নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পড়ুয়ার

ব্লগার_সামুরা

পড়ুয়া

ব্লগার_সামুরা › বিস্তারিত পোস্টঃ

মিসিং :( গল্প প্রবন্ধ | রাবিশ B-)) কাব্য | কমেন্ট প্লাস মিথস্ক্রিয়া ইকুয়ালটু মাইনিং =p~ |

০৮ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:১০



প্রিয় সামহোয়্যারইনব্লগ একটি ভালবাসার ভালোলাগার প্লাটফর্ম হিসেবে মনে করি। যেখানে অন্যান্য বাংলা ব্লগের মত একপেশে না। একটা উন্মুক্ত, স্বাধীন স্থান। যেখানে বিভিন্ন টপিকের উপর লেখা হয়ে থাকে। যে যার মত নিয়ে গবেষণা করে যেতে পারে। রাষ্ট্র পর্যায়ে বলি, ধর্ম নিয়ে বলি। যে যার মত লেখতে চাই লেখে যাই। আরেকটা জিনিস এখন ছোঁয়াচে মত বেড়ে গেছে, তা হলো প্রেমে কাব্য। =p~ আমি এসব নিয়ে অত ভাবিনা। ইহা একটি উন্মুক্ত স্থান, যে যার মত লেখতে চাই লেখে যাক। ব্লগ কর্তৃপক্ষ এই জায়গাটা উন্মুক্ত করে দিয়েছেতো। :-B



মিসিং গল্প প্রবন্ধঃ ব্লগে প্রতিদিন কমপক্ষে চল্লিশটির বেশি পোস্ট দেখা যায়। যেখানে গল্প প্রবন্ধের দেখা পাওয়া দুশকর। তাহলে অত লেখা গুলো কি। আপনারাই জানেন। যারা নিয়মিত ব্লগে থাকেন। তারাই জানেন। রাজনৈতিক গার্বেজ। ধর্মের রাবিশ। প্রেম কবিতার ছোঁয়াচে রোগ। এলোমেলো পোস্ট। ব্লগটাকে আবর্জনা বানাচ্ছেনা এসবে।

সঠিক সাহিত্যচর্চা কি হচ্চে ব্লগে। অল্প লেখায় কি সাহিত্য হয় কিনা আমার জানা নাই। সাহিত্যের জন্য পুর্নাঙ্গ লেখায় যদি না হয়। সেটা কে কিভাবে সাহিত্য বলা যাবে। ব্লগে এখনতো প্রবন্ধ যেন নিষিদ্ধ। কেউ লেখার সাহস করেনা। অল্প অল্প লেখায় সমালোচনা দেখি। ইহাই কি সাহিত্য। ব্লগে প্রকৃত সাহিত্য সাধনা হারিয়ে যেতে বসছে। কেউ কি ভাবার নাই।



রাবিশ কাব্যঃ ব্লগে দৈনন্দিন কবিতার হিসাব অভাবনীয়। কবিতা যদি কবিতার মত হই। তাহলে কবিতাকে রাবিশ বলা আমার জন্য অপরাধ। কিন্তু কিছু কবিতা রাবিশ বলার জন্য আমাকে বাধ্য করে। যার কোন ছন্দ নাই। নাই কোন নৈপূণ্য শব্দের খেলা।

আছে দুর্বোধ্য শব্দের ঝঞ্জাট। যার কোন পাঠে অনুধাবন করার কিছু তৈরি করেনা মনে। এমন কবিতাগুলো ব্লগে রাবিশ হচ্ছে দিনদিন। কেন এমন কবিতা দিতে ইচ্ছা কবির। অনেকেই দেখা যায়। তারা কবিতা লেখেনা। লেখে শখের বসে। আমি বলবো আপনি যখন লিখতেছেন কবিতা। সেটা কবিতার মত হয়। তাহলে কেন আপনার কষ্টতাকে রাবিশে পরিণত করবেন।




কমেন্ট প্লাস মিথস্ক্রিয়া ইকুয়ালটু মাইনিংঃ সাম্প্রতিককাল একটি জিনিস মন খারাপ করে দেয়। তা হলো একজন ব্লগার পোস্ট দিছে আর সেখানেই বেশ কয়েকজন সহব্লগার দেখি পোস্ট বহির্ভূত মন্তব্য করে বসে। আর তা যদি হয় প্রথম মন্তব্যই। তাহলে আপনার কেমন লাগবে জানিনা। কিন্তু আমার ইহা অত্যন্ত খারাপ লাগে। জানিনা এই বিষয়টা ব্লগাররা কেমন নিবেন।

ইহা হয়ত অনেকের সহব্লগারের প্রতি ভালবাসার টানে করেন। কিন্তু আপনি একবারও ভাবছেন কিনা জানি না। আপনার এই অপ্রয়োজনীয় মন্তব্যটি পোস্টদাতার কতটুকু মন খারাপ করছে।




পরিশেষেঃ সবাইকে ধন্যবাদ পোস্টটি পাঠ করার জন্য। ইহা কে কোন আক্রমনাত্মক নেবেন না। একটি সমালোচনা হিসেবে গ্রহণ করিবেন। আপনার উৎকৃষ্ট প্রতিভায় সামহোয়্যারইনব্লগ ঋদ্ধ হোক এই অমিয় কামনা।

মন্তব্য ৪৬ টি রেটিং +১০/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৩৩

তারেক ফাহিম বলেছেন: আমি সম্ভবত প্রথম মন্তব্যকারী ;) যেটার বিপক্ষে লিখলেন সেটাকে আবার পুনরাবৃত্তি করতে চাইনা, লিখা ভালো হয়েছে, কিংবা পাঠে মুগ্ধতা অথবা দারুন ++ B-)


প্রায় কবিতা ব্লগে আসে যা বুঝা মুশকিল।
আবার কিছু কিছু গল্প প্রবন্ধ আসছে যা ঠিক প্রবন্ধকারে হয় কিনা জানা নেই।
অনেক ভালো ভালো লিখাও পাঠ করি, হোক সেটা ভ্রমন কাহিনী কিংবা অন্য কোন ব্লগ।

সামুতে পাঠক হয়ে আছি, লিখতে গেলে আবার ব্লগারত্ব হারাবো #:-S

১০ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:০৪

ব্লগার_সামুরা বলেছেন: প্রথমেই আমার ব্লগে পদধূলি দেওয়ার জন্যে স্বাগতম। এরপর দুঃখিত এবং অনুতপ্ত আমি। দেরিতে রিপ্লাই দেওয়ার জন্য। ব্লগে আসা হয়নি আর কাজে ব্যস্ত ছিলাম।


হাহাহা! লিখতে গেলে ব্লগারত্ব হারাবেন কোন দোষে। আপনি সাহিত্য সম্ভার হওয়ার লিখেন। তাহলে ইহার গুরুত্ব অনেক বেড়ে যাবে। অবশ্যই ইহা ঠিক যে। আগে পড়তে হবে। পাঠক বনে যেতে হবে। তারপর লেখা।

