নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শেষ শব্দ

ইট্টুসকানি ঘরে- সব কথা কি ধরে? নামঃ সামিউল ইসলাম। বিশ্ববিদ্যালয়ঃ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সাবজেক্টঃ ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। লক্ষ্যঃ ইঞ্জিনিয়ারিং ডিগ্রী গলায় ঝুঁলিয়ে বাউন্ডুলেপনা করা। কাজঃ শব্দ,বাক্য,কথা,কবিতা,গল্প, উপন্যাস ইত্যাদি নিয়ে ঘুঁটুমুটু করা।

শেষ শব্দ › বিস্তারিত পোস্টঃ

ভালোবেসে যাবো বলে

১৬ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:২৯



রাত ক্রমশ বাড়ে,
জ্বরটাও যেনো বাড়ছে-
রাতের সমানুপাতিক হারে।

তুমি বলো,"জান,জ্বর তো অনেক,
কষ্ট হচ্ছে বুঝি?"
উত্তরে বলি,"আমি নটরাজ,পুরুষোত্তম।জ্বরে কাবু হয় পাজি।"

তুমি বলো,"থাক,বড়াই থামাও,অনেক করেছো বাহাদুরি!"
উত্তরে বলি,"বড়াই কিসের,আমি কি ষাট বছরের বুড়ি?"

ক্ষেপে গিয়ে বলো,"এই দিকে এসো,চুপটি করে,ঘুমাও আমার বুকে!"
আমি হেসে বলি,"তাতে কি আমার জ্বর পালাবে মহাসুখে?"

"অতশত আমি বুঝি না, শোনো, যা বলছি তাই করো।"
বললাম আমি,"শক্ত করে মাথাটা আমার ধরো।"

তুমি হাত রাখো মাথায় আমার,
এলো করে দাও চুল।
মনে মনে ভাবি,"আরে সত্যিই তো,এতক্ষণই তো হয়েছে ভুল।" :-)

পুঁথি পড়ো তুমি,শোনাও কখনও সুকুমার রায়ের ছড়া।
ঘুম আসে তবু ঘুম ভেঙে দিই,ছোট্ট করে আড়মোড়া।

তুমি চুমু খাও,বুকে চেপে ধরো,রও জেগে সারা রাত।
আমি চুপি চুপি উষ্ঞতা নিই,রেখে ঐ হাতে হাত। :-)

রাত চলে যায়,জ্বরও পালায়,তুমি যাওনা চলে।
আমিও তোমায় জড়িয়েই রাখি,ভালোবেসে যাবো বলে।

মন্তব্য ০ টি রেটিং +৫/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.