![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামহোয়্যারইন ব্লগের প্রত্যেক ব্লগারদের গর্ব করা উচিত। বাংলার তেপান্তরের বাঘা বাঘা কবিরা বিচরণ করে ব্লগে। প্রতিটি সময়ে কালজয়ী কবিতা রচিত হচ্ছে ব্লগের স্বর্ণপাতায়। প্রেমের ছিন্নপত্র, বিদ্রোহীর দামামা, বিরহের কান্না, ধর্মের লেজুড়, রূপকের রঙ্গশ্রী, জীবনমুখীর কলরব বিবিধ রসায়ের কবির কবিতার অট্টালিকা তিলেতিলে গড়ে উঠেছে ব্লগের জমিনে। ব্লগের কবিরা কেমন হয়ে উঠে কবিতা লেখার সময় অথবা কবিতা লেখার পর। তার একটা সুক্ষ্ণ বিশ্লেষণ দেখলাম।
কবিতা লেখার আগেঃ
সাধারণত কবিরা কবিতা লেখার আগে গভীর চিন্তা করতে থাকে। তার কবিতাটা কি পাঠক খাবে। কেমন লিখলে পাঠকরা চেটেপুটে খাবে। কিংবা আদৌ তার কবিতাটা পঠিত হবে কিনা। এই সময় কবিদের মাথায় হাজারটা প্রশ্ন গিজগিজ করে থাকে।
কবিতা লেখার সময়ঃ
কি নিয়ে লেখব কবিতা। ছ্যাক খাওয়া, প্রেমের বিদ্রোহ, বিরহের ভেজা বিড়ালের হাকুমাকু। যত্তসব বদমাইশের শব্দেরা লুটিপুটি খায় কবিদের পেটে।
কবিতা লেখার পরঃ
কবিতা লেখার পর তারা অদৃশ্যের প্রতি প্রার্থনায় ব্রতী হন। যাতে পাঠকরা তার কবিতাটা কে রাবিশ মনে না করে।
ব্লগে কবিতা পোস্ট দেওয়ার পরঃ
আহ! অনেক জবরদখল গেছে। এবার স্বস্তিতে ঘুমায়।
কবিতা পাঠকদের প্রতিক্রিয়াঃ
না না আর হবেনা। এইসব রাবিশ ডাস্টবিনে পেলতে হবে। না হলে অহেতুক পচে দুর্গন্ধ বের হবে। তার চাইতে নাকটা বন্ধ করে রাখাই ভাল।
জয় কবিতা। জয় কবি। হ্যাপি ব্লগিং।
১৯ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৩১
ব্লগার_সামুরা বলেছেন:
২| ১৯ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:১৭
জাহিদ অনিক বলেছেন:
When I'm writing I'm always aware that this friend is going to like this, or that another friend is going to like that paragraph or chapter, always thinking of specific people. In the end all books are written for your friends.
Gabriel García Márquez
১৯ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:২৪
ব্লগার_সামুরা বলেছেন: ধন্যবাদ।
৩| ১৯ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:১৮
সাাজ্জাাদ বলেছেন: জয় কবিতা,
জয় ব্লগিং - এটাই বড় কথা।
১৯ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:২৫
ব্লগার_সামুরা বলেছেন: জয় কবিতা।
৪| ১৯ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:২৩
সাহসী সন্তান বলেছেন: ব্লগে বেশ কিছু কবি আছে যাদের কবিতা আসলেই ভাল লাগে। এবং তারা প্রকৃত কবি হওয়ার যোগ্যতা রাখে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি! স্পেসেফিক ফাঁকে নাম কইলাম না কারণ দাঁতের ফাঁক দিয়া কেউ স্লিপ করলে পরে সেজন্য জবাবদিহি করা লাগতে পারে...
