![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন এই জীবন থেমে যাবে নীরবে।
যে সকালগুলো আজ ব্যস্ততায় ভরে ওঠে,
সেগুলো একদিন নিঃশব্দ হয়ে যাবে।
মনে থাকবে না সুর্যের আলোয় চোখ মেলতে গিয়ে
যে স্বপ্নে বুক বেঁধেছিলাম,
মনে থাকবে না পথচলার তাড়াহুড়ো,
অফিসে দেরি হয়ে যাওয়ার উৎকণ্ঠা।
একদিন ভুলে যাবো কতবার বৃষ্টির দিনে
ছাতা ছাড়া বেরিয়ে পড়েছিলাম,
কতবার বাস মিস করে
হেঁটে গিয়েছি মাইলের পর মাইল,
মনে থাকবে না রাস্তার মোড়ের কফির দোকান,
যেখানে প্রতিদিনের ক্লান্তি
গরম ধোঁয়ার সাথে মিলিয়ে যেত।
মুছে যাবে সেই দিনের কথা,
যেদিন প্রথমবার নিজের উপার্জিত টাকায়
মা-বাবার জন্য উপহার কিনেছিলাম।
মনে থাকবে না বন্ধুর সাথে ভাগ করে খাওয়া
শেষ ফুচকার টুকরো,
অথবা রাত জেগে পরীক্ষার প্রস্তুতি নেওয়ার তাগিদ।
একদিন সব লড়াই, সব আনন্দ, সব হতাশা
সময়ের ধুলোর নিচে চাপা পড়ে যাবে।
যে মানুষগুলো একসময় আমাদের পৃথিবীর কেন্দ্র ছিল,
তাদের কারো কারো মুখ মুছে গেছে চিরদিনের জন্য।
হয়তো কারোও ভেতরে স্মৃতিতে থেকে যাব
যেমন সমুদ্র তার ঢেউ বদলায়,
তবুও লবণাক্ত স্বাদ হারায় না,
তেমনভাবেই জীবনও চলতে থাকবে সকলের,
স্মৃতির রঙ হয়ে যাবে ফিকে,
কত কথা হয়ে যাবে নীরব,
হারিয়ে যাবে আমার অস্তিত্ব সময়ের ভেতর চাপা পড়ে।
ছবিঃনেট
২| ০৩ রা আগস্ট, ২০২৫ রাত ১০:০৪
জনারণ্যে একজন বলেছেন: যা যা বলেছেন, একদিন তা সবই ঘটবে। কিন্তু সেদিনের কথা ভেবে বর্তমানকে কেন অবহেলা করা!
সপরিবারে কোথাও থেকে কয়েক দিনের জন্য ঘুরে আসুন @সামিয়া। একঘেয়েমি থেকে মুক্তি পেতে ঘোরাঘুরির কোনো বিকল্প নেই।
অযাচিত পরামর্শ, আশাকরি কিছু মনে করেন নি।
©somewhere in net ltd.
১|
০৩ রা আগস্ট, ২০২৫ রাত ৮:১২
লোকমানুষ বলেছেন: জীবনের এটাই বড় সত্য, লোকান্তরে হারিয়ে যাবে জীবন। তবুও আমাদের শত আয়োজন, শত ব্যস্ততা।
সহজবোধ্য কবিতা মনকে দারুণ ভাবে ছুৃঁয়ে গেছে। কিছু স্মৃতি যা ঢাকা পরেছিল তা ধুলো ঝেড়ে সামনে এসেছে।