| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বর্ষা এলো আজ দুয়ারে
বর্ষা এলো রে
কালো মেঘের ঘোমটা পরে
বর্ষা এলো রে।
টাপুর-টুপুর শব্দ তাহার
মনে ছন্দ তোলে রে॥
দোয়েল কোয়েল ময়না শ্যামা
লেজ দুলিয়ে নাচে
কদম ফুলের পাপড়িগুলো
সুবাস ছড়ায় গাছে।
ময়ূর নাচে পেখম তুলে
আজি বাদলা দিনে রে॥
আজি বাদলা দিনে মনে মনে
তারেই পড়ে মনে
ভালোই ছিলাম সুখে-দুখে
সোনাঝরা কৈশোরের সেই দিনে।
মেঘের পিছে সূর্য হাসে
দেয় সুখের দোলা রে॥
গানটি শুনুন... 
©somewhere in net ltd.
১|
২৭ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:০৩
সঙ্গীত_বাংলা৭১ বলেছেন: গানটির বেপারে জানতে click করুন khalid