তবে এর বাইরেও আর এক শ্রেণী আছে যাদের কবিতা পড়া তো দূরস্থা, শিরোনাম দেখলেই মুখ দিয়ে বাহঃ না বের হয়ে ব এর পরে একটা ল বর্গীয় শব্দ অটোমেটিক্যালি চলে আসে।
আপনি বোধহয় জানেন না, দেশে এদের সংখ্যা আর কাকের সংখ্যা উভয়ই সামানুপাতিক হারে বাড়তেছে। এবং অপেক্ষায় থাকেন আগামী বই মেলাতেই তার বিস্তর প্রমাণ মিলবে।
১৯ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩৩
ব্লগার_সামুরা বলেছেন: নাম বলার দরকার নাই। জাতি ইহাদের চিনে। আমিও চিনি। তবে স্লিপ খাওয়ার ভয়ে আর বলতেছিনা।
সুন্দর বলেছেন। ডাইরেক্ট বের হয়ে আসে। কি সব রাবিশ করে রাখে। শুধু শুধুই কষ্টের বৃথা। হায়! ইহাদের বোধদয় হোক। জাতির কাজে আসুক। আবার মহামানবী প্রেমিকাগণদের কাজে নই।
প্রতিবছরেই ইহাদের লেখা পাওয়া যায়। আর মুখে তো বড় বড় লাহা থাকবেই।
ধন্যবাদ আপনাকে। আর আমার ব্লগে স্বাগতম।
৫| ১৯ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৩৩
আর্কিওপটেরিক্স বলেছেন:
১৯ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩৪
ব্লগার_সামুরা বলেছেন: খামুশ।
৬| ১৯ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৪১
কালীদাস বলেছেন:
কি নিয়ে লেখব কবিতা। ছ্যাক খাওয়া, প্রেমের বিদ্রোহ, বিরহের ভেজা বিড়ালের হাকুমাকু। যত্তসব বদমাইশের শব্দেরা লুটিপুটি খায় কবিদের পেটে।
এই লাইন দুইটা পড়ে না হেসে পারলাম না কবিরা বইমেলায় ব্যস্ত না থাকলে সামনে আপনার জন্য মহামুসিবত অপেক্ষা করছে সম্ভবত। গুডলাক
১৯ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩৭
ব্লগার_সামুরা বলেছেন: ওকে। মহামুসিবতের জন্য বসে আছি। ইহাদের ব্যস্ততা কমে যাক তারাতারি।
ধন্যবাদ।
৭| ১৯ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৪৫
চাঁদগাজী বলেছেন:
মানুষের একটা কাব্যিক মন থাকে, কাব্যিক মনে জন্মনেয়া ভাব ও ধারণা যখন কাব্যিক পংক্তিমালায় স্বড়স্ফু্র্তভাবে ভাষা লাভ করে, উহা কবিতা।
কবিতা নিয়ে আপনার ধারণা সঠিক নয়; যারা বস বসে প্ল্যান করে পদ্য রচনা করছেন, সেগুলো কবিতা হিসেবে বাঁচবে না।
১৯ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪২
ব্লগার_সামুরা বলেছেন:
ধন্যবাদ কবি সাহেব। আপনার কথায় মানলাম। বাট কবিতার শব্দগুলো যে দুর্বোধ্য হয়ে ওঠে। তার ব্যপারে কি বলবেন।
৮| ১৯ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৪৮
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আপনার এসব হাউকাউ মার্কা পোস্ট দেখলেই মেজাজ হট হয়।
শেখ হাসিনা'র সালাম নিন-উন্নয়নের শপথ নিন।
১৯ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪৪
ব্লগার_সামুরা বলেছেন: ধন্যবাদ। হাউকাউ দেখে মেজাজ হট করবেন না। স্নায়ুকে শান্ত রাখুন। না হয় কবিতা পাঠ করুন বেশি বেশি।
শেখ হাসিনার সালাম প্রতিদিন নিচ্ছি। উন্নয়নের মহাসড়কেও ভাসতেছি।
৯| ১৯ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫০
হাবিব বলেছেন: চাঁদগাজী বলেছেন: যারা বস বসে প্ল্যান করে পদ্য রচনা করছেন, সেগুলো কবিতা হিসেবে বাঁচবে না।
-- কথাটা খুবই ভালো লাগলো
১৯ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪৫
ব্লগার_সামুরা বলেছেন: ধন্যবাদ। আপনিও কিছু বলুন। কবি চাঁদগাজী বলেছেন আমি দেখছি।
১০| ১৯ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:১৭
কথাকথিকেথিকথন বলেছেন:
কবি এবং কবিতা নিয়ে মনে হচ্ছে বেশ গবেষণা করছেন !
