নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগের স্বত্বাধিকারী সামিয়া

সামিয়া

Every breath is a blessing of Allah.

সামিয়া › বিস্তারিত পোস্টঃ

আমি তবুও হেঁটে যাই, ভুলে যাই আগের দিনের হিসেবপত্র, (ছবি ব্লগ)

২৫ শে মে, ২০২৫ সন্ধ্যা ৬:১৮


শহরের ইট-কাঠের ভিড়ে আমরা ক্রমশ ভুলে যাচ্ছি প্রকৃতির ছোঁয়া। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে দৌড়াতে গিয়ে হারিয়ে ফেলেছি বিকেলের নরম আলো,কিংবা দুপুরের ঝাঁঝালো রোদে থাকা গাছের ছায়া। আধুনিক প্রযুক্তির ভিড়ে হারিয়ে ফেলি অনেক কিছু। হারাচ্ছি প্রকৃতির সংস্পর্শ, আপনজনদের সংস্পর্শ, হারাচ্ছি আত্মিক শান্তি।
ছবিগুলো তুলেছি উত্তরার ১১ নম্বর থেকে শুরু করে ৫ নম্বর পর্যন্ত বিস্তৃত লেকপাড় থেকে। খুব কৃষ্ণচূড়া ফুটেছিল গাছে গাছে এখানে, এখন অবশ্য কমে গিয়েছে।

ছবিঃ১

ছবিঃ২

ছবিঃ৩

ছবিঃ৪ এই ছবিটা শুধু আমার বাসার গেটের সামনের বাগান বিলাস

ছবিঃ৫

ছবিঃ৬

ছবিঃ৭

ছবিঃ৮
ছবিঃ ৯

ছবিঃ১০ .
ছবিঃ১১

ছবিঃ১২

ছবিঃ১৩

ছবিঃ১৪

ছবিঃ১৫
ছবিঃ১৬

ছবিঃ১৭ বুনো ফুল

মন্তব্য ১৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ২৫ শে মে, ২০২৫ সন্ধ্যা ৭:৩২

কামাল১৮ বলেছেন: এই লেকের পারধরে বহুদিন হেটে'ছি।সাত নং সেক্টরে বহু বছর ছিলাম।

২৫ শে মে, ২০২৫ রাত ৮:৫৮

সামিয়া বলেছেন: এখন এই যে এত দূর! খারাপ লাগে না?

২| ২৫ শে মে, ২০২৫ সন্ধ্যা ৭:৪৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: ছবিগুলি খুব সুন্দর। এই লেকের কাছে আমার বাসা। লেকের পাড়ে একটা নতুন মসজিদ আছে। ওখানে জুম্মার নামাজ পড়ি। লেকটা সংস্কারের সময় পার্কের বেশ কিছু গাছ কেটে ফেলেছে। না কাটলে ভালো হত।

২৫ শে মে, ২০২৫ রাত ৯:০০

সামিয়া বলেছেন: হ্যাঁ গাছ কেটে ফেলার ব্যাপারে সবাই একমত, কেউই এটাকে ভালো চোখে দেখে নাই, আমার কি যে মায়া লেগেছিল অনেক কষ্ট পেয়েছিলাম গাছ গুলোর জন্য।

৩| ২৫ শে মে, ২০২৫ সন্ধ্যা ৭:৫০

নজসু বলেছেন:


আমি তবুও হেঁটে যাই... এই লাইন যেন এক অদৃশ্য বোঝা নামিয়ে ফেলার গল্প । ছবি আর কথার মিশেলে এক অন্যরকম নিরব ভাষা খেলে যায় চোখে । সুন্দর সব ছবি।

২৫ শে মে, ২০২৫ রাত ৯:০০

সামিয়া বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ,

৪| ২৫ শে মে, ২০২৫ রাত ৮:১৬

শায়মা বলেছেন: এই পথ ধরে হাঁটো!!! কি সুন্দর!!!

২৫ শে মে, ২০২৫ রাত ৯:০৩

সামিয়া বলেছেন: হ্যাঁ আপু প্রায় প্রতিদিনই বিকেলে হাঁটতে যাই। এখানে খোলামেলা বেশি , গাছ বেশি, এইজন্য বাতাসও বেশি।এক রাউন্ড হেঁটে এলে তিরিশ মিনিট হাঁটা হয়ে যায়।

৫| ২৫ শে মে, ২০২৫ রাত ৯:১২

নকল কাক বলেছেন:

২৫ শে মে, ২০২৫ রাত ৯:১৭

সামিয়া বলেছেন: নকল কাক এটা তো এ আই ছবি, তবে সুন্দর।

৬| ২৫ শে মে, ২০২৫ রাত ৯:৩৭

নকল কাক বলেছেন: কাকটাই যেহেতু নকল, ছবি, গল্প, গান, ছড়া, সব তো নকলই হবে। :)