আপনার মন্তব্য পেয়ে ভাল লাগছে। বাই দ্যা ওয়ে আপনি ভাল লিখেন।

২| ০৮ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৪৯

নতুন-আলো বলেছেন: আপনি অতিশয় ঠিক বলেছেন

১০ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:০৯

ব্লগার_সামুরা বলেছেন: প্রথমেই আমার ব্লগে পদধূলি দেওয়ার জন্যে স্বাগতম। এরপর দুঃখিত এবং অনুতপ্ত আমি। দেরিতে রিপ্লাই দেওয়ার জন্য। ব্লগে আসা হয়নি আর কাজে ব্যস্ত ছিলাম।

ধন্যবাদ আপনিও অতিশয় একটা ঠিক মন্তব্য করেছেন।

৩| ০৮ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:০০

রাজীব নুর বলেছেন: আপনার সমালোচনা আমার মোটেও পছন্দ হয়নি।

১০ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:১০

ব্লগার_সামুরা বলেছেন: প্রথমেই আমার ব্লগে পদধূলি দেওয়ার জন্যে স্বাগতম। এরপর দুঃখিত এবং অনুতপ্ত আমি। দেরিতে রিপ্লাই দেওয়ার জন্য। ব্লগে আসা হয়নি আর কাজে ব্যস্ত ছিলাম।


সবার যে পছন্দ হবে তা না। আর আপনি নাকি না পড়ে কমেন্ট করেন। ইহা তো কমেন্ট মাইনিং এর আওতায় পড়ে। কেন এমন করেন।

৪| ০৮ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৪৫

কথার ফুলঝুরি! বলেছেন: প্রেম ভালোবাসা এগুলো আমাদের আবেগ অনুভূতির অবিচ্ছেদ্য অংশ । কবিতায় প্রেমও থাকবে বিরহও থাকবে এবং আছে অনেক আগে থেকেই । বড় বড় বিখ্যাত বিখ্যাত কবিরা প্রেম ভালোবাসা বিরহ নিয়েই লিখেছেন ।

হা গল্প ও প্রবন্ধের সংখ্যা কম । কিন্তু গল্প প্রবন্ধ এসব লেখা অনেক সময় ও সাধনার বিষয় । আমরা যারা ব্লগীং করি তারা বেশীরভাগ মানুষ বিজি থাকি জীবন ও জীবিকা নিয়ে । সো চাইলেও অনেক সময় সম্ভব হয়না সেগুলো নিয়ে বসা । তারপরেও অনেক ভালো মানের গল্প কিন্তু আসছে ব্লগে ।

ব্লগে কিন্তু শুধু প্রেম ভালোবাসা না, সাম্প্রতিক অনেক বিষয় নিয়েও কবিতা ও ছড়া হয় । প্রেমে কাব্য নিয়ে আপনি অত ভাবেন না কিন্তু প্রেমে কাব্যর লাইনটি দেখি আবার আন্ডারলাইন করে দিয়েছেন :||

রাবিশ কাব্য জ্বী, কিছু কবিতা রাবিশ আর বাকী সব লেখা, গল্প, প্রবন্ধ, ফিচার এই বিভাগের কোন লেখার মধ্যে রাবিশ টাইপ কিছু কি আপনার চোখে পরেনি ? নাকি সেইসব লেখার সবই মধু ?

ব্লগে লেখার পাশাপাশি সহব্লগারদের সাথে আন্তরিক সম্পর্ক গড়ে উঠে তখন কোন পোষ্টে পোস্ট বহির্ভূত কিছু মন্তব্য থাকতেই পারে । আমার মনে হয়না এতে কোন ব্লগার বিরক্ত হোন এবং সেই মন্তব্য অপ্রয়োজনীয় ।

ব্লগে শুধু গল্প প্রবন্ধ লেখা হবে এমনটি নয় । কবিতা, ধর্ম, রাজনীতি, সচেতনতামুলক লেখা, ফান পোস্ট আবার মাঝে সহব্লগারদের নিয়ে একটু মজাদার কিছু লেখাও আসবে । আপনি যদি শুধুমাত্র গল্প প্রবন্ধ প্রেমী হন আপনার কাছে এগুলো আবর্জনাই মনে হবে । শুধুমাত্র গল্প লেখা হয় এমন কোন বাংলা ব্লগ আছে কিনা আমার জানা নেই থাকলে আপনি সেখানে গিয়ে শুধু গল্পই পড়তে পারেন আর না থাকলে সেরকম একটি ব্লগের উদ্যোগ নিতে পারেন যেখানে শুধু গল্প প্রবন্ধ থাকবে আর কোন আবর্জনা না ।

বলতে গিয়ে একটু বেশী মনে হয় বলে ফেললাম । সমালোচনা করুন, তবে দয়া করে খেয়াল রাখবেন যেন সেখানে লেখার ভাষাগুলো রাবিশ টাইপ না হয় তাহলে আপনার নিজের লেখাটাই একটা রাবিশ লেখা হয়ে যাবে এবং সেটিও ব্লগের একটি আবর্জনা হিসেবে গণ্য হবে ।

১০ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:২১

ব্লগার_সামুরা বলেছেন: প্রথমেই আমার ব্লগে পদধূলি দেওয়ার জন্যে স্বাগতম। এরপর দুঃখিত এবং অনুতপ্ত আমি। দেরিতে রিপ্লাই দেওয়ার জন্য। ব্লগে আসা হয়নি আর কাজে ব্যস্ত ছিলাম।

আপনি দূর্দান্ত একটি মন্তব্য করেছেন। যদি কমেন্ট রেটিং এর ব্যবস্থা থাকত তাহলে আপনাকে আমি দশে দশ দিতাম। কিন্তু হতভাগ্য আমার ব্লগে ইহার ব্যবস্থা নাই। বলতে বেঁচে গেলেন। এখন আপনার কমেন্টে আমি কিছু বলতে পারি কিন্তু বলছিনা। যেহেতু আমি পোস্টেই বলেছি সব। তাই আমি আর মন্তব্য বড় করছিনা।

বাই দ্যা ওয়ে ম্যান। আপনার শেষোক্ত প্যারাটা নিয়ে বলি। আমার মনে হয় আপনার, ও সরি আমার হবে গায়েবী কিছু আছে। এই যে আপনি একটা উপদেশ দিয়ে গেলেন। তা মনে হয় আমি সঠিক পালনই করেছি। না হয় আপনি দেখেন আমি কোন দৃষ্টিকটু শব্দ ইউজ করেছি কিনা।

৫| ০৮ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৪৯

আরইউ বলেছেন:

এসব কথা এভাবে বলতে নেই, ব্লগার_সামুরা!
এখন ব্লগে "কবিতা", "সনেট" এসবের জোয়ার বইছে, রেকর্ড হচ্ছে, ভাঙছে। দেখতে থাকুন, উপভোগ করুন।
আমাকে দেখুন - আমি নিজেও এখন "কবিতা" লিখছি!

