নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার আমি

সানজিদা প্রীতি

কোনো এক শীতের জ্যোৎস্নাস্নাত রাতে শিশির ভেজা ঘাসের উপর খালি পায়ে তোমার হাতটি ধরে হাঁটবো। শিশিরের ফোঁটা গুলো আমার পায়ে শিশির নুপুর পড়িয়ে দিবে।আর তুমি ঘাস ফুল নিয়ে আমার খোঁপায় পড়িয়ে দিবে।তখনি জোনাকি পোকার দল এসে হাজির হবে রংবে রং এর প্রজাপতিদের নিয়ে।তারা আমাদের ঘিরে একটা বলয় সৃষ্টি করবে।সে বলয়ের মধ্যে জ্যোৎস্নার আলোতে ভিজব আমরা দুজন।আমার চোখের মায়ায় তুমি নিজেকে হারাবে অন্য একরাজ্যে।তখনই চন্দ্রসুধা এসে আমাদের আমন্ত্রণ করবে তার রাজ্যে যাওয়ার জন্য সাথে থাকবে চন্দ্রাবতীর প্রহরীরা।তার আমাদের নিয়ে যাওয়ার জন্য ফুলের ভেলা নিয়ে হাজির হবে।সে ফুলের ভেলায় বসে আমরা পৌঁছে যাবো চন্দ্রাবতীর দেশে।সেথায় আমায় পড়ানো হবে জ্যোৎস্নার তৈরি শাড়ি, মাথায় পড়ানো হবে হবে প্রজাপতির ক্রাওন আর পায়েতো আছে আমার শিশিরের তৈরি নুপুর।তুমি বরাবরের মতই আমার প্রেমে পড়বে।তুমি শুধু আমায় অপলক দেখবে আর ভাববে ইসস আমার নামটা যদি চন্দ্রাবতী হত তাহলে মন্দ হত না।

সানজিদা প্রীতি › বিস্তারিত পোস্টঃ

অন্ধ ভালোবাসা

২৩ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩২

পর্ব-১

কয়দিন ধরেই শরীরটা ভালো লাগছে না..কিছু খেতে পারি না শুধু বমি বমি ভাব হয় কেন যে এমন হচ্ছে তাও বুঝতে পারচ্ছি না...শুয়ে শুয়ে এসব ভাবচ্ছি হঠাৎ একটা কথা মনের মধ্যে ঘুরতে লাগলো শুয়া থেকেই লাফ দিয়ে উঠে বসে গেলাম..আমি যা ভাবচ্ছি তা কি সত্যি?!!!না না এমনটা যে না হয়...এমন কিছু হলে আমি মরে যাবো...কি করবো এখন কিছুই মাথাই আসচ্ছে না রাফিকে কি একটা কল দিব? না আগে টেস্ট করে নিজে সিউর হয়ে নিব?কিছুই ভাবতে পারচ্ছি না আর মাথাটা ধরে আছে...
না আজকে যে করেই হক আমাকে বাসা থেকে বের হতেই হবে...আর পারচ্ছি না ভাবতে...

আমি-মা...মা শুনো আমি একটু রিমিদের বাসায় যাচ্ছি ওর বাসায় আমার একটা বই রেখে আসচ্ছি ওটা আমার খুব দরকার নিয়ে আসতেই হবে।।

মা-অরণি এ রোদের মধ্যে বাহির হওয়ার কি দরকার আছে?তার মধ্যে কয়দিন থেকে তোর শরীরটাও ভালো না...অপু না হয় বিকেলে গিয়ে রিমিদের বাসা থেকে বইটা এনে দিবে..

আমি-না না মা দরকার নাই আমি নিজেই পারবো আমার ফিরতে ঘন্টা খানিক লাগবে তুমি টেনশন করিও না...আসচ্ছি আমি..

