নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগের স্বত্বাধিকারী সামিয়া

সামিয়া

Every breath is a blessing of Allah.

সামিয়া › বিস্তারিত পোস্টঃ

জানি আমি খুঁজিবে না আমারে

০১ লা সেপ্টেম্বর, ২০২৫ ভোর ৪:৩২



এই অস্থিরতায় সমুদ্রে যাব একদিন,
তটের বালিতে থাকবে না কোনো চিহ্ন,
পা'য়ের উপর লবণাক্ত শেকল,
ফেরি ডাকবে না ভাঙা হৃদয়ের যাত্রী।

এই অস্থিরতায় জমবে কান্নার ঢেউ,
ভাঙা বুক জুড়ে উঠবে ঝড়ের শব্দ,
এখনো যে কত দুঃখ শোকে কাতর,
জীবন ডুবছে ভাঙা নৌকার মতো।

এই অস্থিরতায় বিপর্যস্ত তরঙ্গের,
স্মৃতিরা ছেড়ে যাক এক এক করে আশা,
মানুষ মানেই জীবন মৃত্যুর সাজা,
হৃদয়ের আর্দ্রতা ডুবে যায় গহীনে।

এই অস্থিরতায় ভুলবো ভগ্ন রোদ্দুর,
নিঃসঙ্গ নাবিক ঘুমাবে অচেনা ঘাটে,
পাথর চিরে ঢেউয়ের দুঃখের সাক্ষী,
ভাঙা কাঁচে কত কেটে যাবে অন্তর।

এই অস্থিরতায় হারাবো একা দিগন্ত,
অপেক্ষার বারান্দায় দাঁড়াবে না আর কেউ,
চোখের ভেতর জমাট বাঁধা অশ্রু,
স্মৃতির আসন ছেড়ে যাবে চিরতরে।

এই অস্থিরতায় বিস্ফোরণ হাহাকারের,
ফিরতি টিকিট ছিঁড়ে ফেলে সব যাত্রী,
এক জীবনে সব হারানোর সাজা,
শূন্যতার ভাসে উড়ন্ত গাঙচিল।

এই অস্থিরতায় শোকে ভাসবে স্মৃতি,
নিঃসঙ্গ উঠোনে জমবে সকল কষ্ট,
ঝরে পড়বে আকাশ থেকে অশ্রু,
হৃদয়ের গভীরে জমবে অভিমান স্পষ্ট।

এই অস্থিরতায় ঘুমাবো আমি একদিন।
কোনো আলো এসে আর তো জাগাবে না।
ভেসে যাবে সব পরাজয়ের ব্যথা,
অন্ধকার ঢেকে দিবে শেষ বিদায়। ছবিঃনেট

মন্তব্য ২২ টি রেটিং +৬/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০১ লা সেপ্টেম্বর, ২০২৫ ভোর ৫:০৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: এই অস্থিরতায় ঘুমাবো আমি একদিন।
কোনো আলো এসে আর তো জাগাবে না।

..................................................................।
এটাই আমাদের নিয়তি
তবুও কথা থেকে যায়
এই পৃথিবীতে অমর থাকার জন্য
প্রানান্ত প্রচেষ্টার মাঝে
ভালোবাসা লুকায় !!!

০১ লা সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ২:১৫

সামিয়া বলেছেন: খুব সুন্দর মন্তব্য, ধন্যবাদ

২| ০১ লা সেপ্টেম্বর, ২০২৫ ভোর ৫:১০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন:

০১ লা সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ২:১৫

সামিয়া বলেছেন: অসাধারণ

৩| ০১ লা সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৯:০১

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

০১ লা সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ২:১৪

সামিয়া বলেছেন: থ্যাঙ্ক ইউ

৪| ০১ লা সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৯:৩৪

সনজিত বলেছেন: সুন্দর কবিতা

০১ লা সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ২:১৪

সামিয়া বলেছেন: থ্যাঙ্কস

৫| ০১ লা সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:০৬

বিজন রয় বলেছেন: শিরোণামটি জীবনানন্দ ঢং! কেন এরকম করলেন? জানি আমি খুঁজিবে না আমারে....