১০ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:২৬

ব্লগার_সামুরা বলেছেন: প্রথমেই আমার ব্লগে পদধূলি দেওয়ার জন্যে স্বাগতম। এরপর দুঃখিত এবং অনুতপ্ত আমি। দেরিতে রিপ্লাই দেওয়ার জন্য। ব্লগে আসা হয়নি আর কাজে ব্যস্ত ছিলাম।

আপনি রাবিশ টাইপ কবিতা লেখছেন। আর এখানে বড় বড় কথা বলতেছেন। কবিতা আমাদের প্রাণ। আমি ইহা মানি৷ কিন্তু কবিতাগুলো যদি কোন সাহিত্যের আওতায় না পড়ে। তাহলে তা রাবিশ। যেমন আপনিই সাম্প্রতিক এমন রাবিশ টাইপ কবিতা লেখেছেন।

৬| ০৮ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ব্লগতো ব্লগই ।


যে যা পারে পোস্ট দয়ে।

যেটা ভাল লাগে পড়ুন। নয়তো এড়িয়ে যান।

তবে আলোচনা মন্দ হয়নি।

১০ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৫৭

ব্লগার_সামুরা বলেছেন: প্রথমেই আমার ব্লগে পদধূলি দেওয়ার জন্যে স্বাগতম। এরপর দুঃখিত এবং অনুতপ্ত আমি। দেরিতে রিপ্লাই দেওয়ার জন্য। ব্লগে আসা হয়নি আর কাজে ব্যস্ত ছিলাম।

হাহাহা। এড়িয়ে যাবো সেটা আমার ইচ্ছা। কিন্তু আপনার চোখে যে রাবিশ টাইপ লেখাগুলো পড়ে তখন কেমন লাগে। ব্লগ তো ব্লগই বলে যে উড়ে দিলেন।

৭| ০৮ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩২

ক্লে ডল বলেছেন: লেখালেখির জন্য পড়াশোনা, অভিজ্ঞতা, উপলব্ধি, সৃজনশীলতা সবকিছুর সমন্বয় সাধন দরকার।

আপনার পয়েন্টগুলো সবই যুক্তিযুক্ত।

১০ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৫৯

ব্লগার_সামুরা বলেছেন: প্রথমেই আমার ব্লগে পদধূলি দেওয়ার জন্যে স্বাগতম। এরপর দুঃখিত এবং অনুতপ্ত আমি। দেরিতে রিপ্লাই দেওয়ার জন্য। ব্লগে আসা হয়নি আর কাজে ব্যস্ত ছিলাম।

লেখালেখির জন্য পড়াশোনা, অভিজ্ঞতা, উপলব্ধি, সৃজনশীলতা সবকিছুর সমন্বয় সাধন দরকার। দরকার একটা দায়িত্বশীলতা মন।

ধন্যবাদ আপনাকে।

৮| ০৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:১১

সুমন কর বলেছেন: সুন্দর সমালোচনা। ভালো লিখেছেন। পুরনো এবং ভালো ব্লগার এখন নেই, এটা কি আপনি মানেন??

লেখায় +।

১০ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:০১

ব্লগার_সামুরা বলেছেন: প্রথমেই আমার ব্লগে পদধূলি দেওয়ার জন্যে স্বাগতম। এরপর দুঃখিত এবং অনুতপ্ত আমি। দেরিতে রিপ্লাই দেওয়ার জন্য। ব্লগে আসা হয়নি আর কাজে ব্যস্ত ছিলাম।

পুরনো এবং ভালো ব্লগার এখন নেই, এটা কি আপনি মানেন কিনা আমার জানা নাই। বাট আমি আমি মানিনা।


লেখায় + দিয়েছেন দেখে ভালো লাগল। ধন্যবাদ আপনাকে।

৯| ০৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:১৩

আহমেদ জী এস বলেছেন: ব্লগার_সামুরা,




ব্লগের হালের হালচাল নিয়ে মনে হয় অনেকটাই ঠিক বলেছেন। ব্লগ তার আসল পথটাকে হারিয়ে (যে উদ্দেশ্যে ব্লগের প্রথম জন্ম) এখন বেপথু হয়ে অনেকটাই ফেসবুকের এক্সটেন্ডেড ভার্সন হয়ে গেছে। যে যেমন খুশি লিখতে পারেন।

তবে ব্লগের পাঠকদের বলছি, লিখুন, নিষেধ নেই কিন্তু যা-ই লিখুন না কেন তার যেন নূন্যতম একটা মান থাকে। ব্লগ তো শুধু ব্লগাররাই পড়েন না, নন-ব্লগাররাও পড়েন; তারা যেন আমাদের ব্লগারদের নিয়ে হাসি-ঠাট্টা না করতে পারেন, হতাশ না হতে পারেন। তারা সহ সবাই যেন ব্লগারদের নিয়ে উচ্ছাস করতে পারেন, পারেন খুশি হতে ব্লগারদের মেধার চর্চা দেখে।
ভালো,মন্দ সব ব্লগাররাই মনে হয় এটুকু তাদের দিতেই পারি!

১০ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৩২

ব্লগার_সামুরা বলেছেন: প্রথমেই আমার ব্লগে পদধূলি দেওয়ার জন্যে স্বাগতম। এরপর দুঃখিত এবং অনুতপ্ত আমি। দেরিতে রিপ্লাই দেওয়ার জন্য। ব্লগে আসা হয়নি আর কাজে ব্যস্ত ছিলাম।

আপনি দেখি আমার পোস্টের সারমর্ম উদ্ধার করে পেলছেন। ব্লগটাকে ব্লগারের একচক্র ইহাকে ফেইসবুক বানার জন্য মরিয়া। আর এর বিরুদ্ধে কিছু কারো গা জ্বলে উঠে। এই যে আপনার উপরে আর নীচেও আছে। আমাদের ব্লগের উদ্দেশ্যটা এখনো অনেক ব্লগারও বুঝে উঠতে পারেনি। তাই যার যেমন ইচ্ছা লেখে যাচ্ছে। আর কর্তৃপক্ষও কিছু উদ্যোগ নিচ্ছে না। এদেরকে একটু টাইট দিতে।

আশা করি আপনার ব্লগের পাঠকদের বলা কথাগুলো সবাই সুন্দর ভাবে নিবে। তাদের বোধদয় হোক।

১০| ০৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:১৪

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: কিরে পড়ুয়া?
খুব বয়ান ঝাড়া শিখেছিস দেখছি। তা, আসল নিকে না এসে মাল্টিতে লম্ফঝম্ফ কেন বাছা???


কথাগুলো আংশিক সত্য। তবে মাথায় রাখতে হবে এটা কমিউনিটি ব্লগ। নীতিমালার ভেতর যে কেউ যা কিছু লিখতে পারে।

তোমার পছন্দের ব্লগারদের লিংক দাও।


[পোস্ট দিয়ে প্রতিউত্তর না করে যারা ডুব মারে, তারা রাবিশ টাইপের ব্লগার।]

১০ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৩৬

ব্লগার_সামুরা বলেছেন: আপনার মনে হয় কোনদিক দিয়ে ভুল হচ্ছে।

যে যেমন লেখুক ইহা তার ইচ্ছা। কিন্তু ইহা ব্লগ। এখানে ফেইসবুকের মত যেমন তেমন বমি করতে পারবেনা। ব্লগ হতে পারে সাহিত্যসম্ভার। আর আমরা ইহাকে গার্বেজ কতগুলো লেখা দিয়ে ভরে পেললে হবে না।

দুঃখিত এবং অনুতপ্ত আমি। দেরিতে রিপ্লাই দেওয়ার জন্য। ব্লগে আসা হয়নি আর কাজে ব্যস্ত ছিলাম।

১১| ০৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:১৫

নীল আকাশ বলেছেন: শুভ রাত্রী,
আপনি ভালো গল্প আর প্রবন্ধ পড়তে চান তো? ঠিক আছে। আপনার কথা মানছি, গল্প আর প্রবন্ধের সংখ্যা কবিতার তুলনায় অনেক কম আসে। কিন্তু আমি জানতে চাই, আপনি কি ব্লগের সব ভালো গল্প বা প্রবন্ধ গুলি পড়েছেন?

