![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছুক্ষণ আগে পাতায় পাতায় গড়িয়ে পড়েছে বৃষ্টির ধারা; তার চিহ্ন রয়েছে জমে থাকা পাতার ফোঁটাগুলায়, মাঝে মাঝে নিচে পড়ে গিয়ে ছোট্ট শব্দ তুলছে, বাতাসে ভেজা মাটির গন্ধ, আর দূর থেকে ভেসে আসা নাম না জানা ফুলের হালকা সুবাস, বৃষ্টি যেন নিজেই এখানে নীরব কোন রাজকুমারীর মতো, আসছে, ছুঁয়ে যাচ্ছে সবকিছু, আবার মিলায়ে যাচ্ছে।
বিকেলের আলো মরে আসছে কিছটা; ধূসর আকাশে ধূসর চাদরে মোড়ানো মেঘ। জানালা দিয়া বাইরের দিকে চাইলে মনে হয়, দুনিয়াটা থেমে গেছে, আর হৃদয়ে ধীরে ধীরে পুরনো স্মৃতিতে সিক্ত হচ্ছে। ছবিগুলো বাবার বাড়িতে তোলা কিছুক্ষণ আগে।
সবুজের নিবাস
জলে ভেজা পুঁই শাক
বৃষ্টি ভেজা নয়নতারা
নিবিড় সবুজ
কাঁটা মুকুট
চুইঝাল পাতা।
প্রকৃতি মানুষের আত্মার প্রশান্তি, বেঁচে থাকার নিঃশ্বাস। এক পশলা বৃষ্টি যেমন শুকিয়ে যাওয়া মাটিকে সজীব করে তোলে, তেমনি প্রকৃতির ছোঁয়া মানুষকে দেয় নতুন জীবন, নতুন আশা।
শীতল বাতাসে বিষণ্ণ মন হালকা হয়ে যায়, গাছের সবুজ পাতায় ফিরে আসে জীবনের প্রাণ।
২| ১৭ ই মে, ২০২৫ রাত ৮:৪৭
কামাল১৮ বলেছেন: পুঁই শাকটা দেখে খেতে ইচ্ছা করছে।আমাদের কাছাকাছি কোথাও পুঁই শাক পাওয়া যায় না।
©somewhere in net ltd.
১|
১৭ ই মে, ২০২৫ বিকাল ৫:১৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: কী সুন্দর দৃশ্য আপু