১৯ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪৬
ব্লগার_সামুরা বলেছেন: জ্বি। ধন্যবাদ।
১১| ১৯ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:২২
রাজীব নুর বলেছেন: এটা তো আমার অবস্থা।
১৯ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪৬
ব্লগার_সামুরা বলেছেন: ভাল হয়ছে। ধন্যবাদ।
১২| ১৯ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪৬
প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা নিয়ে গবেষণামূলক পোষ্ট।
১৯ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪৯
ব্লগার_সামুরা বলেছেন: ধন্যবাদ। কবিতার জয় হোক।
১৩| ১৯ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪৮
হাবিব বলেছেন: আপনি ভালো বলেছেন.........
এজন্যই অনেক কবিতার বই বিশ টাকা দরে পাওয়া যায় পল্টনে......
আমিও এরকম একটা অখাদ্য ২০টাকা দিয়ে কিনেছিলাম
১৯ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫৪
ব্লগার_সামুরা বলেছেন: আবার এসেছেন দেখে ভাল লাগলো। ভালো করেছেন বিশ টাকা দিয়ে কবিতার বই কিনেছেন । বিশ টাকা বিষ না কিনে কবিতার বই কেনা দুর্দান্ত কাজ।
কি আর হবে। জীবনের শখ অখাদ্য দিয়ে পূরণ করতে। এইসব ব য়ে আকার পরে ল মার্কা কবিদের।
১৪| ১৯ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫৮
জুন বলেছেন: কি নিয়ে লেখব কবিতা। ছ্যাক খাওয়া, প্রেমের বিদ্রোহ, বিরহের ভেজা বিড়ালের হাকুমাকু।
+
১৯ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০১
ব্লগার_সামুরা বলেছেন:
১৫| ১৯ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০২
হাবিব বলেছেন: কিছু কবিতা পরে আসলেই মেজাজ খুব খারাপ হয়
তখন হাসির কৌতুকও বিস্বাদ লাগে....
১৯ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০৫
ব্লগার_সামুরা বলেছেন: এই তো লাইনে আসছেন। এবার মজা লুটেন। কালজয়ী কবিতার জয়গান ধরেন। স্লোগান হবে।
১৬| ১৯ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০৯
হাবিব বলেছেন: কি কন এইগুলা???
আমি আবার অন্য লাইনে ছিলাম কখন??
১৯ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১১
ব্লগার_সামুরা বলেছেন: এই তো কবিদের এখানেই সমস্যা। এদিক সেদিক না হয়তেই সব ভুলে যাই।
১৭| ১৯ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১৫
হাবিব বলেছেন: আচ্ছা আমার কোন কবিতা খাবার উপযোগী ছিলো কি?
মানে আপনার বিচারে! (ঐচ্ছিক প্রশ্ন)
১৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:১৪
ব্লগার_সামুরা বলেছেন: যখন পোস্ট করেছিলেন তখন পড়েছিলাম। মনে হয় অখাদ্যই ছিল।
১৮| ১৯ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪৩
আরোগ্য বলেছেন:
সকল কবিদের দৃষ্টি আকর্ষণ করছি।
হরতাল করবো।
১৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:১৫
ব্লগার_সামুরা বলেছেন: হরতাল অবরোধ যাই করেন। মানা নাই। বাট পিকেটিং করিয়েন না।
১৯| ১৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:০১
মাহমুদুর রহমান বলেছেন: খিক খিক খিকজ।
১৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:১৬
ব্লগার_সামুরা বলেছেন: আলু পঠল করলা।
২০| ১৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:২৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ব্লগার_সামুরা
জানিনা আপনি ভাইয়া না আপু।
২মাস চার দিন আপনার ব্লগের বয়স
মাত্র পাঁচটি পোস্ট আর ১২৬টি মন্তব্য করে
সামু ব্লগের বাঘা বাঘা কবিদের প্রতি আপনার
নেতিবাচক পোস্ট দেখে আমি যারপরনা্ই হতাশ!!