আমি বেশির ভাগ সময়ই গল্পই পোষ্ট দেই। আজ পর্যন্ত আমি তো আপনার কোন মন্তব্য আমার কোন গল্পে দেখলাম না। আসুন, আমার ব্লগে আসুন। দেখি আপনি গল্পের কি রকম সমঝদার পাঠক! আমি যদি গল্পের নামে উলটা পালটা পোস্ট দিয়ে থাকি, সেটা তাহলে পড়ার পর মন্তব্যে কঠিন সমালোচনা করে যান। ভাল ব্লগার হোন!
ভালো প্রবন্ধ পড়তে চান, কাওসার ভাইয়ের ব্লগে যান। Click This Link

তবুও কমন ভাবে ব্লগের সবাইকে এভাবে বলবেন না। কেউ মায়ের পেট থেকে লেখক বা কবি বা প্রবন্ধকার হয়ে জন্ম নেন না। যদি সম্ভব হয় সবার চেয়ে ভালো লেখা পোস্ট দিয়ে দেখিয়ে দিন, কিভাবে ভালো লেখা লিখতে হয়!

ব্লগে লেখার জন্য আমরা যেমন কোন টাকা দেই না, ঠিক তেমনি আমরা কিন্তু কোন টাকাও পাইনা। ব্যক্তিগত জীবনের পর শুধুই ভাল লাগে দেখে এখানে আসা হয় আর লেখা দেয়া হয়। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন।
ধন্যবাদ আর আপনার জন্য শুভ কামনা রইল!

১০ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০১

ব্লগার_সামুরা বলেছেন: প্রথমেই আমার ব্লগে পদধূলি দেওয়ার জন্যে স্বাগতম। এরপর দুঃখিত এবং অনুতপ্ত আমি। দেরিতে রিপ্লাই দেওয়ার জন্য। ব্লগে আসা হয়নি আর কাজে ব্যস্ত ছিলাম।

ওয়াও! গ্রেইট আপনার মন্তব্য গ্রেইট। আমি যদি গল্প পাঠক না হয়। তাহলে কিভাবে এতসব কথা বললাম। আপনার সেন্স অফ হিউমারের প্রশংসা করতেই হচ্ছে। আমি প্রতিটি পোস্টও পড়ি। ভাল করেই পড়ি। ব্লগে পড়ার জন্যই তো আসা। দিনে চল্লিশের বেশিই পোস্ট আসে। যার মধ্যে কয়েক জনের গল্পই পাই। আর প্রবন্ধ সেটাতো সপ্তাহে ভাগ্য ধরলে আসে। এমনি প্রবন্ধ পাওয়া দুশকর। আমার মনে আপনিই ব্লগে সব পোস্ট পড়েন না। পড়েন আপনার পরিচিত ব্যক্তিদের। আর মাঝেমধ্যে আমাদের এই রগচটা পোস্ট আপনার চোখে পড়লে গাটা জ্বলে।

আপনার সাম্প্রতিক প্রতিটি পোস্ট পড়েছি। আপনি একজন ভালো লেখক আর কবি ইহা মানি। আর যে বললেন মন্তব্য করেনি। কেন করব। আমি সাধারণ একজন পাঠক। পাঠককে কি আপনি বাধ্য করতে চান, যে আপনার গল্প অথবা কবিতা পাঠ করে পাঠক মন্তব্য করুক। মন্তব্য করে আমার ভালো ব্লগার হতে হবেনা। ও সরি আপনার জ্ঞানের সমীহ না করাই যাইনা।
ব্লগার কাউসারের প্রবন্ধ পড়েছি। কিন্ত ইহা যে অনেক আগের। উনি শুধু দিলে কি হবে। আপনি সাম্প্রতিক ব্লগ পর্যবেক্ষণ করুন। বুঝতে পারবেন (ও সরি জ্ঞান দিয়ে দিলাম একটু)। ভালো মানের প্রবন্ধ পাচ্ছেন কি। যেমন তেমন লেখলেতো হবেনা।

আহ আপনি দেখি ইমোশনাল হয়ে গেছেন। না, মনে হয় আমি এই পোস্টটি দিয়ে ভুল করেছি। তবে মনে হয় ভুল হয়নি। আমি ইহা মানি যে, কেউ মায়ের পেট থেকে কবি লেখক বা প্রবন্ধকার হয়ে আসেনি। সবাই আস্তে আস্তে পাঠক হয়ে তারপর লেখক বা.... তা হচ্ছে। কিন্তু আপনি আমার পোস্টের সারমর্ম মনে হয় উদ্ধার করতে পারেননি। সবাই লিখুক আমি তাই চাই। তবে তা যদি সাহিত্যের ধারায় না পড়ে। তাহলে অত কষ্ট করে লাভ কি।


আমারও যে ব্লগে আপনার মতোই আসা। ব্লগকে ভালবাসি ব্লগের মানুষদের ভালবাসি। তাই একটু আধটু সমালোচনা করি। আমিও অনেক কিছু আপনাকে বলে পেলছি। আশা করি ভুল মতো বলছি তা হবেনা। যদি বলে থাকি। মনে আপনার কষ্ট আনবেননা।

ধন্যবাদ আর আপনার জন্য অবশ্যই অবশ্যই শুভকামনা রইলো।

১২| ০৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:১৮

নীল আকাশ বলেছেন: আর আমি ১১ নাম্বার মন্তব্য দাতা। আপনার প্রতি মন্তব্য কই? আপনার কাছে সবাই কিন্তু প্রতি মন্তব্য আশা করছেন!
আপনি যে একজন ভালো ব্লগার আগে সেটা প্রমান করুন!
ধন্যবাদ।

১০ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০৬

ব্লগার_সামুরা বলেছেন:
প্রতিমন্তব্য দিয়েছি। দেরিতে দেওয়ার কারণটাও বলেছি। ভাল থাকবেন।

১৩| ০৯ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৪৯

আকিব হাসান জাভেদ বলেছেন: কবিতায় একটা বড় গল্প । যেখানে অল্প ভাষায় অনেক কথা জড়িত । আমার মনে হয় আপনি কবিতা ও পড়েন না । তা না হলে এমন পোষ্ট দেওয়ার আগে আপনি অনেক বার ভাবতেন ।
কবিতাকে গল্প মনে করেন পড়েন । দেখবেন অনেক গল্প আপনি একদিনে পড়ে শেষ করেছেন ।

১১ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৪৬

ব্লগার_সামুরা বলেছেন: প্রথমেই আমার ব্লগে পদধূলি দেওয়ার জন্যে স্বাগতম। এরপর দুঃখিত এবং অনুতপ্ত আমি। দেরিতে রিপ্লাই দেওয়ার জন্য। ব্লগে আসা হয়নি আর কাজে ব্যস্ত ছিলাম।

