![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এসে বসছি
নরম বালুর উপর,
সামনে বিশাল সমুদ্র,
ঢেউগুলা আমারে কিছু একটা বলতে চাইতেছে,
কিন্তু আমি বুঝতে পারছি না।
আমার মাথার উপর বিশাল আকাশ,
আকাশের নিচে শুধু পানি আর পানি,
আমি একলা,
আমার সামনে সমুদ্রের একলা বিশালতা,
আমাদের মাঝে বোঝাপড়ার অভাব।
একটা ঢেউ ধীরে ধীরে এসে
আমার পায়ের আঙুল ছুঁয়ে গেলো।
একটা ঠান্ডা অনুভূতি,
ঠিক যেন পুরান কথা মনে পড়ে
আর সাথে সাথে আবার ভুলে যাই।
একটা নৌকা দুরে যাইতেছে,
একটা জাহাজ পানির উপর থেমে আছে,
আমি ভাবছি,
বালির উপর আমার পায়ের ছাপ ছিলো,
কিন্তু এখন নাই।
সমুদ্র সব মুছে দেয়,
আমার স্মৃতির মতো,
আমার প্রশ্নগুলার মতো।
এত ঢেউ,
কিন্তু আমার ভাঙা মন ঠিক করতে পারে না।
আমি দাঁড়াইলাম,
জল একটু উষ্ণ,
কিন্তু কিছুদূর গিয়ে ঠান্ডা হয়ে গেলো,
ঠিক তোমার পুরাতন কথা দিয়া বানানো
সেই পুরোনো না রাখা কথার মতো।
কয়েকজন মাছ ধরে ফিরতেছে,
কেউ নারকেল গাছের নিচে ঘুমিয়ে গিয়েছে,
কেউ বালুর উপর নাম লিখতেছে,
আমিও লিখছিলাম, মনে আছে?
সেই নাম ঢেউ মুছিয়ে দিয়েছে,
ঠিক যেমন তুমি মুছে দিয়েছিলা
আমারে তোমার গল্প থেকে।
তারপর?
তারপর আমি হেঁটে আসতে থাকলাম,
পায়ের ছাপ রইলো কিছুক্ষণ,
তারপর সেগুলাও মুছে গেলো।
আমার রাখবার কিছু নাই,
আমার ভুলবারও কিছু নাই।
সমুদ্রের কাছে
আমি আর কিছু মনে করতে পারি না।
ঢেউ আসে, ঢেউ যায়,
বালুর উপর আমার নাম লিখি,
আরেকটা ঢেউ এসে সেই নাম মুছে দ্যায়।
আমি আবার লিখি,
আবার ঢেউ আসে,
আমি হাল ছেড়ে দেই।
সমুদ্রের বাতাসে মুখ বদলে যায় মানুষের।
তবু মনে হয়, এই লোকটারে আমি আগে দেখেছি,
সমুদ্রের এই রঙটারে আমি আগে দেখেছি,
কিন্তু কই? কবে?
আমি মনে করতে পারি না।
দূরে এক জেলে ট্রলারে আলো জ্বালতেছে,
কেউ একজন সমুদ্রে পা দিয়া দৌড় দিতেছে,
কেউ হাত ধরে টানতেছে পিছনে,
বালুর উপর ছেড়ে আসা স্যান্ডেল
ঢেউয়ে ডুবে যায়।
আমি বালুতে বসে থাকি,
বাতাস বইতে থাকে,
সমুদ্রের গর্জনের ভিতর
সমুদ্রের বাতাসের ভিতর
আমি বসেই থাকি,
কিসের অপেক্ষা করতেছি,
আমি জানি না।
বৃষ্টি নামবে কিনা
সমুদ্রের জলে ভেজা হাতের রেখা
কখনো কি শুকাবে?
কে জানে!
আমি ঢেউয়ের শব্দের ভিতরে বসে থাকি,
আমি চোখ বন্ধ করি,
আমি ভাবি,
সমুদ্রের ভিতরে আমি হারিয়ে গেলে কেমন লাগবে?
২১ শে মার্চ, ২০২৫ রাত ৮:৫৬
সামিয়া বলেছেন: থ্যাংক ইউ সো মাচ
২| ২১ শে মার্চ, ২০২৫ রাত ১০:২৫
সাড়ে চুয়াত্তর বলেছেন: কাব্যের ছন্দে সুন্দর অনুভূতির প্রকাশ।
২২ শে মার্চ, ২০২৫ রাত ১:৩৮
সামিয়া বলেছেন: ধন্যবাদ
৩| ২১ শে মার্চ, ২০২৫ রাত ১০:৫০
নয়ন বড়ুয়া বলেছেন: চমৎকার আপু...
২২ শে মার্চ, ২০২৫ রাত ১:৩৮
সামিয়া বলেছেন: ধন্যবাদ
৪| ২১ শে মার্চ, ২০২৫ রাত ১১:০২
সৈয়দ কুতুব বলেছেন: দারুণ হয়েছে।
২২ শে মার্চ, ২০২৫ রাত ১:৩৮
সামিয়া বলেছেন: ধন্যবাদ
৫| ২১ শে মার্চ, ২০২৫ রাত ১১:০৭
শায়মা বলেছেন: মনে পড়ে গেলো সেই গান
আজ সাগরের ঢেউ দিয়ে তারে যেন মুছিয়া দিলাম....
