| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
থ্রি টু ওয়ান জিরো
জানুয়ারি হলো শুরু
থার্টিফার্স্টের শেষ
চারিদিকে আতশবাজি,
করছে গুরু গুরু॥
Happy new year, new year
English era, Happy English era.
ঘরে ঘরে শীতের আমেজ
পিঠাপুলির ভিড়
ভোরের রবি মিষ্টি কতো
মিষ্টি কাক শালিকের কিচির মিচির।
দেশে দেশে সারা বিশ্বে সবাই তোমার অপেক্ষায়,
নাই ছেলে বুড়ো।
Happy new year, new year
English era, Happy English era.
শিশির তোমায় ধুয়ে দিবে
সকল মলিনতা
তুষার তোমায় এনে দিবে
দুঃখ ধুয়ে মনের শুভ্রতা।
শীতল করবে শীতের হাওয়া
ভিজিয়ে যত তপ্ত মনের মরু॥
Happy new year, New year
English era, Happy English era.
গানটি শুনুন... 
©somewhere in net ltd.