আপনার সাথে আগে দেখা হলোনা কেন। যদি দেখা হতো এমন পোস্ট জীবনেও আসত না। আপনার জ্ঞানের সমীহ না করাই যাইনা। কবিতা কে গল্প হিসেবে নিতাম। হাহাহা দেখতেছি সাহিত্যে আরেকটি কথা যোগ করা লাগবে। সকল কবিতার পাঠক আপনার কবিতাকে গল্প হিসেবে নিবেন।

১৪| ০৯ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩৪

অগ্নি সারথি বলেছেন: খুব মান সম্মত লেখা যে আসছেনা, সে বিষয়ে আপনার সাথে দ্বিমত করবনা তবে পোস্ট বহির্ভূত মন্তব্য বিষয়টা আমাকেও বেশ ভাবিয়ে তুলছে।

১১ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৫৫

ব্লগার_সামুরা বলেছেন: প্রথমেই আমার ব্লগে পদধূলি দেওয়ার জন্যে স্বাগতম। এরপর দুঃখিত এবং অনুতপ্ত আমি। দেরিতে রিপ্লাই দেওয়ার জন্য। ব্লগে আসা হয়নি আর কাজে ব্যস্ত ছিলাম।


আমিও আপনার কথার সাথে সহমত। খুশি হয়েছি আমার সাথে দ্বিমত করেননি। মান সম্মত লেখা একদম আসেনা। খুব অল্প সংখ্যায় মান সম্মত লেখা দেখা যায়।
পোস্ট বহির্ভূত মন্তব্য খুব জ্বালাতন। পোস্টের মূল কথায় না এসে অন্য কথায় চলে যায়। যারজন্য একটি যে মান সেটাই হারিয়ে যায়। এথেকে পরিত্রাণ চাওয়াটা খুব দরকারি।

ধন্যবাদ। আলোচনায় অংশ নেওয়ার জন্য। শুভকামনা নিরন্তর।

১৫| ০৯ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৩১

আর্কিওপটেরিক্স বলেছেন: B-))

১১ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৫৬

ব্লগার_সামুরা বলেছেন: ধন্যবাদ।

১৬| ১০ ই জানুয়ারি, ২০১৯ রাত ২:০৭

কালীদাস বলেছেন: এই ধরণের পোস্টে এত দেরিতেও রিপ্লাই না দিলে বিশাল ক্যাঁচাল লেগে যাওয়ার সম্ভাবনা থাকে।


পাঠক-লেখক মিথস্ক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ এবং কম্যুনিটি ব্লগিংএর ক্ষেত্রে প্রাণই হল এই ইন্টারএকশন। মিনিংলেস কমেন্টের ব্যাপারে আপনার কমপ্ল্যানের সাথে আমি সম্পূর্ণ একমত। এই কাজটা যারা করছে তাদের অন্যতম একজনের পশ্চাদ্দেশে জ্বলার গন্ধ পাওয়া যায় উপরের একটা কমেন্টে। উল্লেখ্য, যদিও এরকম কিছু কমেন্টের ক্ষেত্রে পারস্পরিক ভাল সম্পর্কের কথাটা বাদ দেয়া যায় না, তবে সেটাকে কাভার হিসাবে ব্যবহার করা মোটেও যুক্তিসংগত না। যেটার দোহাই দিয়ে এই বিশেষ কয়েকজন দিনের পর দিন আজাইরা কমেন্ট করে আসছে।

অস্বীকার করব না যে এখন ভাল লেখা কমই চোখে পরে। তারপরও বলতে হচ্ছে যে আপনার লেখার বাকি অংশটুকুতে কিছুটা হলেও ওভারজেনারালাইজেশন রয়ে গেছে, অন্তত কবিতার ব্যাপারটা। একটা গল্প ঠাস করে কলমে আসে না ভাই। সিমিলারলি একটা প্রবন্ধ লিখতে প্রচুর সময় লাগে। দুই মিনিটে মনে যা আসে (পলিটিকাল গার্বেজ বেশিরভাগ সময়ই) সেটাকেই পোস্ট করে অলরেডি কনটেন্টের যথেষ্ট অধঃপতন ঘটানো হয়েছে; এটার ব্যাপারে কিছু করা উচিত এখন। উল্লেখযোগ্যসংখক ব্লগার তাই কবিতাকে সবদিক থেকে সেফ ধরে নিয়েছে। সমস্যা হল এনারা পড়েন খুবই কম, যেকারণে কবিতার মানে তেমন উন্নতি দীর্ঘদিনেও চোখে পড়ে না অনেকের জন্যই। এক্ষেত্রে গার্বেজ পোস্টের কথাটা উল্লেখ করে ভাল করেছেন। পাঠক নেই বললেই চলে ব্লগে, সমালোচনা তো আরও দূরের কথা। সমালোচনার নামে যেটা হয়, বেশিরভাগ ক্ষেত্রেই নিম্নমানের ব্যক্তি আক্রমণ ছাড়া কিছুই না।

১১ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৩৫

ব্লগার_সামুরা বলেছেন: এই ধরণের পোস্টে দেরিতে রিপ্লাই দেওয়াতে দুঃখিত। আসলেই ক্যাচাল বাজত। কিন্তু আমার সবার সাথে কন্টাক্ট না থাকাই স্বাভাবিক এই পোস্টটি দেখেও সবাই ব্লগের হাওয়া খেয়ে ফ্রেশ হচ্চে। সরি, তাদের মাথা মাথাটা ফ্রেশ করতেছে। সু, ক্যাচালের বাপ মরে গেছে।

ও আপনাকে আমার ব্লগে দেখে ভাল লাগলো। আপনার পোস্টে গিয়ে দেখলাম। আপনাকে সবাই রিকোয়েস্ট করতেছে নতুন পোস্ট দেওয়ার জন্য। হাহাহাহ আপনি নিশ্চয়ই বড় কিছু ব্লগের হবেন । আই ডোন্ট নো। বাট আপনার মন্তব্যে খুশি হয়েছি আমি। যেহেতু পোস্টটা আপনার ভাবনার ক্যাটেগরিতে পড়ে দেখে।

এই কমেন্ট মাইনিং আমাকে ভাবিয়ে তোলে সবসময়। একজন লেখক কষ্ট করে পোস্ট তৈরি করে। আর সেখানেই যদি আজাইরা কমেন্ট নিয়ে আসে সহব্লগাররা। তাহলে তো লেখকের কষ্টতা মাটি হয়ে গেল বৈকি। আর কতিপয় কিছু ব্লগার দিব্যি কমেন্ট মাইনিং করে যাচ্ছে। পোস্ট এবং পোস্ট সম্পর্কিত গঠনমূলক মন্তব্য ব্লগের সাহিত্য সম্ভার। নানান রকম ব্লগের প্রতিভায় নির্দিষ্ট আলোচনা এগিয়ে যায়। আর সেখানেই কতিপয় মিথস্ক্রিয়ার নামে আজাইরা কমেন্ট করে পোস্টের মানটাও নষ্ট করে দেয়। পারস্পরিক সম্পর্কটা কোন আজাইরা পুরাতন পোস্টেই করা যেতে পারে।


পোস্টের সম্পর্কে আর অত কিছু বলতে চাচ্ছিনা। আমি মনে করি যে যার মত লেখবে। কিন্তু সেটা যেন সাহিত্যের আওতায় পড়ে। কতিপয় কিছু ব্লগার মাথামোটায় যা আসে লিখে শেষ। আর কিছু ভাববেনা। যে এত কষ্টে পোস্টটা তৈরি করছেন। সেটা সবার গ্রহণযোগ্য হবে কিনা আর ভাবেনা। এখানেই তাদের সমস্যা।


