![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্লগে মহাসুখের দিন যাইতেছে। সরি ফর রং টকিং প্লিজ ডোন্ট মাইন্ড। ব্লগের ইদানীং অবস্থা ভালো যাচ্ছেনা একদমই। ভুল বোঝাবুঝির কারণে ব্লগের উপর কালো সাপের আছর লেগেছে। আমাদের বিজ্ঞ ওঝারা তা কৌশলে আছর কাটার কাজে নেমেছে। আমরা তা ভালো করে জানি। তবুও সামুতে বসেই যখন ব্লগাররা বক বক করতে থাকে ব্লগ বন্ধ হয়ে যাবে ব্লগ বন্ধ হয়ে যাবে বলে। তা দেখে তখন আমি খুব অবাক হই ।
আবার অনেকে তো দেখতেছি তাদের কষ্টের লেখাগুলো কিভাবে অন্যত্র নিয়া যাইবে, তাহা ভাইবা কূল পাইতেছেনা। বিপদের পইড়া ইয়া নাফসি ইয়া নাফসি ডাকা শুরু কইরা দিছে। ইহা দেইখা আমি তো হাইসা হাইসা মরি। তো আমাদের মহা মহা কবিরা তাদের সম্পদগুলো কই রাইখব চিন্তা কইরা মরে যাইয়াও যাইতেছিনা। মনে হয় কবিতার থুক্কু কবির অভিশাপ আছে আমার কপালে ।
কথা যা বলতে চাচ্ছিলাম। আমরা আমাদের কাছেও নিরাপদ না। ধরেন আমরা খারাপ কাজ একটা কইরা মনে মনে ভাবতেছি। এই কাজের কথা কাউকে বলবোনা। কিন্তু শেষমেষ কথাটা কাউকে না কাউকে বলেই শান্তি পেতে চাই আবার। তেমনি তাবৎ পৃথিবীতেও কেউ নিরাপদ না। কোনো না কোনো দিক দিয়ে। আর এই ভার্চুয়ালকে আপনি কতইবা বিশ্বাস করেন।
১৪ ই জুলাই, ২০১৯ রাত ১০:০৯
ব্লগার_সামুরা বলেছেন: থ্যাঙ্কু।
২| ১১ ই জুলাই, ২০১৯ দুপুর ২:১৬
রাজীব নুর বলেছেন: ঠিক বলেছেন। তাই হায় আফসোস করে লাভ নেই।
১৪ ই জুলাই, ২০১৯ রাত ১০:১০
ব্লগার_সামুরা বলেছেন: কিবা হালা।
©somewhere in net ltd.
১|
১১ ই জুলাই, ২০১৯ রাত ১২:৪৯
নীল আকাশ বলেছেন: কিছুদিন পর পর ধুমকেতুর মতন কোথা থেকে উদয় হন সেটা আপনিই ভাল জানেন।
এটা আপনার পুরান স্বভাব ব্লগের ব্লগারদের নিয়ে কটুক্তি করার। আপনার ব্লগ বাড়িতে ঢুকলেই দেখা যায় সেটা।
হয় কবিদের পিছনে লেগেছেন না হয় প্রবন্ধ কেউ লেখে না বলে কান্নাকাটি করেছেন।
সাত মাস ব্লগিং করে পোস্ট প্রসব করেছেন ৬টা।
আপনার এই পোস্ট দেখে ছোট বেলায় শুনা এক গল্প মনে পড়ল, একদা চালুনি সুইকে ডাকিয়া কহে, ও সুই তোর পশ্চাতদেশে একখান ছিদ্র দেখা যায় বাহে!!!