২৫ শে মে, ২০২৫ রাত ১০:৩৭

সামিয়া বলেছেন: এতসব নকলের আড়ালে মানুষটা তো আসল।

৭| ২৫ শে মে, ২০২৫ রাত ১০:১০

কামাল১৮ বলেছেন: এতো এতো ভালো লোকের সাথে থেকে খারাপ লাগা ভুলে গেছি।

২৫ শে মে, ২০২৫ রাত ১০:৩৮

সামিয়া বলেছেন: তাও ভালো, ভালো থাকাটাই সব থেকে জরুরি ব্যাপার।

৮| ২৫ শে মে, ২০২৫ রাত ১০:২২

সাড়ে চুয়াত্তর বলেছেন: আমার বউ ঐ পার্কে তার বুড়ী বয়সী বান্ধবীদের নিয়ে হাটে। আপনার সাথে দেখা হলে জানাবেন।

২৫ শে মে, ২০২৫ রাত ১০:৪০

সামিয়া বলেছেন: আপনার বউ কি খুব সুন্দরী চিকন , চারজন একসাথে হাঁটে, দৌড়ায়। আজকে একটা গাছের ডাল ধরে টানা হ্যাঁচড়া করছিল বললাম কি গাছ, তারা বললো জানেনা গুগল করে দেখবে।

৯| ২৫ শে মে, ২০২৫ রাত ১০:৪৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: জি আমার বউ খুবই সুন্দরী। সে নিজেকে চিকনই দাবি করে। সে কথা বলার চেয়ে হাসে বেশি। আর হাসলে ৩২ টা দাঁত এক সাথে দেখা যায়। তার সাথে কয়েকটা বুড়ি থাকে। এদের একজন নাকি কবিতা লেখে। তার কবিতার বইও নাকি আছে। আরেকজনের জামাই মনে হয় ডাক্তার। উনি ঐ ডাক্তারের দ্বিতীয় বউ। আরেকজনের হাজবেনড সরকারি আমলা ছিল। কিছু তথ্য বিভ্রাট হতে পারে, কারণ আমার বউয়ের অনেক অনেক বান্ধবী। প্রতি দিন আমাকে এদের বিভিন্ন গল্প শুনায়, তাই একজনের সাথে আরেকজনের তথ্য বিভ্রাট হয়ে যায়। সবাই বয়সে তার চেয়ে বড়। বেশির ভাগই বুড়ি। বুড়িদের সাথে অপেক্ষাকৃত কম বয়সী হাসি খুশি কোন মেয়েকে দেখলে বুঝবেন সে আমার স্ত্রী।

গাছের ডাল নিয়ে টানাটানি করলে পার্কের কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানাবেন।

২৫ শে মে, ২০২৫ রাত ১১:৫৬

সামিয়া বলেছেন: মাশাআল্লাহ ভাবীর গল্প শুনে তো মন ভরে গেলো, আমি যাকে ভাবছি সে যদি হয় তাহলে আমি তাকে কি বলবো? আমি কি বলবো আপনি সাড়ে চুয়াত্তর ভাইয়ের বউ? এটা বললে ভাবী আর তার বান্ধবীরা আমাকে পাগল ভাববে না!!

যারা ওখানে রেগুলার হাঁটে পার্ক তো তাদেরই, তাদের কে কতৃপক্ষের কিছু বলার সাহস আছে নাকি!!
আপনাদের জন্য অনেক শুভকামনা কামনা রইলো।

১০| ২৬ শে মে, ২০২৫ রাত ১২:১৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: যাকে আপনার কাছে আমার স্ত্রী মনে হবে তাকে ৩ টা প্রশ্ন করবে। যদি উত্তর আমার নীচের দেয়া তথ্যের সাথে মিলে যায় তাহলে বুঝবেন সে আমার স্ত্রী।
১। জিজ্ঞেস করবেন আপনার হাজবেন্ড কি চট্টগ্রামে থাকে। সঠিক উত্তর হল – হ্যা, চট্টগ্রামে থাকে।
২। আপনার হাজবেন্ড কি একাউন্টেন্ট? সঠিক উত্তর হল – হ্যা, সে একাউন্টেন্ট।
৩। আপনার হাজবেন্ড কি গান গাইতে পারে? সঠিক উত্তর হল অল্প অল্প পারে।
৪। আপনার প্রিয় ৩ টা খাবারের নাম কী? সঠিক উত্তর হল – হাসের মাংস, কাচ্চি বিরিয়ানি, কাঁঠাল।
৫। আপনার ছেলে মেয়ে কয়জন? সঠিক উত্তর হল – ২ ছেলে ১ মেয়ে।
৬। আপনার দেশের বাড়ি কোথায়? সঠিক উত্তর হল – ঝালকাঠি।
৭। আপনার বাসার বিড়ালের নাম কী? সঠিক উত্তর হল – মিনি বা মিলি (আমি মিলি ডাকি)
৮। আপনি গাড়ি চালাতে পারেন? সঠিক উত্তর হল – সে বলবে পারে, কিন্তু আসলে পারে না (সে বলবে আমার ড্রাইভিং লাইসেন্স আছে)

এই প্রশ্নগুলি মনে না থাকলে আপনি একটা কাগজে লিখে নিবেন। তবে আরেকটা সহজ রাস্তা আছে তাকে চেনার। তার সাথে যারা থাকবে তাদেরকে জিজ্ঞেস করবেন আপনাদের মধ্যে কেউ কি একজন ডাক্তারের দ্বিতীয় স্ত্রী? আরেকটা প্রশ্ন করবেন যে আপনাদের মধ্যে কেউ কি কবিতা লিখেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.