আমার ধরণা কবিতা পাঠকের প্রতিক্রিয়ায় যা বলেছেন
তা নিতান্তুই আপনার প্রতিক্রিয়া। ভুল হতেও পারে।
তবে মানুষের অবচেতন মনে তার জের কথাটিই
প্রকাশ পায়। সে যা হোক। সামুর সব কবিতা গার্বেজ নয়।
এখানে অনেক গুণী কবি আছে যাদের কবিতা
সত্যিই প্রশংসার দাবীি রাখে। বই মেলাতে তাদের পরিচয়
মিলবে বলে আমার বিশ্বাস।
আপনার পোস্টে অনেকের মন্তব্য গদবাধা,ধামা ধরা টাইপের।
উনি যেটা বলেছেন, তিনিও তার রিপিট করেছেন। তাকে তোয়াজ
না করেতা পারেন না। যাকে এক কথায় মেরুদন্ডহীন প্রাণি বলি আমরা।
তবে একথা সত্যি যে সামুতে অসংখ্য কবিদের পায়ের আওয়াজ পাওয়া যাচ্ছে। তাদের অনেক কাব্য চর্চা সামুতে পরিলক্ষিত হচ্ছে। তাই নিজেকে এক সময় কবি ভাবতে ইচ্ছে করতো। কিন্তু বিগত দিনে যে তিমিরে ছিলাম বর্তমানেও তাই। কাব্য প্রতিভা আমাকে চিরদিনই হতাশ করেছে; রয়েগেছে ধরা ছোঁয়ার বাইরে; কিছুই প্রসব করতে পারেনাই আমার উর্ব্বর (!) মস্তিস্ক। তাই খেদ যেমন রয়েছে আগের মতো, আশাও আছে পূর্বের অবস্থানে। পুরানো সেই খেদ আর পুরানো সেই হতাশা, সাথে আসা জাগানিয়া সেই আশার বানী আরও একবার আপনাদের করকমলে নৈবদ্য দিলামঃ খারাপ লাগলে, বা কেউ কষ্ট পেলে তার সম্পূর্ণ দ্বায় ভার আমার, আর কারো যদি একান্ত ভালো্ লেগেই যায় তা শুধু আপনাদের উদারতা ও মহানূভবতার জন্য। কৃতজ্ঞতা তাই জানিয়ে রাখলাম অগ্রিম। যদি না পরে আবার দেমাগে সেই কৃতজ্ঞতা জানাতে ভুলে যাই। শুভেচ্ছা সকলের জন্য যাদের ভালো মন্দ লাগায় আমার কবিতা শিক্ত কবি হবো !
-ঃকবি হবোঃ-
ভাবছি একটা কবিতা লিখব, লিখতে কেন পারছিনা?
হবেই হবে এই ভাবনায় খাতা কলমও ছারছিনা।
সকাল থেকে সন্ধ্যা নিশি চেষ্টা করে যাচ্ছি তাই,
সুধী জনে বললো দেখে কবিতা না- যাচ্ছে তাই।
মনে বড় কষ্ট আমার, ভাবছি কী করা যায়,
নেট ঘেটে সামুর সাথে বন্ধুত্বটা হয়ে যায়।
সামুতে দেখি পাতি পুতি অনেক কবির সমাহার,
মনটাকে কই হতাশা তুই করনা এবার পরিহার।
কবিতা লেখা সামুর কাছে এমন কোন ব্যপার না,
ডানে বামে না তাকিয়ে যা ইচ্ছা তা লেখে যা।
তোর কবিতা স্মরণীয় থাকবে হয়ে এখানে,
দেমাগে তোর পা দু’খানি নামবেনা আর জমিনে।
ছন্দ মিলের বালাই নাই, না থাকুক মিল অন্তরায়,
সবাই তোকে নোবেল দিবে যদিও তা কাজের নয়।
তাই বলি মন লিখতে হলে পড় আরো বেশী পড়,
তা নাহলে কবি তোমার পা হবে যে নড় বড়।
নড় বড় কাঁচা হাতে যায়না হওয়া ইচ্ছা যাই,
তাইতো আমি কবিতাকে জানিয়েছি গুড বাই।
২৮ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৫৮
ব্লগার_সামুরা বলেছেন: আপনি কবিতা কে গুড ভাই জাই জানিয়েছেন কবিতা দিয়ে। বাহ! বাহ!