বাসা থেকে বের হয়ে রিক্সার জন্য দাঁড়িয়ে আছি...না কাছাকাছি কোনো ফার্মেসিতে যাওয়া যাবে না আমাকে দূরের কোনো ফার্মেসিতেই যেতে হবে....বাবা মা যেন কোনো ভাবেই এইসব নিয়ে কিছুই না জানতে পারে...আমিতো এখনো নিজেও সিউর না আমি যা ভাবচ্ছি তা সত্যি কি না...
যাক একটা রিক্সা পেয়ে গেলাম এখন তাড়াতাড়ি বাসায় ফিরতে পারলেই বাঁচি।।

ঘণ্টা খানিক পর আমি pregnancy টেস্টর প্যাকেট কিনে বাসায় ফিরলাম....তাড়াতাড়ি রুমে চলে গেলাম..
প্রথমবার টেস্টে পজিটিভ আসলো না হয়তো আমার ভুল হইছে...
তারপর আরো ২বার টেস্ট করে দেখলাম এই ২বারও পজিটিভ!!!
তার মানে আমি conceive করছি!!!!
এখন কি করবো আমি কিছুই বুঝতেছি না ভয়ে আমার হাত পা সব ঠান্ডা হয়ে যাচ্ছে দাঁড়িয়ে থাকতে পারচ্ছি না প্রচন্ড কাঁপুনি চলে আসচ্ছে শরীরে..মা বাবা জানতে পারলে আমাকে শেষ করে দিবে...কি করবো এখন আমি!!
রাফিকে কল দিলাম,

রাফি-হ্যালো জানু
আমি-বিকেলে যে করেই হোক আমাদের দেখা করতেই হবে।
রাফি-কি হইছে তোমার??তোমার কথা গুলা এমন কাঁপা কাঁপা আসতেছে কেন?তুমি ঠিক আছোতো??

আমি-রাফি এখন আমি কথা বলার কোনো অবস্থাতেই নাই দেখা হলে সব বলবো...আমাদের দেখা করাটা খুবই জরুরি..

রাফি-আচ্ছা ঠিক আছে পার্কে আমি তোমার জন্য ওয়েট করবো তুমি চলে আসিও

আমি-হুম রাখি এখন।

বিকেলে,
পার্কে ডুকতেই দেখলাম রাফি আমার জন্য ওয়েট করচ্ছে..দৌড়ে গেলাম ওর কাছে আমাকে দেখে ও দাঁড়ানো মাত্রই আমি ওকে জড়িয়ে ধরে কান্না করা শুরু করলাম...

রাফি-অরণি কি হইছে??কি হইছে তোমার??
আমি-রা...ফি রাফি(কান্নার জন্য বলতে পারচ্ছি না)
রাফি-বলো কি হইছে
আমি-রাফি আমি pregnant (বলেই ওকে আরও শক্ত করে জড়িয়ে ধরলাম)
রাফি-মানে!?কি? কি বলছো??( আমি ওকে যতটা শক্ত করে জড়িয়া ধরছিলাম কথাটা শুনার পর আমার হাত গুলো আমি সরিয়ে নিলাম আমি যেন নিজের কানকেই বিশ্বাস করাতে পারছি না) দেখি ছাড়ো আমায় মানুষ তাকিয়ে দেখচ্ছে..

আমি-রাফি সত্যি বলচ্ছি...আজকে ৩বার টেস্ট করে দেখছি তিনবারই পজিটিভ আসচ্ছে...আমি এখন কি করবো বলে দাও আমারে..

রাফি-এই হতে পারে না অসম্ভব... এটা আমার বাচ্চা না...অন্য কারোর হবে আমার না...কারণ তোমার সাথে যখন আমি ফিজিক্যাল রিলেশনে গেছি তোমার কনসিভ করার সম্ভাবনাই নাই...