ধন্যবাদ আপনাকে। আমার আলোচনাটাকে আপনার কথাগুলোও সমৃদ্ধ করেছে। দেখা হবে পরের কোন সমালোচনায়। ভাল থাকুন।

১৭| ১০ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর। +

ব্লগে রাবিশ কবিতার সিংহভাগ আমার।।।
দেখি ভালো কিছু লেখার চেষ্টা করবো। :(

১১ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৩৭

ব্লগার_সামুরা বলেছেন: হ্যাঁঁ। ভালো করার ইচ্ছা থাকলে উপায় হয়। ধন্যবাদ। প্লাসের জন্য আর পাঠে৷

১৮| ১০ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫০

আরইউ বলেছেন:

হা হা হা! আমার "কবিতা" পড়ার জন্য ধন্যবাদ।
সম্ভবত ওটার নিচে লেখা নোট আপনি দেখেননি। যাইহোক ভালো থাকুন, ব্লগার_সামুরা!

১১ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৩৮

ব্লগার_সামুরা বলেছেন:
আপনিও ভাল থাকবেন। দেখা হবে পরের কোন সমালোচনায়। টেক কিয়ার।

১৯| ১০ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫৩

কথার ফুলঝুরি! বলেছেন: কবিতা কে রাবিশ বলেছেন বলে, গত কালকে আপনার পোস্ট টা দেখে খুব মেজাজ খারাপ হয়ে গিয়েছিলো তার কিছুটা যেন ঢেলেছিও মন্তব্যে :| বাট আজ আপনার প্রতিমন্তব্য দেখে আই ডোন্ট নো হোয়াই, মুড টা ঠিক হয়ে গেলো 8-| যদিও আমি শিউর না প্রতিমন্তব্যে আপনি খোঁচা মেরে কিছু বললেন কিনা, আমি আবার ওসব বুঝিনা কিনা :P অবশ্য বললেও আমার এখন ক্যাচালের মুড নেই মোটেও |-)

যদিও অনেকাংশে কবিতা নিয়ে কথাগুলো সত্যি, তবে মাঝে মাঝেই এই কবিতা নিয়েই এমন উদ্ভট উদ্ভট পোস্ট দেখি ব্লগে তখন মনে প্রশ্ন জাগে কবিতা নিয়েই কেন ? ব্লগে তো আরও লেখাও হয় সেগুলো নিয়ে কোন কথা কেন হয়না ? এই নিয়ে একটি লেখাও লিখেছিলাম আমি, তবে আপনাকে সেই লেখার লিংকটা দিলাম না কারন ঐযে বললাম আমার এখন আরগুমেন্ট এ যেতে ইচ্ছে হচ্ছেনা ।

নিজেকে কবি বলে দাবী করিনা, মাঝে মাঝে দু এক লাইন লিখি এবং খুবই আনাড়ি লেখিকা । তাই কবিতা নিয়ে এসব পোস্ট দেখলে কিছুটা ইতস্তত লাগে । এমন অবস্থা, এখন তো কবিতা পোস্ট করতেই ভয় লাগে :((

তবে ভাইয়া ভালো হোক মন্দ হোক একজন লেখকের কাছে তার সব লেখাই সমান । তাই রাবিশ, আবর্জনা, গার্বেজ এসব বলে শুধু শুধু একজন লেখকের লেখাকে অসম্মান করারতো কোন দরকার নেই । লিখুকনা যেমন হোক, লিখতে লিখতেই মানুষ আরও ভালো লিখে । হয়তো এই রাবিশ কবিতা লিখতে লিখতেই একদিন তার লেখা সোনা হয়ে উঠবে। তবে হা, তার জন্য অবশ্যই লেখকের ইচ্ছা থাকতে হবে নিজের লেখা নিয়ে ভাবার ও তার মান উন্নত করার । তা না হলে শুধুমাত্র কবিতা বিদ্বেষীরা না স্বয়ং কবিরাই একদিন তার বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠবে =p~

এবার আরও একটি কথা বলি, ফেসবুক আমার কাছে মাঝে মাঝে খুবই জঘন্য কিছু মনে হয় । ব্লগ আমার অনেক ভালো লাগে কারন এখানে সৃষ্টিশীল আর সুশীল মানুষের দেখা পাই । কিন্তু মাঝে মাঝে ব্লগেও কেমন ফেসবুক ফেসবুক আমেজ পাই । একটু রাগ হল কাউকে নিয়ে, ওমনি একটি পোস্ট দিয়ে দিলাম । মাঝে মাঝে কিছু পোষ্টে এমন কিছুও থাকে যেখানে খুবই সূক্ষ্ম একটি আমন্ত্রন থাকে ক্যাচালের । বিষয়গুলো খুবই খুবই বিরক্তিকর ।

যাই হোক ভাইয়া, আমি যখন শুরু করি তখন যেন কথা শেষই হতে চায়না :-B মনে কিছু রাখবেন না ভাইয়া । আপনি একজন পড়ুয়া । লেখক হিসেবে আমাদের দায়িত্ব শুধুমাত্র হাবিজাবি লিখে নিজের মনের খায়েশ না মিটিয়ে আপনার মত পড়ুয়ারাদের কথাও চিন্তা করা । আমি কথা দিলাম চেষ্টা করবো 8-| যদিও ইদানীং আমার লিখতে ভালো লাগছেনা :(

হ্যাপি ব্লগীং !:#P


১২ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:১২

ব্লগার_সামুরা বলেছেন: খোঁচা মাড়ার অভ্যাসটা রপ্ত করেনি এখনো। তাই আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। আপনাকে এই সামু খোঁচা দেয়নি। কিন্তু ভাবতেও তো মানা নাই। =p~ সরি সরি, আপনার মুড খারাপ করে দেয়ায়। আমার একদম ইচ্ছা ছিলনা। আপনি নিজেই মুড খারাপ করে বসে ছিলেন। এখন তো আপনি বেশ ভাল মুডে আছেন। ইহাতেই আমি খুশি। আমি চাইনা আমার পোস্টের কারণে কারোর মুড নষ্ট হোক। বাট কেউ ইমোশনাল হয়ে পড়লেতো আমি দায়ী না।

এইতো আপনি লাইনে আসছেন। কবিতা হোক কবিতার মত। দুর্বোধ্য শব্দের মানে হয় না কবিতার। কষ্টের করে লেখাটা যেন সবার গ্রহণযোগ্য হয়। আমি তাই বলি। আর কবিতা ছাড়া ব্লগে যে পোস্টগুলো আসে সেগুলো নিয়ে বলেনি কে বলছে। আপনি হয়তো পোস্টটা সম্পূর্ণ এখনো বুঝেননি। যদিও আমি অতিশয় আরেকটি পোস্ট নিয়ে আসব। তখন আপনাকে পাই যেন।

লেখাটা আপনার ইচ্ছা। যে ভাষায় লিখুন। পাঠক যেন বুঝতে পারে। সেভাবেই লিখুন। শুধু শখের বসে লিখলে হবেনা। যদি না পাঠক আপনার কবিতার আহবান না বুঝতে পারে। তাহলে লিখে লাভটা কি। আপনি বলুন।

