![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এসে বসছি
নরম বালুর উপর,
সামনে বিশাল সমুদ্র,
ঢেউগুলা আমারে কিছু একটা বলতে চাইতেছে,
কিন্তু আমি বুঝতে পারছি না।
আমার মাথার উপর বিশাল আকাশ,
আকাশের নিচে শুধু পানি আর পানি,
আমি একলা,
আমার সামনে সমুদ্রের একলা বিশালতা,
আমাদের মাঝে বোঝাপড়ার অভাব।
একটা ঢেউ ধীরে ধীরে এসে
আমার পায়ের আঙুল ছুঁয়ে গেলো।
একটা ঠান্ডা অনুভূতি,
ঠিক যেন পুরান কথা মনে পড়ে
আর সাথে সাথে আবার ভুলে যাই।
একটা নৌকা দুরে যাইতেছে,
একটা জাহাজ পানির উপর থেমে আছে,
আমি ভাবছি,
বালির উপর আমার পায়ের ছাপ ছিলো,
কিন্তু এখন নাই।
সমুদ্র সব মুছে দেয়,
আমার স্মৃতির মতো,
আমার প্রশ্নগুলার মতো।
এত ঢেউ,
কিন্তু আমার ভাঙা মন ঠিক করতে পারে না।
আমি দাঁড়াইলাম,
জল একটু উষ্ণ,
কিন্তু কিছুদূর গিয়ে ঠান্ডা হয়ে গেলো,
ঠিক তোমার পুরাতন কথা দিয়া বানানো
সেই পুরোনো না রাখা কথার মতো।
কয়েকজন মাছ ধরে ফিরতেছে,
কেউ নারকেল গাছের নিচে ঘুমিয়ে গিয়েছে,
কেউ বালুর উপর নাম লিখতেছে,
আমিও লিখছিলাম, মনে আছে?
সেই নাম ঢেউ মুছিয়ে দিয়েছে,
ঠিক যেমন তুমি মুছে দিয়েছিলা
আমারে তোমার গল্প থেকে।
তারপর?
তারপর আমি হেঁটে আসতে থাকলাম,
পায়ের ছাপ রইলো কিছুক্ষণ,
তারপর সেগুলাও মুছে গেলো।
আমার রাখবার কিছু নাই,
আমার ভুলবারও কিছু নাই।
সমুদ্রের কাছে
আমি আর কিছু মনে করতে পারি না।
ঢেউ আসে, ঢেউ যায়,
বালুর উপর আমার নাম লিখি,
আরেকটা ঢেউ এসে সেই নাম মুছে দ্যায়।
আমি আবার লিখি,
আবার ঢেউ আসে,
আমি হাল ছেড়ে দেই।
সমুদ্রের বাতাসে মুখ বদলে যায় মানুষের।
তবু মনে হয়, এই লোকটারে আমি আগে দেখেছি,
সমুদ্রের এই রঙটারে আমি আগে দেখেছি,
কিন্তু কই? কবে?
আমি মনে করতে পারি না।
দূরে এক জেলে ট্রলারে আলো জ্বালতেছে,
কেউ একজন সমুদ্রে পা দিয়া দৌড় দিতেছে,
কেউ হাত ধরে টানতেছে পিছনে,
বালুর উপর ছেড়ে আসা স্যান্ডেল
ঢেউয়ে ডুবে যায়।
আমি বালুতে বসে থাকি,
বাতাস বইতে থাকে,
সমুদ্রের গর্জনের ভিতর
সমুদ্রের বাতাসের ভিতর
আমি বসেই থাকি,
কিসের অপেক্ষা করতেছি,
আমি জানি না।
বৃষ্টি নামবে কিনা
সমুদ্রের জলে ভেজা হাতের রেখা
কখনো কি শুকাবে?
কে জানে!
আমি ঢেউয়ের শব্দের ভিতরে বসে থাকি,
আমি চোখ বন্ধ করি,
আমি ভাবি,
সমুদ্রের ভিতরে আমি হারিয়ে গেলে কেমন লাগবে?
২১ শে মার্চ, ২০২৫ রাত ৮:৫৬
সামিয়া বলেছেন: থ্যাংক ইউ সো মাচ
২| ২১ শে মার্চ, ২০২৫ রাত ১০:২৫
সাড়ে চুয়াত্তর বলেছেন: কাব্যের ছন্দে সুন্দর অনুভূতির প্রকাশ।
২২ শে মার্চ, ২০২৫ রাত ১:৩৮
সামিয়া বলেছেন: ধন্যবাদ
৩| ২১ শে মার্চ, ২০২৫ রাত ১০:৫০
নয়ন বড়ুয়া বলেছেন: চমৎকার আপু...
২২ শে মার্চ, ২০২৫ রাত ১:৩৮
সামিয়া বলেছেন: ধন্যবাদ
৪| ২১ শে মার্চ, ২০২৫ রাত ১১:০২
সৈয়দ কুতুব বলেছেন: দারুণ হয়েছে।
২২ শে মার্চ, ২০২৫ রাত ১:৩৮
সামিয়া বলেছেন: ধন্যবাদ
৫| ২১ শে মার্চ, ২০২৫ রাত ১১:০৭
শায়মা বলেছেন: মনে পড়ে গেলো সেই গান
আজ সাগরের ঢেউ দিয়ে তারে যেন মুছিয়া দিলাম....
২২ শে মার্চ, ২০২৫ রাত ১:৩৯
সামিয়া বলেছেন: সুন্দর গান। ধন্যবাদ আপু
৬| ২২ শে মার্চ, ২০২৫ রাত ১২:১২
আদিত্য ০১ বলেছেন: ভাল লিখেছেন। সমুদ্র থাকলে অনেক সমস্যা পড়তেন। তখন সমুদ্রসীমা কত নটিক্যাল মাইল পর্যন্ত থাকতো, সেটা মেরিনার হায়ার করা লাগতো। আবার সেইফ রাখার জন্য কোস্ট গার্ড ও নেভি রাখতে হত। আবার ওইদিকে আরেক ক্যাচলে পড়তেন যখন সোমালিয়া জলদস্যুরা এসে আপনার সমুদ্রে সব জাহাজ নিয়ে যাচ্ছে। এত এত ঝামেলার চাইতে না আছে ওতেই ভালো আছেন
২২ শে মার্চ, ২০২৫ রাত ১:৪০
সামিয়া বলেছেন: এ আল্লাহ!! এত কিছু তো জানিনা! গরীবের শখ আর কি, না জেনে না বুঝে শখ করে বসে আছি।
৭| ২২ শে মার্চ, ২০২৫ রাত ১২:৫৯
কামাল১৮ বলেছেন: আমার মনে পড়ে গেলো হেমন্তের এই গান টি
নীল আকাশের নিচে এই পৃথিবী——-
২২ শে মার্চ, ২০২৫ রাত ১:৪১
সামিয়া বলেছেন: আমি হেমন্তের গান ভীষণ পছন্দ করি
©somewhere in net ltd.
১|
২১ শে মার্চ, ২০২৫ রাত ৮:৫১
এইচ এন নার্গিস বলেছেন: আমিও তাই । তবে মাউন্টেন একটু বেশি । ভালো লিখেছেন ।