২১| ২০ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩০
রানার ব্লগ বলেছেন: আপনার ধারনা সম্পুর্ন ভুল। একদম সঠিক না। কবিতা কোন পোলাও বা বিরিয়ানি না যে এটা প্লান করে করতে হবে বা কবিতা কোন ব্যাঞ্জন না যে এটা পাঠক খাবে কি খাবে না এটা নিয়ে ভাবার বিষয় আছে। কবি যখন লেখে সে তার মনের ভেতরকার অস্থিরতা কে প্রকাশ করে সেটা দুঃখ বোধ হতে পারে বা প্রেমময় আবেগ ও হতে পারে। সবার যে রবিন্দ্রনাথ ভাল লাগবে বা জীবনান্দ ভাল লাগবে তা কিন্তু নয় কারো কারো জয় গোস্বামী কে ভাল লাগে, কারো কাছে গুন বড্ড অশ্লীল। কবি কবিই সে কিছু ভেবে করে না যাই করে মন থেকে করে, আর একটা কথা কবিতা বাণিজ্যিক আকারে লেখা হয় না । দেখুন না বই মেলায় কয়জন কবিতার বই কেনে তাই বলে কি কবিতার বই প্রকাশ হওয়া বন্ধ হয়ে গেছে? যায়নি কিন্তু।
কবি বা কবিতা কে নিয়ে রসালো আলচোনা হতেই পারে কিন্তু অপমানিত করার অভিপ্রায়ে ছ্যাবলামো না হয়ে যায়।
২৮ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:০২
ব্লগার_সামুরা বলেছেন: আপনার মন্তব্য রাখার জন্য ধন্যবাদ।
২২| ২০ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩৮
অপু দ্যা গ্রেট বলেছেন:
জয় কবি আর কবিতা
২৮ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:০১
ব্লগার_সামুরা বলেছেন: জয় হোক অকবিতার।
২৩| ২০ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:২৫
মাহমুদুর রহমান সুজন বলেছেন: এখন আর কেহ কবি হতে চায়না। কেননা কবিরা কোন কালেই সুখী ছিলনা। ব্লগে কবিতা লিখে মাত্র সময়ের অপচয় বাচাঁনোর জন্য। কম কথায় পোস্ট বারি করায় মূল উদ্দেশ্য।
২৮ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:০৩
ব্লগার_সামুরা বলেছেন: সময় অপচয় করুক, যায় করুক। মানহীন কবিতা লিখে পায়দা টা কি।
২৪| ২০ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:২৪
ব্লগ মাস্টার বলেছেন:
একটা ফাউল পোস্ট ।
২৮ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:০৩
ব্লগার_সামুরা বলেছেন:
একটা ফাউল মন্তব্য।
২৫| ২০ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫৫
ফয়সাল রকি বলেছেন: এবার নির্ঘাত দু'একটা কোবতে লিখে ফেলবো....
২৮ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:০৪
ব্লগার_সামুরা বলেছেন:
২৬| ২০ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:২৯
সুমন কর বলেছেন: হাহাহাহা..........
২৮ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:০৪
ব্লগার_সামুরা বলেছেন:
২৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০২
আর্কিওপটেরিক্স বলেছেন: পড়াশোনার কি খবর প্রান্ত
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৫৬
ব্লগার_সামুরা বলেছেন:
সামুর জীবজন্তু খরায় মরে যাচ্ছে, তুমি জিজ্ঞেস করতেছ পড়াশোনা। গেছে গেছে তোমাদের মুন্ডু।
২৮| ০৩ রা জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:১৫
আর্কিওপটেরিক্স বলেছেন:
০৩ রা জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:২২
ব্লগার_সামুরা বলেছেন: হেই বস,
©somewhere in net ltd.
১|
১৯ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:১৫
আর্কিওপটেরিক্স বলেছেন: খিকজ