![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোনো এক শীতের জ্যোৎস্নাস্নাত রাতে শিশির ভেজা ঘাসের উপর খালি পায়ে তোমার হাতটি ধরে হাঁটবো। শিশিরের ফোঁটা গুলো আমার পায়ে শিশির নুপুর পড়িয়ে দিবে।আর তুমি ঘাস ফুল নিয়ে আমার খোঁপায় পড়িয়ে দিবে।তখনি জোনাকি পোকার দল এসে হাজির হবে রংবে রং এর প্রজাপতিদের নিয়ে।তারা আমাদের ঘিরে একটা বলয় সৃষ্টি করবে।সে বলয়ের মধ্যে জ্যোৎস্নার আলোতে ভিজব আমরা দুজন।আমার চোখের মায়ায় তুমি নিজেকে হারাবে অন্য একরাজ্যে।তখনই চন্দ্রসুধা এসে আমাদের আমন্ত্রণ করবে তার রাজ্যে যাওয়ার জন্য সাথে থাকবে চন্দ্রাবতীর প্রহরীরা।তার আমাদের নিয়ে যাওয়ার জন্য ফুলের ভেলা নিয়ে হাজির হবে।সে ফুলের ভেলায় বসে আমরা পৌঁছে যাবো চন্দ্রাবতীর দেশে।সেথায় আমায় পড়ানো হবে জ্যোৎস্নার তৈরি শাড়ি, মাথায় পড়ানো হবে হবে প্রজাপতির ক্রাওন আর পায়েতো আছে আমার শিশিরের তৈরি নুপুর।তুমি বরাবরের মতই আমার প্রেমে পড়বে।তুমি শুধু আমায় অপলক দেখবে আর ভাববে ইসস আমার নামটা যদি চন্দ্রাবতী হত তাহলে মন্দ হত না।
কোনো এক শীতের গোধূলি লগ্নে আমাদের দেখা হবে।
সেদিন পাশাপাশি দাঁড়িয়ে কফির মগে চুমু দিতে দিতে দুজন আকাশ দেখব।
উড়ে যাওয়া গাঙচিলের পানে তাকিয়ে শত কথা বলব।
মাঝে মাঝে তুমি আমার কপালের চুল গুলো আলতো করে সরিয়ে দিবে আর আমি মিষ্টি করে হেসে তোমার দিকে তাকাবো।
আকাশের রং কিভাবে বদলে সন্ধ্যা নেমে আসে তা দুজনে চোখ ভরে দেখবো।
আর সূর্যাস্তের সময় শেষ আলোতে তোমার হাত শক্ত করে ধরে নতুন দিনের জন্য ভালোবাসার স্বপ্ন আঁকবো।
ফেসবুক আইডি লিংকঃ https://www.facebook.com/sanjidabegum.kingz
©somewhere in net ltd.