কবিতাও কিছুটা।

কবিতা ভালো হয়েছে।

০১ লা সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ২:০৮

সামিয়া বলেছেন: জানি আমি, খুঁজিবে না আজিকে আমারে
তুমি আর; নক্ষত্রের পারে
যদি আমি চলে যাই,
পৃথিবীর ধুলো মাটি কাঁকরে হারাই
যদি আমি —
আমারে খুঁজিতে তবু আসিবে না আজ;
তোমার পায়ের শব্দ গেল কবে থামি
আমার এ নক্ষত্রের তলে! —
জানি তবু, নদীর জলের মতো পা তোমার চলে —
তোমার শরীর আজ ঝরে
রাত্রির ঢেউয়ের মতো কোনো এক ঢেউয়ের উপরে!
যদি আজ পৃথিবীর ধুলো মাটি কাঁকরে হারাই
যদি আমি চলে যাই
নক্ষত্রের পারে —
জানি আমি, তুমি আর আসিবে না খুঁজিতে আমারে!
- জীবনানন্দ দাশ

০১ লা সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ২:১৩

সামিয়া বলেছেন: কবিতাও কিছুটা বলে কবিতাটা লেখার সমস্ত পরিশ্রম আবেগ অনুভূতি নিজস্ব ভাষা সবটায় জল ঢেলে দিলেন, এটাএক ফোঁটা ও জীবনানন্দ না, এটা লেখার সময় আমি জীবনানন্দ পড়িনি, অনেক বছরই পড়িনি, পোষ্ট করার সময় শিরোনাম খুঁজছিলাম একজনের ফেইসবুক স্ট্যাটাস দেখে ভালো লাগলো তাই শিরোনাম দিলাম, আপনার কমেন্ট পড়ে সার্চ করে কবিতাটা খুঁজে বের করলাম।

৬| ০১ লা সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ২:২৯

বিজন রয় বলেছেন: জীবনের বিভিন্ন সময়ে অনেক কবির কবিতা আমাকে প্রভাবিত করেছে। কিন্তু বিগত ১০/১৫ বৎসর যাবৎ সববিছু ছাড়িয়ে জীবনানন্দ আমাকে সবচেয়ে বেশি প্রভাবিত করছে! জানিনা কেন এমন হলো! নিজেকে প্রশ্ন করেছি উত্তর পাইনি। উত্তর পেতে তাঁর কবিতা ও তাঁর জীবনী পড়েছি অনেক তবুও সমাধান মেলেনি!

যে কবিতাটি এখানে দিলেন, সম্ভবত এভাবে কোনো কবি বা কেউ বলতে পারেনি!
এ এক অপার বিস্ময়!

জানি আমি, তুমি আর আসিবে না খুঁজিতে আমারে!

৭| ০১ লা সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ২:৩৯

বিজন রয় বলেছেন: বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে, বিশেষ করে ধর্মীয় উৎপাতের সময়ে কেউ যদি সাহিত্য চর্চা করেন তিনি অবশ্যই আমার কাছে নমস্য, আর সাহিত্যের মাঝে যদি কেউ কবিতা চর্চা করেন তাহলে তিনি আরো বেশি নমস্য! আর তিনি যদি মায়ের জাত হন তাহলে আরো আরো অনেক বেশি নমস্যা।

অনেক ব্যস্ততার মাঝে আপনি যে লেখালেখি করেন সেটা অনেক বড় ব্যাপার!
আর কয়েক বছর পর বাংলাদেশে লেখিকা খুঁজে পাওয়া মুশকিল হতে পারে।

আপনার জন্য শুভকামনা রইল।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৫১

সামিয়া বলেছেন: এতকিছু বললেন তবু এটা বল্লেন না যে জীবনানন্দর সাথে আমার লেখার কোন মিল নেই

৮| ০১ লা সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:১৭

সাইফুলসাইফসাই বলেছেন: খুব সুন্দর কবিতা

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৫১

সামিয়া বলেছেন: ধন্যবাদ

৯| ০২ রা সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১০:০৮

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৫২

সামিয়া বলেছেন: ভালো

১০| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:৩০

জনারণ্যে একজন বলেছেন: @ সামিয়া, জীবনানন্দ দাস আমার প্রিয় কবি। শুধু প্রিয় নন, অতি প্রিয় একজন। আপনার এই কবিতা পড়ে, ওনার লেখা একটি কবিতা থেকে আমার খুব পছন্দের কয়েকটি লাইন শেয়ার করার লোভ সংবরণ করতে পারলাম না।

“আমাকে খোঁজো না তুমি বহুদিন-কতদিন আমিও তোমাকে
খুঁজি নাকো;- এক নক্ষত্রের নিচে তবু-একই আলোপৃথিবীর পারে
আমরা দুজনে আছি; পৃথিবীর পুরনো পথের রেখা হয়ে যায় ক্ষয়,
প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়,
হয় নাকি?’

০৫ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:৫৭

সামিয়া বলেছেন: জীবনানন্দের কবিতা মানেই মন উদাস হয়ে যাওয়া। আপনার মন্তব্য পড়ে ভালো লাগলো। ধন্যবাদ

১১| ০২ রা অক্টোবর, ২০২৫ রাত ৯:০৪

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: এই অস্থিরতা দূর হোক। এই কামনায়.....

০২ রা অক্টোবর, ২০২৫ রাত ১০:৫১

সামিয়া বলেছেন: ধন্যবাদ ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.