আবারও বলতেছি আপনি লাইনের আসছেন। ইহাতেই ভাল লাগতেছে। সব কবির বোধগম্য হোক।

আমি এখানে একটি বিষয় নিয়ে কথা বলেনি। বলেছি ব্লগের সামগ্রিক বিষয় নিয়ে। গল্প। প্রবন্ধ। কতগুলো রাজনৈতিক গার্বেজ পোস্ট এইসব নিয়ে লিখেছি। আর আমি কারোর সমালোচনা করেনি। জাস্ট ব্লগীয় একটা সমালোচনা করেছি সাম্প্রতিক সময় নিয়ে।

মনে আনার কিছু। আপনি আলোচনায় অংশ নিয়েছেন। ইহাই ভাল। আমি খুশি হয়েছি। আপনার সাথে আরও কথা হবে ব্লগের পথচলায়।

হ্যাপি ব্লগীং !:#P

২০| ১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৩৯

আখেনাটেন বলেছেন: বাহ, বড়িয়া লিখেছেন।

তবে ব্লগিং মানে যে শুধুই সাহিত্য চর্চা নয় এটা মনে হয় অনেকের জানার বাইরে। আর সাহিত্য চর্চার জন্যই যে ব্লগের আবিষ্কার সে ধারণাও সঠিক নয়। তবে লেখা ভালো হওয়া ব্লগের জন্য ভালো।

কেউ কেউ আছে অতি উৎসাহে হাবিজাবি লিখে পোস্ট করে ফেলে। আমিও এর ব্যতিক্রম নয়। তবে সময়ের সাথে সাথে অনেকেই শুধরে যায়। আর কেউ বাস্তবেই পিছলা, এরা শুধরানোর ধার ধারে না। আমাকেও এই কাতারে ফেলতে পারেন। :P

অনেকে জনপ্রিয় হওয়ার খায়েসে নিজের পোস্টে নিজেই মাল্টি দিয়ে লাইক মেরে রিফ্রেশ করে ভিউ বাড়িয়ে আলোচনায় আসে। মনে করে ব্লগাররা উনাদের এই নখরামি-অনৈতিকতা টের পায় না। কিন্তু বাস্তবতা হচ্ছে অনেক ব্লগারই এই ভন্ডামীগুলো জানে। কিন্তু খোঁসপাঁচড়া চুলকানোর প্রয়োজন বোধ করে না বিধায় উচ্চবাচ্য করে না। তবুও বেচারারা যদি সুখি হয় এতটুকুতে।

ফেসবুক নামক জায়ান্টের পাশে এগুলো ট্রেডিশন নিয়ে যে এখনও টিকে আছে সেজন্যই শুকরিয়া। আমাদের মতো ফেসবুকবিহীন পাবলিকের চিল্লাফাল্লা করার গড়ের মাঠও বটে!!! :D



১২ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৩৪

ব্লগার_সামুরা বলেছেন: বাহবা! আপনি তো বড়িয়া দিয়াছেন। অতিশয় আহ্লাদিত হলাম। আপনার মত ব্লগার এতক্ষণ পাইনি কেন সেইজন্যেই আক্ষেপ করতে হচ্চে। আপনি আগে এলেন না কেন। এত দেরিতে কেন আসলেন। জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়িয়ে যান। আগেভাগেই বলতেছি।

তবে যাই হোক। লেখা ভালো হওয়া চাই। আমার কথাটা এমন ছিল। আপনি ধরতে পারছেন। গ্রেট ম্যান। লেটস গো চিয়ার্স। আপনার সাথে বসতেই হচ্ছে। বাট আপনার পশ্চাদদেশে জ্বলতেছে কিনা জানিনা।

হাহাহা হাবিজাবি লিখে গার্বেজ বাড়াচ্ছে ব্লগে। ইহাই বুঝাতে চাইছি ম্যান। হাবিজাবি লিখে ব্লগে গার্বেজ বাড়িয়ে লাভটা কি বলেন। লেখতে চাই যখন লেখুল সবাই। তা যেন হাবিজাবি না হয়। ব্লগের বাইরের লোকগুলো এই হাবিজাবি লেখাগুলো পড়ে না হাসে যেন।

আপনি অতিশয় সঠিক কথা বলেছেন। জনপ্রিয়তার খায়েশে ব্লগে কেউ কেউ এমন করে। করুক না। এতে মাথাব্যথার কি আছে। এক্সামে কপি করে পাশ হয়ে ইন্টারভিউতে লাথি খাবে। জাতির জন্য গার্বেজ তৈরি হবে। বাট আমি বলব এখানে যারা এইসব করতেছে তারা নিজেদেরকে নিজে ধ্বংস করতেছে। আর এইসবের নিয়ে কে উচ্চবাচ্য করবে। খেয়ে দেয়ে কাজকর্ম নাই। পরের ঘরে টয়লেট পরিস্কার করার। এইসব ভন্ডামীর বোধগম্য হোক। ম্যান আশীর্বাদ করো এদের জন্য।

হাহাহা। চিল্লাফাল্লা করে ব্লগের গার্বেজ বাড়িয়ে লাভটা কি বলেন। বাট ম্যান আপনি কিন্তু রম্য হিসেবে ভালই লেখেন। আপনার জ্ঞানের সমীহ না করে পারিনা।


হ্যাপি ব্লগিং !:#p

২১| ১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৩৩

নীল আকাশ বলেছেন: শুভ রাত্রী,
আবার ফিরে আসলাম। আপনার মন্তব্য বেশ ভালো করে পড়েছি।

@ আমার মনে আপনিই ব্লগে সব পোস্ট পড়েন না। পড়েন আপনার পরিচিত ব্যক্তিদের। আর মাঝেমধ্যে আমাদের এই রগচটা পোস্ট আপনার চোখে পড়লে গাটা জ্বলে। এটা আপনি একেবারেই আন্দাজে বলেছেন। সম্ভবত রাজীব ভাইয়ের পর আমি সব চেয়ে বেশি সবার ব্লগে যেয়ে পড়ি। এমন অনেক পোষ্ট আপনি পাবেন যেখানে শুধুই আমাদের দুইজনের মন্তব্য পাবেন। আমি গত সাত আট বছর আগের ভালো লেখা গুলিও যেয়ে পড়ি। এই জন্য সবাই আমার কাছে জানতে চায় পুরান কার লেখা শেখা জন্য পড়া যায়।

@ আপনার সাম্প্রতিক প্রতিটি পোস্ট পড়েছি। আপনি একজন ভালো লেখক আর কবি ইহা মানি। আর যে বললেন মন্তব্য করেনি। কেন করব। আমি সাধারণ একজন পাঠক। পাঠককে কি আপনি বাধ্য করতে চান, যে আপনার গল্প অথবা কবিতা পাঠ করে পাঠক মন্তব্য করুক। মন্তব্য করে আমার ভালো ব্লগার হতে হবেনা। ও সরি আপনার জ্ঞানের সমীহ না করাই যাইনা। আপনাকে আমি সহ ব্লগার হতে বলেছি। ব্লগের মিথস্ক্রিয়া কি সেটা জানুন। আমি বলেছি আমি যদি কিছু খারাপ লিখে থাকি সেটা বলে আসুন যেন আমি ইমপ্রুভ করতে পারি লেখায়। আমার মতো সবাই কে সাহায্য করুন, যদি হাতে সময় থাকে। ব্লগটাকে প্রানবন্ত করে তুলুন।

ব্লগে ভালো প্রবন্ধের অভাব, আপনার এমন অভিযোগের পর এই প্রথম বারের মতো এই ধরনের লেখায় হাত দিলাম। আশা করি এটা পড়েছেন? শুধু প্রিয়তেই নিয়েছেন সম্ভবত নয় জন। আশা করি এটা কেমন লেগেছে মন্তব্যে জানাবেন আর বলে যাবেন কি কি টপিকের উপর প্রবন্ধ পড়তে চান।

ধন্যবাদ আর শুভ কামনা রইল!