২২ শে মার্চ, ২০২৫ রাত ১:৩৯
সামিয়া বলেছেন: সুন্দর গান। ধন্যবাদ আপু
৬| ২২ শে মার্চ, ২০২৫ রাত ১২:১২
আদিত্য ০১ বলেছেন: ভাল লিখেছেন। সমুদ্র থাকলে অনেক সমস্যা পড়তেন। তখন সমুদ্রসীমা কত নটিক্যাল মাইল পর্যন্ত থাকতো, সেটা মেরিনার হায়ার করা লাগতো। আবার সেইফ রাখার জন্য কোস্ট গার্ড ও নেভি রাখতে হত। আবার ওইদিকে আরেক ক্যাচলে পড়তেন যখন সোমালিয়া জলদস্যুরা এসে আপনার সমুদ্রে সব জাহাজ নিয়ে যাচ্ছে। এত এত ঝামেলার চাইতে না আছে ওতেই ভালো আছেন
২২ শে মার্চ, ২০২৫ রাত ১:৪০
সামিয়া বলেছেন: এ আল্লাহ!! এত কিছু তো জানিনা! গরীবের শখ আর কি, না জেনে না বুঝে শখ করে বসে আছি।
৭| ২২ শে মার্চ, ২০২৫ রাত ১২:৫৯
কামাল১৮ বলেছেন: আমার মনে পড়ে গেলো হেমন্তের এই গান টি
নীল আকাশের নিচে এই পৃথিবী——-
২২ শে মার্চ, ২০২৫ রাত ১:৪১
সামিয়া বলেছেন: আমি হেমন্তের গান ভীষণ পছন্দ করি
৮| ২২ শে মার্চ, ২০২৫ সকাল ১০:৫৮
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।
২৩ শে মার্চ, ২০২৫ রাত ৩:৩৮
সামিয়া বলেছেন: ধন্যবাদ
৯| ০১ লা এপ্রিল, ২০২৫ সকাল ১১:২০
নকল কাক বলেছেন: কবিতা সুন্দর হইছে।
আমার নতুন ছোট গল্প "ধাওয়া" পড়ার জন্য আমন্ত্রন রইল।
১০| ০১ লা এপ্রিল, ২০২৫ দুপুর ১:৫৪
নকল কাক বলেছেন: যেহেতু এখনও আমার আগের কমেন্টের জবাব দেন নাই, এই সুযোগে আরেকটা বিরক্তিকর করেন্ট করে ফেললাম। (প্রথম পাতায় এখনও একসেস নাই তো, এইজন্য বাড়ি বাড়ি ঘুরে গল্প ফেরি করতেছি)
আমার লেখা বড় গল্প "গনি মিয়ার গুপ্তধন" পড়ার জন্য আমন্ত্রণ রইল।
১১| ০৩ রা এপ্রিল, ২০২৫ রাত ১২:১৮
নকল কাক বলেছেন: আবার বিরক্ত করি।
আমার লেখা সাইফাই এ্যকশন গল্প "ক্যু-২" পড়ার জন্য আপনাকে আমন্ত্রন।
১২| ০৪ ঠা এপ্রিল, ২০২৫ দুপুর ১২:২৪
নকল কাক বলেছেন: আমার লেখা গল্প "আমজাদ শেখ" পড়ার জন্য আপনাকে আমন্ত্রণ
০৫ ই এপ্রিল, ২০২৫ রাত ৯:০৭
সামিয়া বলেছেন: আপনার সবগুলো মন্তব্য পড়েছি ইনশাআল্লাহ সময় করে আপনার লেখাগুলো পড়বো এক এক করে।
১৩| ০৮ ই এপ্রিল, ২০২৫ সকাল ৮:৪২
সামছুল আলম কচি বলেছেন: ব্যক্তিগত অনেক চাওয়া মানুষের থাকতে পারে; তা্ই বলে ব্যক্তিগত সমূদ্র !!?? বিশাল চাওয়া !!!
হা: হা: হা: হা: হা: .. দারুন লিখেছেন !! মানুষের মন; মহাবিশ্বকে ধরে রাখতে পারে- তার তুলনায় অবশ্য কম-ই চেয়েছেন। ধন্যবাদ।
০৯ ই এপ্রিল, ২০২৫ দুপুর ১২:০৩
সামিয়া বলেছেন: সমুদ্র চাওয়ার মতন অবিশ্বাস্য আবদার কে প্রশ্রয়ের হাসি দিয়ে শান্তনা দেওয়ার চেষ্টাটা ভালো লাগলো। ধন্যবাদ ধন্যবাদ
১৪| ১১ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৩:৩২
নকল কাক বলেছেন: আমার লেখা সিরিজ গল্প "এ্যমবুশ" এর ৩য় পর্ব "এ্যমবুশ ৩" পড়ার জন্য আপনাকে আমন্ত্রণ।
২০ শে এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৬:০৩
সামিয়া বলেছেন: ওকে
১৫| ১৪ ই এপ্রিল, ২০২৫ দুপুর ১২:১৬
নকল কাক বলেছেন: মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়ে লেখা ফিকশন সিরিজ গল্প এ্যমবুশের ৫ম পর্ব "এ্যমবুশ ৫" পড়ার জন্য আপনাকে আমন্ত্রণ।
২০ শে এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৬:০৩
সামিয়া বলেছেন: ওকে
১৬| ২০ শে এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৭:৪৮
নকল কাক বলেছেন: চ্যাটজিপিটি দিয়ে লেখা আরও দুই পর্ব পড়ার জন্য আপনাকে আমন্ত্রণ
এ্যমবুশ ৬
এ্যমবুশ-৭
২০ শে এপ্রিল, ২০২৫ রাত ৮:৪১
সামিয়া বলেছেন: হুম
©somewhere in net ltd.
১|
২১ শে মার্চ, ২০২৫ রাত ৮:৫১
এইচ এন নার্গিস বলেছেন: আমিও তাই । তবে মাউন্টেন একটু বেশি । ভালো লিখেছেন ।