নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগের স্বত্বাধিকারী সামিয়া

সামিয়া

Every breath is a blessing of Allah.

সামিয়া › বিস্তারিত পোস্টঃ

নস্টালজিক বিকেল নামে (ছবি ব্লগ)

১০ ই আগস্ট, ২০২৫ ভোর ৬:৩১


মোবাইলের ক্যামেরার ভেতর দিয়ে তাকাতেই দেখি, ঘাসের ফাঁকে লুকিয়ে আছে বৃষ্টির কনা, সেটি ঝলমল করছে আলোয়। আর একটা গাছের ডালে বসে থাকা পাখি তার পালকে আকাশের নীল রঙ মেখে নিয়েছে। ক্লিক করতেই সে উড়ে গেল। তার ডানা থেকে ছিটকে পড়া বাতাসও যেন সঙ্গে সঙ্গে ফ্রেমের বাইরে হারিয়ে গিয়েছে আমার ফেলে আসা দিনগুলোর মতো।

নস্টালজিক বিকেল নামে,
আকাশ নীল,
মেঘগুলো ধীরে ধীরে ভেসে যায়
দূরে।

গাছের শেকড় ছোট্ট ছোট্ট পাতা
নদীর জলের ধারে
আমি দেখি,
কারো ছায়া হাঁটছে আমার পাশে।

কেউ একবার বলেছিল
ভালোবাসা হলো নদীর মতো,
যতই বাঁধ দাও, সে নিজেই পথ খুঁজে নেবে


আমার সামনে নদীর নরম জল,
দূরে গোটা কয়েক দালান দাঁড়িয়ে,



আমি বুঝতে পারি,
প্রকৃতি কতটা শান্ত,
তবু তার ভিতরে কত অনুচ্চারিত কথা জমে থাকে,
যেমন আমার মাঝে জমে আছে।


ছোঁয়ার আগে মিলিয়ে যায়
আমার না ফুরানো অপেক্ষা।



আমি চোখ বন্ধ করি,
ভাবি
ভাবতে ভাবতে নস্টালজিক বিকেল নামে

গাছের ডালে ছোট্ট ছোট্ট পাতা ঝুলে আছে,
সে পাতায় পাতায় ধুলো জমে,
তারপর আকাশে মেঘ জমা হয়
প্রবল বৃষ্টিতে সব ধুয়ে মুছে যায়।
জলজ পাতায় বিকেলের আলো লেগে আছে।


জলের উপড়ে সবুজ ঘাস,
ভেসে বেড়াচ্ছে।
বাতাসের টানে।


পাশেই উঁচু বিল্ডিং,
কাঁচের গায়ে আকাশের রঙ ধরা পড়েছে,
জানালায় সোনালি বিকেলের প্রতিফলন,
সেখানে আমার আগের দিনগুলো বন্দি হয়ে আছে।

মন্তব্য ১০ টি রেটিং +৪/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১০ ই আগস্ট, ২০২৫ সকাল ৯:০১

সুলাইমান হোসেন বলেছেন: চমৎকার ছবি ব্লগ

২২ শে আগস্ট, ২০২৫ বিকাল ৫:৪২

সামিয়া বলেছেন: ধন্যবাদ, ভালো থাকবেন।

২| ১০ ই আগস্ট, ২০২৫ রাত ১১:৩৬

বিজন রয় বলেছেন: এটা দেখে ভালো লাগছে যে আপনি এখনো ব্লগে পোস্ট করেন।

অনেক ভালোলাগা রইল সামিয়া।

২২ শে আগস্ট, ২০২৫ বিকাল ৫:৪৩

সামিয়া বলেছেন: হুম আপনাদের মতন ব্লগের মায়ায় পড়ে গিয়েছি, আপনি কেমন আছেন, অনেক দিন পর....

৩| ১১ ই আগস্ট, ২০২৫ রাত ২:৩৫

লোকমানুষ বলেছেন: ছবির ভেতর আর লেখার লাইনে মিশে আছে একধরনের মায়া—যেন বিকেলের আলো, বৃষ্টির গন্ধ আর পুরোনো দিনের স্মৃতি মিলেমিশে এক হয়ে গেছে। পড়তে পড়তে মনও যেন একটু থমকে গেল।

২২ শে আগস্ট, ২০২৫ বিকাল ৫:৪৩

সামিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ

৪| ১১ ই আগস্ট, ২০২৫ রাত ২:৫৬

কামাল১৮ বলেছেন: ছবিকে ছাড়িয়ে গেছে ক্যাপশন।

২২ শে আগস্ট, ২০২৫ বিকাল ৫:৪৪

সামিয়া বলেছেন: থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ

৫| ১১ ই আগস্ট, ২০২৫ সকাল ৯:১৫

রাজীব নুর বলেছেন: সুন্দর।

২২ শে আগস্ট, ২০২৫ বিকাল ৫:৪৪

সামিয়া বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.