নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগের স্বত্বাধিকারী সামিয়া

সামিয়া

Every breath is a blessing of Allah.

সামিয়া › বিস্তারিত পোস্টঃ

পাখির জীবন

০৮ ই মে, ২০২৫ রাত ১২:১৪


ছবিঃগুগল

কৃষ্ণচূড়ার পাগল করা রঙে
একটা পাখি বান্ধবী নিয়ে ঘুরতে বের হয়।
একটা পাখি ভাবে জীবন হলো উল্টো আয়না
ভেতরে বাইরে কালো।

একটা পাখির পুরাতন পালক
তারে বাতাস থেকে তুলে নিলো আরেকটা পাখি।

সমস্ত দৃশ্য প্রত্যক্ষ করে অন্য পাখি
তার জীবনে কিছুই করার নাই।
একটা পাখি আবহাওয়ার পূর্বাভাস জানায় টিভিতে।
একটা পাখির বৃষ্টির শব্দে ঘুমায় আরামে সারাদিন।
একটা পাখির ভেজা পালক বাতাসে শুকায়।

একটা পাখির অভিমান মা পাখিটার সাথে।
একটা পাখির হৃদয়ে ভীষণ ঝড়।
একটা পাখি উড়ে যায় জঙ্গলে,
একটা পাখি কাঁদে আকাশ কোণে,
একটা পাখি গান গায় পুরাতন,
একটা পাখি কারো ঠিকানা খোঁজে।

একটা পাখি চুপচাপ
একটা পাখির নাম অপেক্ষা সুদিনের,
একটা পাখি হারায় নিজের পথ,
একটা পাখি মুখোশের শহরে।

একটা পাখি অন্ধ অনেকদিন
একটা পাখি নরম হাওয়ায় ডানা,
একটা পাখি চলে যায় অগোচরে,
একটা পাখি ফিরে আসে না।।

একটা পাখি বসে থাকে বাতি-নেভানো বারান্দায়
একটা পাখি হাঁটে ফুটপাত ধরে,
একটা পাখি নিজেকে দেখে আয়নায়।
একটা পাখি আত্মজীবনী লিখে; লাস্ট পৃষ্ঠায় অনর্থক।

একটা পাখি খোলা জানালায় মেঘ ছুঁয়ে দেখে।
একটা পাখি বৃষ্টি চায় না আর
একটা পাখি গুগল করে দুঃখ ভোলার ওষুধ।

একটা পাখি কাকের প্রেমে পড়ে,
একটা পাখি‌ তিনটে শীত পার করেছে একা।

একটা ফেক পাখি নিজেকে ইনফ্লুয়েন্সার বানায়
সবাইকে বলে Free as a bird, sad as a poem.




মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই মে, ২০২৫ রাত ২:৫৫

Sulaiman hossain বলেছেন: ❤️

০৮ ই মে, ২০২৫ বিকাল ৩:৩৯

সামিয়া বলেছেন: ধন্যবাদ

২| ০৮ ই মে, ২০২৫ সকাল ৯:২৩

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

০৮ ই মে, ২০২৫ বিকাল ৩:৩৯

সামিয়া বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.