নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কিছু কথা

মুক্তপথ

পথ খুঁজে খুঁজে সময় কাটাই, তবুও যদি মুক্তপথের দেখা মেলে ।

মুক্তপথ › বিস্তারিত পোস্টঃ

বাঙ্গালী ও বাংলাদেশীদের মধ্যে পার্থক্য জানেন কি ?

১৯ শে জুন, ২০১৪ বিকাল ৫:৩৩

আমার বয়স ১৮ বছর, আমি এখন বাংলাদেশের নাগরিক হতে পারি। অর্থাৎ আমার সময় এসে গেছে বাংলাদেশের নাগরিক হবার আর বাংলাদেশের নাগরিক কে বাংলাদেশীই বলা হয়। আমি জন্মসূত্রে বাংলাদেশী, কিন্তু কোন দেশের নাগরিক হতে গেলে যে তাকে সে দেশেই জন্ম নিতে হবে এরকম কোন নিয়ম নেই। আপনি আরব দেশ থেকে এসেও কিছু নিয়ম কানুন করার পর বাংলাদেশের নাগরিক হতে পারবেন।



কিন্তু, আপনি বাঙ্গালী নন। আপনি চাইলেই অন্যের মা কে মা বলে ডাকতে পারেন এবং সে মা'ও আপনাকে সন্তানের মর্যাদা দিতে পারে। তবুও আপনি ঐ মা'এর সন্তান নন। বাঙ্গালী হওাটাও এরকমই একটি ব্যাপার।



আমরা সবাই আমার মা'কে অনেক ভালবাসি, তিনি দুঃখ পেলে আমরা কেঁদে ফেলি। পাগলের মত চেষ্টা করি কিছু একটা করতে যাতে আমার মায়ের চোখের জ্বল মুছে যায় আর মা হাসিমুখে আমাকে আদর করেন।



বাঙ্গালী তারাই, যারা বাংলার সন্তান। আমি সেই সন্তানের কথা বলছি যারা বাংলার জন্য যুদ্ধ করেছে, বাংলা মায়ের দুঃখে কেঁদে ফেলে। যারা নিজের জীবন কে বাংলার জন্য বিলিয়ে দেয় । আমি তাদের কথাই বলছি। তারাই বাঙ্গালী।



আপনাকে বলছি ! আপনি যেই হন, যদি বাংলার ইতিহাস, বাংলার সংস্কৃতি, বাংলার ঐতিহ্য, বাংলার সবকিছু কে সম্মান করতে না জানেন, তাহলে আপনি অন্তত বাঙ্গালী নন । আপনি হয়তো বাংলাদেশী।



একটু ভেবে দেখবেন, আমরা আমাদের এই জীবনে কে কতটা নিয়েছি এই বাংলা থেকে, আর কতটা দিয়েছি এই বাংলা কে ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.