১২ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৫৫

ব্লগার_সামুরা বলেছেন: ফিরে এসে মন্তব্য রেখে যাওয়ার জন্য ধন্যবাদ।

আমার বলাগুলো আপনার প্রথম মন্তব্যেই বলে দিয়েছি। চাইছিলাম আর বলবোনা। বাট বলতেই হচ্চে। আপনাদের দুজনের মন্তব্য দেখি। আপনি সবাইকে ভাল পরামর্শ দেন। ইহা ব্লগে আপনার নৈতিকতা। আর আপনি একজন কম্পিটিশন ভদ্রলোক মনে হচ্চে। আপনার কনফিডেন্স আছে। ইহা দেখে আপনাকে ভাল লাগতেছে। আপনি যেহেতু সব পোস্ট পড়েন বলতেছেন। তাহলে আমি কি আর বলব। আপনি নিজেই ভাবেন যে আপনি কতটা ভালো মানের পোস্ট পাঠ করেন। আর আমি তো এই নিয়েই আলোচনা করেছি বৈকি।

আমার আরেকটা কথা আপনি কাট করে বলেছেন। আমি আগেই বলেছি। এখনো বলতেছি ইহা আমার ইচ্ছা।

আপনার লেখাটা পড়েছি। ভালো লেগেছে। মন্তব্য দেওয়ার মত কিছু নাই। ভালো লাগছে এটা কি আপনাকে জানাতে হবে। লাইক প্রিয় পঠিত ইহা মূখ্য বিষয় নই। আসল কথা হচ্ছে। মান সম্মত লেখা আসুক ব্লগে। ব্লগের বাহিরে কেউ এসে আমাদের নিয়ে না হাসুক।

ধন্যবাদ আপনাকেও। হ্যাপি ব্লগিং।

২২| ১২ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫২

আখেনাটেন বলেছেন: আবার আসতে হল। কারণ আপনি কিছু প্রশ্ন রেখেছেন প্রতিমন্তব্যে। :D

এত দেরিতে কেন আসলেন। -- দেরিতে আসার কারণ আপনার এই পোস্টটিকেও আমি আর দশটা গার্বেজ পোস্ট হিসেবেই বিবেচনা করেছিলাম। এই ধরণের আক্ষেপজনিত পোস্ট মাসে দুই একটা করে আসে ব্লগে। নতুন ব্লগে আসলে অনেকেই পণ্ডিতমণ্য হয়ে এ ধরণের পোস্ট দিতে বিরাট উৎসাহ বোধ করে। আমিও ব্যতিক্রম ছিলাম না। তাই এখানে সময় নষ্ট করার...। তারপর মন্তব্য ফিডে পোস্টিকে বারবার দেখে ঢু দিলাম আবার। লেখাটি পড়লাম, মন্তব্য ও প্রতিমন্তব্য পড়লাম। তারপর মনে হল কিছু কথা বলা যেতেই পারে। হাজারো হলেও একজন এত চিন্তাভাবনা করে একটি পোস্ট দিয়েছেন। তাই বেলা গড়ে গিয়েছে এখানে আসতে জনাব। :D

জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়িয়ে যান। আগেভাগেই বলতেছি। -- অসাধারণ উপদেশের জন্য কৃতজ্ঞতা। :)

বাট আপনার পশ্চাদদেশে জ্বলতেছে কিনা জানিনা। --- 'পশ্চাদদেশ জ্বলা' চমৎকার শব্দবন্ধটির জন্য অশেষ ধন্যবাদ।
সুন্দর বাক্যটি পড়ে মনে হচ্ছে ব্লগার_সামুরা আমার মন্তব্যের প্রথম দু-একটি বাক্য হজমে কিঞ্চিত গোলযোগ দেখা দিয়েছিল। সেজন্য সত্যিই দুঃখিত। :((

বাট ম্যান আপনি কিন্তু রম্য হিসেবে ভালই লেখেন। আপনার জ্ঞানের সমীহ না করে পারিনা। --এ আপনার অশেষ উদারতা জনাবে আলা। :D

নিতান্তই গার্বেজ ব্লগার হিসেবেও আমি কিন্তু রম্য বাদেও বোধগম্য দু একটা লেখা লিখেছি ব্লগে। সেগুলোর দু একটি পড়ে যদি আমাকে কৃতার্থ করতেন হুজুর। শিক্ষামূলক এই পোস্টটি ও এর মন্তব্য-প্রতিমন্তব্য পড়ার পর আপনার মূল্যবান বক্তব্য পেলে খুশি হতুম। আশা করি একজন বিদগ্ধ পাঠক হিসেবে আমাকে নিরাশ করবেন না।

চমৎকার প্রতিউত্তরের জন্য আপনাকে শুভেচ্ছা হুজুরে আলা।







১৮ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫১

ব্লগার_সামুরা বলেছেন: আবার আসতে হবেনা কেন। আসছেন ভাল লাগছে হুজুরেপাক। প্রশ্নের উত্তর দিয়ে গেছেন ভাল করেছেন।

আমি আর প্রতিমন্তব্য লম্বা করতেছিনা। আপনি যা বলেছেন কিঞ্চিৎ গোলযোগের কারণে ফেটে গেছে। না হলেতো আবার ব্যথা করবে।

আপনার পোস্ট পড়েছি। মন্তব্য দেওয়ার মত কিছু নাই। আমার কাছে।

কষ্ট করে আবার আসার জন্য ধন্যবাদ। ভাল থাকবেন।

হ্যাপি ব্লগিং হুজুরেপাক।

২৩| ১৮ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:০৪

আখেনাটেন বলেছেন: আপনার পোস্ট পড়েছি। মন্তব্য দেওয়ার মত কিছু নাই। আমার কাছে। -- আমিও তাই মনে করেছিলাম। সবার জন্য সবকিছু পাচ্য নয়।

আর এজন্য গতকাল কিছু কালজয়ী কবিতা পোস্ট করেছি হুজুরে আলা। যদি পদধূলি দিতেন গরিবের ঘরে। :D

১৮ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৩৪

ব্লগার_সামুরা বলেছেন: হ্যাঁ, আপনার মনে করাটা ভুল হয়নি। সবাই যে এক আঙুল হবে তা নই। ইয়া জনাবে হুজুর।
আপনার কালজয়ী কবিতায় পদধূলি দিয়ে এসেছি। আমি শ্বাসরুদ্ধ আপনার কালজয়ী কবিতা পড়ে। দুর্দান্ত কথা ছাপাইছেন ছাইপাঁশ করে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.