![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছেলেটার রাশি বৃশ্চিক।
বৃশ্চিক রাশির জাতকেরা বেঁটে হলেও
সে মোটেও নয়।
দিব্যি ছ'ফুট লম্বা;
একটুও কম নয়।
ছেলেটার রাশি বৃশ্চিক।
মুখ নাকি হয় গোল!
কোথায় গোল?
মুখ তো নয় যেন-
ঢেঁড়স কিংবা পটল।
ছেলেটার রাশি বৃশ্চিক।
থুঁতনিতে দাঁড়ি,
চুল দীর্ঘকায়।
ঘন গোঁফের সাথে আছে
শরীর অস্থিময়।
ছেলেটার রাশি বৃশ্চিক।
স্বভাব-
স্করপিয়নের মতো।
মঙ্গল অধিপতি;
যুদ্ধ করে যতো।
ছেলেটার রাশি বৃশ্চিক।
একটা পরী-
আছে তার।
আগলে আগলে রাখে,
ভয় উড়ে যাবার।
মেয়েটার রাশি কর্কট।
মধ্যম-
তার আকৃতি।
পাখির মতো চোখ;
জমা রাখে স্মৃতি।
মেয়েটার রাশি কর্কট।
কৃষ্ঞ তার কায়;
কালো নক্ষত্রের মতো।
হাসিতে তার মুগ্ধতা;
চাঁদের আছে যতো।
মেয়েটার রাশি কর্কট।
নীল-
কুয়াশার চুল।
মায়া জগতের পরী
কিংবা কাঁশফুল।
মেয়েটার রাশি কর্কট।
আবেগে-
মন ঠাঁসা।
বৃশ্চিক ঐ ছেলের জন্য
সবটুকু ভালোবাসা।
ছেলেটার রাশি বৃশ্চিক
আর-
মেয়েটার কর্কট।
কাঁকড়া-বিছার গল্প যেনো
শেষ না হয় ঝটপট।
১৬ ই এপ্রিল, ২০১৫ রাত ১:২৭
শেষ শব্দ বলেছেন: অশেষ ধন্যবাদ। আমি একদমই নতুন ব্লগিং আর লেখালেখির দুনিয়ায়। আপনাদের সহযোগিতা এবং উৎসাহ দুটোই কাম্য।
২| ১৬ ই এপ্রিল, ২০১৫ সকাল ৮:৩৫
রাতের মারুফ বলেছেন: দারুন লিখেছেন .।। চালিয়ে যান ।।
১৬ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৫৬
শেষ শব্দ বলেছেন: অশেষ ধন্যবাদ।
৩| ১৬ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:৫২
আরণ্যক রাখাল বলেছেন:
ছেলেটার রাশি বৃশ্চিক
আর-
মেয়েটার কর্কট।
কাঁকড়া-বিছার গল্প যেনো
শেষ না হয় ঝটপট।।
বেশ লাগলো ছন্দ
১৬ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৫৬
শেষ শব্দ বলেছেন: অশেষ ধন্যবাদ।
৪| ১৬ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:৩৪
মনিরা সুলতানা বলেছেন: হাহা
অনেক শুভ কামনা
কাঁকড়া বিছার গল্প জেন শেষ না হয় ঝটপট
লেখা ভালো লাগছে
১৬ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:০৭
শেষ শব্দ বলেছেন: খুবই ভালো লাগলো মনিরা সুলতানা আপু আপনার থেকে প্রশংসা পেয়ে। অশেষ ধন্যবাদ আপু।
৫| ১৬ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৫৮
আদম_ বলেছেন: বৃশ্চিক
১৬ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৫৯
শেষ শব্দ বলেছেন: আমি মেষ।
৬| ১৬ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:০৯
প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ
৭| ১৭ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:৩১
দিশেহারা রাজপুত্র বলেছেন: কবিতা দারুন লেগেছে। +
১৭ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:৩০
শেষ শব্দ বলেছেন: ধন্যবাদ দিশেহারা রাজপুত্র।
৮| ১৭ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:০৪
শায়মা বলেছেন: এই কবিতা পড়ে আমার দূর্বা নামে একটা মেয়েকে মনে পড়লো!
আমারও তাকে নিয়ে কবিতা লিখতে ইচ্ছে করে!
১৭ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:২৩
শেষ শব্দ বলেছেন: আপনি ঠিক ধরেছেন শায়মা।কবিতাটা ওকে নিয়েই লেখা। যদিও ব্যক্তিগতভাবে তার সাথে আমার পরিচয় নেই।
©somewhere in net ltd.
১|
১৬ ই এপ্রিল, ২০১৫ রাত ১:১৭
ব্লগার মাসুদ বলেছেন: ভাল লাগলো ছন্দমাখা কবিতা।