আমি-(রাফির মুখে কথা গুলো শুনে আমি থো হয়ে দাঁড়িয়ে আছি আমি এই রাফিকে চিন্তেই পারচ্ছি না এইটুকু সময়ের মধ্যে এতোটা বদলে গেল!)রাফি তু..তুমি এসব কি বলচ্ছো??এটা আমাদের দুজনের বেবি... এখন তুমি আমায় বিয়ে করে নাও।

রাফি-আমি কি পাগল হইছি তোর মত একটা নষ্টা মেয়েরে বিয়ে করতে যাবো?? আমার বাবা মার সামনে তোর কি পরিচয় দিব?কি বলবো আমি?""দেখো মা এই হচ্ছে অরণি একটা নষ্টা মেয়ে যে কিনা বিয়ের আগেই pregnant হয়ে গেছে কার না কার বাচ্চা পেটে এখন আমাকে চাপ দিচ্ছে ওকে বিয়ে করার জন্য"" এটা বলবো আমি আমার বাবা মাকে??এখন আমি বুঝতেছি ইফতি কেন তোকে ছেড়ে গেছে..তোর মত নষ্টা মেয়ের সাথে কোনো ভালো ছেলেই থাকবে না।

আমি-(রাফি মুখে কথা গুলো শুনে আমি যেন বলার ভাষাই হারাই ফেলছি) রাফি খবরদার তুমি উল্টা পাল্টা কোনো কথা বলবা না...হ্যাঁ ইফতির সাথে আমার ২মাসের রিলেশন ছিল...তখন আমি টিনেজার ছিলাম আমার আবেগটাই বেশি কাজ করতো...আবেগের কারণে ও আমার থেকে আমার নুডে পিক চাওয়াতে আমি দিসি...ইফতি যে একটা প্লে বয় ছিল তা তুমি এ আমাকে জানাইসো...আর ইফতি যে শুধু মাত্র আমার নুডে পিক দেখছে তার বাইরে আমাদের মধ্যে যে আর কোনো আমার রিলেশন হয় নাই তা তো তোমার জানাই আছে...আর তুমি মনে হয় যেন আমার নুডে পিক দেখো নাই?কম চাপ দিসো তুমি আমারে শুধু আমার নুডে পিক দেয়ার জন্য?সব ভুলে গেছো তুমি??কি বলে তুমি আমার সাথে ফিজিক্যাল রিলেশন করতে চাইছো ভুলে গেছো?আমিতো ফিজিক্যাল রিলেশন করতে চাই নাই তুমিতো আমাকে জোর করছো আমারে ছেড়ে যাওয়ার ভয় দেখাইসো,ভালোবাসার দোহাই দিছো,বিয়ে করার প্রতিশ্রুতি করছো আমার সাথে সংসার করার স্বপ্ন দেখাইছো তাহলে কেন আজকে আমার দোষটাই দিচ্ছো??সব ভুলে গেছো তুমি??
রাফি-শুন তোর মত মেয়ের সাথে কথা বলার মত রুচি আমার আর নাই..তোকে ভালো একটা সলিউশান দিচ্ছি abortion করাই ফেলবি... আর শুন আমার একার ইচ্ছেতে কিছু হয় নাই এখন তুইও আডাল্ট আমিও সো এখানে আমার কোনো দোষ নাই।

আমি-রাফি এমন করে কি ভাবে বলতে পারচ্ছো??তোমারওতো একটা ছোটো বোন আছে আজকে যদি তোমার মত কোনো ছেলে তোমার বলের সাথেও এমন করে বসতো তখন কি করতা তুমি?

রাফি-চুপ একদম চুপ তোর মত নষ্টা মেয়ের মুখে আমার বোনের কথা মানাই না...আমার বোন তোর মত নষ্টা,দুশ্চরিত্রা না....তোদের মতো মেয়েদের মরে যাওয়া উচিত।।।আজের পর থেকে আর আমার সাথে কোনো যোগাযোগ করবি না।

রাফি আমাকে ফেলে চলে গেলো আমি এখনো বসে কেঁদেই যাচ্ছি...এখানেই আমার আর রাফির প্রথম দেখা হয় আর আজ এখানেই সব শেষ....ইফতি, রাফি দুজনের সাথেই আমার ফেসবুকে পরিচয়... তখন আমার ১৬বছর বয়স প্রথম প্রেম,আবেগ তারপর একটা ভুল।রাফির সাথে ১বছরের রিলেশন ৩বছরের ফেসবুক ফ্রেন্ডশিপ..কেন রাফি এমন করলো???
চলবে.......

ফেসবুক আইডি লিংকঃ https://www.facebook.com/sanjidabegum.kingz

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.