নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শেষ শব্দ

ইট্টুসকানি ঘরে- সব কথা কি ধরে? নামঃ সামিউল ইসলাম। বিশ্ববিদ্যালয়ঃ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সাবজেক্টঃ ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। লক্ষ্যঃ ইঞ্জিনিয়ারিং ডিগ্রী গলায় ঝুঁলিয়ে বাউন্ডুলেপনা করা। কাজঃ শব্দ,বাক্য,কথা,কবিতা,গল্প, উপন্যাস ইত্যাদি নিয়ে ঘুঁটুমুটু করা।

শেষ শব্দ › বিস্তারিত পোস্টঃ

একটু ঘুমাতে হবে

১৫ ই এপ্রিল, ২০১৫ রাত ২:৩৬

খুব ক্লান্ত লাগছে,
ঘুম আসছেনা কিছুতেই।
হাত-পা কাঁপছে,
শরীর জুড়ে বাষ্প ছড়াচ্ছে প্রচন্ড উত্তেজনা।

কাল হয়তো ১৪৪ ধারা-
ভাঙতে হতে পারে।
শেষ সিদ্ধান্ত নেয়া হবে-
আমতলার মিটিংয়ে।

আজ সারাদিন আমি আর জগন্নাথ কলেজের-
রফিক ছুটে বেড়িয়েছি সারা ক্যাম্পাস।
কাশেম স্যারের নির্দেশ মতো বিলি করেছি
অসংখ্য হ্যান্ডবিল,পোস্টার আর লিফলেট।

বইখাতা,মুদ্রা,ডাকটিকেট,অফিস-আদালত
সব জায়গাতে ঊর্দূ্।
বাঙালিরা এতো সহজে মেনে নেবে?
ওরা তাই ভেবেছে?

বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত প্রাঙ্গন আজ
ছিলো বিদ্রোহীদের শপথস্থল।
বাংলায় দুটো কথা বলবে বলে,
ওরা প্রাণ দিতেও প্রস্তুত!

আচ্ছা!আমরা কি দুঃসাহসী?
নাকি মহা উন্মাদ?
উত্তেজনায় কপাল ঘেমে যায়,
হাত-পা নিশপিশ করে আমার।

দুপুর বেলা একবার
বরকত ভাইকে দেখেছিলাম।
হলের বারান্দায় বসে
পোস্টার লিখে চলেছেন।

বিকেলে একটা চিঠি পোস্ট করে এসেছি।
মায়ের জন্য লেখা।
বলেছি,আমি ভালো আছি।
নইলে মা অযথা চিন্তা করবে।

সন্ধ্যায় ঢাকা হলের পাশের পুকুরপাড়ে
জরুরি মিটিং ডাকা হলো।
মতিন ভাই চোয়াল শক্ত করে বললেন,
”কিছুতেই এই কার্ফূ আমরা মানবো না।”

নাহ্, এখন একটু ঘুমাতে হবে।
সকালে মিটিং আছে আমতলায়।
চিঃকার করে কাল বলবো,
রাষ্ট্র ভাষা বাংলা চাই।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৫ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:২৪

জুনায়েদ জুবেরী বলেছেন: ++

২| ১৫ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:০২

শেষ শব্দ বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৩| ১৫ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:০৩

প্রামানিক বলেছেন: খুব ভাল লাগল। ধন্যবাদ

১৬ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:১০

শেষ শব্দ বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৪| ১৬ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:১৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: সত্যি বলতে আমি এটাকে কবিতা বলতে পারছি না। তবে সব মিলে চিন্তার ভাবনার স্পষ্ট প্রকাশ। সেদিক থেকে ভালো লাগা।

১৬ ই এপ্রিল, ২০১৫ রাত ১:০২

শেষ শব্দ বলেছেন: ধন্যবাদ আপনাকে।কবিতাটা গদ্য ছন্দে লেখার চেষ্টা করেছি,যদিও কবিতা লেখার নিয়ম-কানুন খুব একটা জানিনা। যেভাবে লিখতে ইচ্ছে হয় সেভাবে লিখি।আপনার জানা খাকলে,আমাকে জানালে কৃতজ্ঞ থাকবো।

৫| ১৬ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:৩৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: Click This Link

এটি সহ ব্লগার সোনাবীজ ভাইয়ার কবিতার উপরর অসাধারণ একটি পোস্ট।

প্রকৃতপক্ষ ছব্দ কবিতা অনেক কঠিন একটা জিনিস। আমিও এখনো কবিতা লিখে উঠতে পারি নি।

মুক্তগদ্যেও কিন্তু লেখার ধাঁচটা কাব্যিক হওয়া প্রয়োজন।

১৬ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:১৮

শেষ শব্দ বলেছেন: অশেষ ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.