নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগের স্বত্বাধিকারী সামিয়া

সামিয়া

Every breath is a blessing of Allah.

সামিয়া › বিস্তারিত পোস্টঃ

একদিন..

০৩ রা আগস্ট, ২০২৫ রাত ৮:০০



একদিন এই জীবন থেমে যাবে নীরবে।
যে সকালগুলো আজ ব্যস্ততায় ভরে ওঠে,
সেগুলো একদিন নিঃশব্দ হয়ে যাবে।
মনে থাকবে না সুর্যের আলোয় চোখ মেলতে গিয়ে
যে স্বপ্নে বুক বেঁধেছিলাম,
মনে থাকবে না পথচলার তাড়াহুড়ো,
অফিসে দেরি হয়ে যাওয়ার উৎকণ্ঠা।

একদিন ভুলে যাবো কতবার বৃষ্টির দিনে
ছাতা ছাড়া বেরিয়ে পড়েছিলাম,
কতবার বাস মিস করে
হেঁটে গিয়েছি মাইলের পর মাইল,
মনে থাকবে না রাস্তার মোড়ের কফির দোকান,
যেখানে প্রতিদিনের ক্লান্তি
গরম ধোঁয়ার সাথে মিলিয়ে যেত।

মুছে যাবে সেই দিনের কথা,
যেদিন প্রথমবার নিজের উপার্জিত টাকায়
মা-বাবার জন্য উপহার কিনেছিলাম।
মনে থাকবে না বন্ধুর সাথে ভাগ করে খাওয়া
শেষ ফুচকার টুকরো,
অথবা রাত জেগে পরীক্ষার প্রস্তুতি নেওয়ার তাগিদ।

একদিন সব লড়াই, সব আনন্দ, সব হতাশা
সময়ের ধুলোর নিচে চাপা পড়ে যাবে।
যে মানুষগুলো একসময় আমাদের পৃথিবীর কেন্দ্র ছিল,
তাদের কারো কারো মুখ মুছে গেছে চিরদিনের জন্য।

হয়তো কারোও ভেতরে স্মৃতিতে থেকে যাব
যেমন সমুদ্র তার ঢেউ বদলায়,
তবুও লবণাক্ত স্বাদ হারায় না,
তেমনভাবেই জীবনও চলতে থাকবে সকলের,
স্মৃতির রঙ হয়ে যাবে ফিকে,
কত কথা হয়ে যাবে নীরব,
হারিয়ে যাবে আমার অস্তিত্ব সময়ের ভেতর চাপা পড়ে।

ছবিঃনেট

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা আগস্ট, ২০২৫ রাত ৮:১২

লোকমানুষ বলেছেন: জীবনের এটাই বড় সত্য, লোকান্তরে হারিয়ে যাবে জীবন। তবুও আমাদের শত আয়োজন, শত ব্যস্ততা।

সহজবোধ্য কবিতা মনকে দারুণ ভাবে ছুৃঁয়ে গেছে। কিছু স্মৃতি যা ঢাকা পরেছিল তা ধুলো ঝেড়ে সামনে এসেছে।

০৩ রা আগস্ট, ২০২৫ রাত ১১:৫১

সামিয়া বলেছেন: সময় দিয়ে কবিতাটি পড়া, বিস্তারিত মন্তব্য ও মূল্যায়ন করার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা, ভালো থাকুন।

২| ০৩ রা আগস্ট, ২০২৫ রাত ১০:০৪

জনারণ্যে একজন বলেছেন: যা যা বলেছেন, একদিন তা সবই ঘটবে। কিন্তু সেদিনের কথা ভেবে বর্তমানকে কেন অবহেলা করা!

সপরিবারে কোথাও থেকে কয়েক দিনের জন্য ঘুরে আসুন @সামিয়া। একঘেয়েমি থেকে মুক্তি পেতে ঘোরাঘুরির কোনো বিকল্প নেই।

অযাচিত পরামর্শ, আশাকরি কিছু মনে করেন নি।

০৪ ঠা আগস্ট, ২০২৫ দুপুর ২:২৭

সামিয়া বলেছেন: অযাচিত পরামর্শ না, সঠিক পরামর্শ দিয়েছেন, আমার মন তাই ই চাইছে, তবে এখন তা সম্ভব না, অনেকদিন হয়তো সম্ভব হবে না,আসলে নানা রকম বিপদে আছি, শশুর বাবা স্ট্রোক করেছে প্যারালাইজড হয়ে গিয়েছে এক সাইড, এই দেড় মাস ধরে তাকে নিয়ে হসপিটালে দৌড়াদৌড়ি হয়েছে, এখন বাসায়, বাসায় ফিজিশিয়ান নার্স এটা সেটা নিয়ে একদম হসপিটাল। আল্লাহ বাবাকে দ্রুত সুস্থ করে দিক, এটাই এখন একমাত্র চাওয়া, ভালো থাকুন।

৩| ০৩ রা আগস্ট, ২০২৫ রাত ১১:১৪

জুনায়েদ আহমেদ নেজাদ বলেছেন: শত মৃত্যু, শত জন্ম- অন্তর্গত সহস্র দহন

০৩ রা আগস্ট, ২০২৫ রাত ১১:৫৮

সামিয়া বলেছেন: জীবন আর মৃত্যু চক্র। ধন্যবাদ

৪| ০৩ রা আগস্ট, ২০২৫ রাত ১১:৩৪

সুলাইমান হোসেন বলেছেন: হৃদয় থেকে নিঃসৃত কবিতাটি হৃদয়কে ছোয়া দিয়েছে

০৪ ঠা আগস্ট, ২০২৫ রাত ১২:০০

সামিয়া বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ও ভালোলাগা।

৫| ০৩ রা আগস্ট, ২০২৫ রাত ১১:৫৫

রূপক বিধৌত সাধু বলেছেন: তবুও যতক্ষণ বেঁচে থাকা, জীবনকে উপভোগ করাই শ্রেয়।

০৪ ঠা আগস্ট, ২০২৫ রাত ১২:০১

সামিয়া বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ, ভালো থাকুন।

৬| ০৪ ঠা আগস্ট, ২০২৫ সকাল ১০:৪৫

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

০৪ ঠা আগস্ট, ২০২৫ দুপুর ২:২৮

সামিয়া বলেছেন: ধন্যবাদ

৭| ০৮ ই আগস্ট, ২০২৫ রাত ১০:৪৩

জনারণ্যে একজন বলেছেন: সরি তো হিয়ার দ্যাট, সামিয়া। বেশ টাফ টাইম যাচ্ছে আপনাদের তবে।

দ্রুত পুরোপুরি সুস্থ্য হয়ে উঠবেন উনি, শুভকামনা রইলো।

১০ ই আগস্ট, ২০২৫ ভোর ৬:২৯

সামিয়া বলেছেন: আবারো ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.