![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই অস্থিরতায় সমুদ্রে যাব একদিন,
তটের বালিতে থাকবে না কোনো চিহ্ন,
পা'য়ের উপর লবণাক্ত শেকল,
ফেরি ডাকবে না ভাঙা হৃদয়ের যাত্রী।
এই অস্থিরতায় জমবে কান্নার ঢেউ,
ভাঙা বুক জুড়ে উঠবে ঝড়ের শব্দ,
এখনো যে কত দুঃখ শোকে কাতর,
জীবন ডুবছে ভাঙা নৌকার মতো।
এই অস্থিরতায় বিপর্যস্ত তরঙ্গের,
স্মৃতিরা ছেড়ে যাক এক এক করে আশা,
মানুষ মানেই জীবন মৃত্যুর সাজা,
হৃদয়ের আর্দ্রতা ডুবে যায় গহীনে।
এই অস্থিরতায় ভুলবো ভগ্ন রোদ্দুর,
নিঃসঙ্গ নাবিক ঘুমাবে অচেনা ঘাটে,
পাথর চিরে ঢেউয়ের দুঃখের সাক্ষী,
ভাঙা কাঁচে কত কেটে যাবে অন্তর।
এই অস্থিরতায় হারাবো একা দিগন্ত,
অপেক্ষার বারান্দায় দাঁড়াবে না আর কেউ,
চোখের ভেতর জমাট বাঁধা অশ্রু,
স্মৃতির আসন ছেড়ে যাবে চিরতরে।
এই অস্থিরতায় বিস্ফোরণ হাহাকারের,
ফিরতি টিকিট ছিঁড়ে ফেলে সব যাত্রী,
এক জীবনে সব হারানোর সাজা,
শূন্যতার ভাসে উড়ন্ত গাঙচিল।
এই অস্থিরতায় শোকে ভাসবে স্মৃতি,
নিঃসঙ্গ উঠোনে জমবে সকল কষ্ট,
ঝরে পড়বে আকাশ থেকে অশ্রু,
হৃদয়ের গভীরে জমবে অভিমান স্পষ্ট।
এই অস্থিরতায় ঘুমাবো আমি একদিন।
কোনো আলো এসে আর তো জাগাবে না।
ভেসে যাবে সব পরাজয়ের ব্যথা,
অন্ধকার ঢেকে দিবে শেষ বিদায়। ছবিঃনেট
২| ০১ লা সেপ্টেম্বর, ২০২৫ ভোর ৫:১০
স্বপ্নের শঙ্খচিল বলেছেন:
©somewhere in net ltd.
১|
০১ লা সেপ্টেম্বর, ২০২৫ ভোর ৫:০৮
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: এই অস্থিরতায় ঘুমাবো আমি একদিন।
কোনো আলো এসে আর তো জাগাবে না।
..................................................................।
এটাই আমাদের নিয়তি
তবুও কথা থেকে যায়
এই পৃথিবীতে অমর থাকার জন্য
প্রানান্ত প্রচেষ্টার মাঝে
ভালোবাসা লুকায় !!!