![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমায় বললাম,তুমি পাহাড় হও!
তোমার শরীর জুড়ে ফুটতো হাজার রকম ফুল,
বাসা বাঁধতো কত শত পাখি!!
আমি মেঘ হয়ে আমার বুক ছুইয়ে যেতাম তোমার মাথায়!
তখন তুমি পেতে বৃষ্টির স্নিগ্ধতা।
তুমি বললে,”না।”
তোমায় বললাম,তুমি সমুদ্র হও!
তোমার শরীর জুড়ে থাকতো নীল রঙা স্বচ্ছ জল
আর অস্বচ্ছ অনেক রহস্য!!
আমি তীর হয়ে থাকতাম বসে;তোমার উদ্দাম নিশ্বাসে ভরা-
ঢেউ এসে আঁছড়ে পড়তো আমার গাঁয়।
তুমি বললে,”না।”
তোমায় বললাম,তুমি মহাকাশ হও।
তোমার শরীর জুড়ে থাকতো অসীম অনাবৃত সীমানা,
আরও থাকতো কত কি নাম না জানা!
আমি নক্ষত্র হয়ে ঘুরতাম তোমার সাজানো কক্ষপথে,
তোমার ক্রোধে হতাম কৃষ্ণগহ্বর।
তুমি বললে,”না।”
তোমায় বললাম,তুমি তবে নারীই হও।
তোমার শরীর জুড়ে থাকুক খরস্রোতা যৌবন-
হোক নানান পরিচয়।
আমি পুরুষ হয়ে থাকবো তোমার প্রতীক্ষায়;হবো কবি,
লিখবো তোমায় নিয়ে মহাকাব্য।
তুমি বললে,”হ্যা।”
©somewhere in net ltd.