটেনা কোনদিন না

৫| ০৫ ই জুলাই, ২০২৪ রাত ১২:৪৫

Pha বলেছেন: কেবলমাত্র অমানুষ/রোবটরাই মনে করতে পারে সবকিছু মেনে নেওয়া যায়। কোন সুস্থ মস্তিষ্কের মানুষ মানবিকতা বিলীন করতে পারে না।

০৫ ই জুলাই, ২০২৪ বিকাল ৫:৪৮

সামিয়া বলেছেন: রাইট

৬| ০৫ ই জুলাই, ২০২৪ রাত ১:২৯

কামাল১৮ বলেছেন: আমার তিন ভাই বোন মরেছে একদিনে।বসন্ত রোগে।এখন আমার দুঃখ করে লাভ কি।তারা কি ফিরে আসবে।আমার মানসিক অশান্তি বাড়বে।লাভ কিছুই হবে না।

০৫ ই জুলাই, ২০২৪ বিকাল ৫:৪৯

সামিয়া বলেছেন: কি বলেন এক দিনে তিন ভাইবোন মারা গিয়েছে!! কতদিন আগের ঘটনা? তাদের বয়স কেমন ছিল? আসলে সব মানুষের মন মানসিকতা একরকম কঠিন না। এছাড়া পরিবেশ পরিস্থিতি অনেক কিছুই অনেক কিছুর সাথে সম্পৃক্ত।

৭| ০৫ ই জুলাই, ২০২৪ রাত ২:১৩

খায়রুল আহসান বলেছেন: শিরোনামের ছবি ও কথাগুলো ভীষণ এ্যাপীলিং!
চতুর্থ লাইনের শেষ শব্দটি কি আকর্ষিক, নাকি 'আকস্মিক' হবে?"
"জীবন হচ্ছে একটা অপূর্ণ খেলা কিংবা টাইম পাস" - এ পৃথিবীর জীবনটা বাস্তবিকই ক্ষণিকের খেলা। কারও কারও জন্য হয়তো এ খেলাটা অপূর্ণ থাকেনা, কিন্তু বেশিরভাগ লোকই মনে হয় জীবনের শেষ প্রান্তে এসে ভাবেন, এ খেলাটা তো অপূর্ণই রয়ে গেল; এখনই চলে যেতে হবে? কার খেলার শেষ কোথায়, তা একমাত্র রেফারীই জানেন।
আমার না পাওয়ার কোন আক্ষেপ নেই। যা কিছু চেয়েও পাইনি, ধরে নেই আমি সেটা পাবার যোগ্য নই বা ছিলাম না। এটুকু ধরে নিতে পারলেই মনে শান্তি পাই এবং নতুন কিছু পাওয়ার প্রয়াসে অগ্রবর্তী হই। নৈরাশ্য মাঝে মাঝে আসে বটে, তবে তার কাছে মাথা নত করি না। না পাওয়ার মাঝেও যে মানুষ কিছু 'পাওয়া' খুঁজে পেতে পারে, তার জীবনটা শান্তির হয়, ফলে সফলও হয়।


ডার্ক ম্যান বলেছেন: "জীবনের বেশিরভাগ স্বপ্ন পূরণ হয় না এটা যেমন সত্যি ঠিক তেমনি স্বপ্ন দেখাও নিরর্থক নয়" - খুব ভালো বলেছেন তিনি কথাটা। আমি একমত। +
তবে, মানুষের জীবনটা ভুলে ভরা। এক সময় শ্রান্তি এসে ভ্রান্তির ভার লাঘব করে দিয়ে যায়। মানুষ ঘুমিয়ে পড়ে, নতুন করে ভুল স্বপ্ন দেখে। জীবনের গান, কলতান, যতই মধুর হোক না কেন, দিনশেষে এটা একটা করুণ মেলোডিতেই পরিণত হয়। বিষণ্ণতাও একটা মেলোডি, যা সৃষ্টির পরিবেশ তৈরি করে। আর, যে কোন সৃষ্টিই স্রষ্টার জন্য আনন্দদায়ক।

ঢাকার লোক এর মন্তব্যটাও ভালো লেগেছে। +

০৫ ই জুলাই, ২০২৪ সন্ধ্যা ৭:৫৭

সামিয়া বলেছেন: শব্দটা আকস্মিক হবে। ভুল টাইপ হয়েছে।

০৫ ই জুলাই, ২০২৪ সন্ধ্যা ৭:৫৮

সামিয়া বলেছেন: মনটা অনেক খারাপ আসলে সময় যখন খারাপ যায় কোন যুক্তি-তর্ক কোন কিছুতেই মন শান্ত হয় না। তারপরও যতটুকু বলেছেন যেভাবে সান্ত্বনা দিয়েছেন ভালো লেগেছে। অনেক ভালো থাকবেন। ধন্যবাদ।

৮| ০৫ ই জুলাই, ২০২৪ দুপুর ১:৪৫

রানার ব্লগ বলেছেন: দুঃখ সুখ মিলিয়েই জীবিন। তাই বলে সারাক্ষন দুঃখ কে প্রাধান্য দিতে হবে এমন না, আমার কথা হলো, দুঃখ কে একদম লাল পতকা দেখিয়ে দিন। ছোট্ট জীবন সুখী হওয়ার চেষ্টা করুন।

০৫ ই জুলাই, ২০২৪ সন্ধ্যা ৭:৫৯

সামিয়া বলেছেন: ভালো বলেছেন তো ,থ্যাঙ্ক ইউ।

৯| ০৫ ই জুলাই, ২০২৪ রাত ৯:৫২

কামাল১৮ বলেছেন: প্রায় ৬০ বছর আগের ঘটনা।তখন গ্রামের পর গ্রাম সাবার হয়ে যেতো।কলেরা ও বসন্তে।তারা ছোট ছিলো।দুই বোন এক ভাই মারা গেছে।আমি ছাড়া সবার বসন্ত হয়ে ছিলো।আমার টিকা নেয়া ছিলো।

০৭ ই জুলাই, ২০২৪ রাত ৮:১৯

সামিয়া বলেছেন: আপনি ষাট বছর আগের ঘটনা বলছেন তখনকার ফিলিংস কি আপনার মনে আছে!?

১০| ০৬ ই জুলাই, ২০২৪ দুপুর ১:৪৩

শাওন আহমাদ বলেছেন: জীবন মানে হারাও, বাবা হারাও;বোন‌ হারাও‌; ভাই হারাও; পছন্দের সময় হারাও; জায়গা হারাও; স্বপ্ন হারাও; দিন দিন শুধু হারানোর তালিকা বাড়বেই।
জীবনের দীর্ঘ একটা সময় ঘুরেফিরে ব্যথা পাও; ব্যথা দাও; সহ্য করো; সহ্য করো সহ্য করো আর অনর্থক স্বপ্ন দেখো, ডালপালা ছড়াও বংশবিস্তার করো তারপর মরে যাও ব্যাস এটুকুই তো নাকি।

এগুলোই জীবনের নির্মম সত্য।

০৭ ই জুলাই, ২০২৪ রাত ৮:২১

সামিয়া বলেছেন: যদি.... যদি এরকমটা সত্য না হতো....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.