![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সানজিদা আয়েশা শিফা।আগে এই ব্লগে আলোর পরী নিকে লিখতাম।পটুয়াখালীতে জন্ম ও বেড়ে উঠা। এস এস সি , এইচ এস সি ওখানে । পরে ঢাকা বিশ্ব বিদ্যালয়ের আই ই আর থেকে অনার্স , মাস্টার্স এখন এম ফিল করছি। ফেইসবুকে আছিঃ https://www.facebook.com/sanjidamahim
আয়নাবাজি দেখেছিলাম বের হওয়ার পর পরই, অফিস পালিয়ে । এখন সম্ভবত সবাই দেখে ফেলছে তাই খুচরা কিছু রিভিউ দেখতে বসলামঃ
# প্রেমের দৃশ্যের যে গান ছিল বাজারের মধ্যে সেটা দারুণ লেগেছে, বাজারের মধ্যে মুরগীর পাখা, শাঁকের আটি আর কুমড়াও যে প্রেমের অনুষঙ্গ হয়ে যায়, সেটার চিত্রায়ন ভাল ছিল।আসলে প্রেমে পড়লে চারপাশের সব কিছুতে প্রেম ভেসে বেড়ায়, সে হোক মুরগীর ডানা কিবা পিয়াজের খোসা ।
# বুড়িগঙ্গা নদীকে সব সময় গন্ধযুক্ত কালাপানির "বুড়ি" হয়ে যাওয়া গঙ্গাই ভেবেছি, কিন্তু এখানে বুড়িগঙ্গা নদীকে মনে হয়েছে সুন্দরতম তরুণী এক ।
# সাংবাদিকের এত অতিরিক্ত মদ খাওয়া ভাল লাগে নি [ কারণ অনেক অল্প বয়সীরা ছবি দেখেছে এবং অল্প বয়স অনুকরণপ্রিয় ] । ভাল লাগে নি " শুধু টাকার জন্য ছবি বানাই , পরিচালকের এ জাতীয় কথা । তবে চঞ্চলের অসাধারণ অভিনয় সব কিছুকে ছাপিয়ে গিয়েছে।
# কাহিনীর শেষটা আরেকটু সুন্দর হতে পারত, আর সারা শহরে ছবির পোস্টার দিয়ে ভরে দেয়া হয়েছে এটা অন্যদের এই একই কাজ করতে উৎসাহিত করবে ।
ভাল কিছু ছবি তৈরি হোক। আমরা অন্য দেশের সিনেমামুখি শুধু নিজেদের ভাল কিছু নেই এজন্য। নিজেদের ভাল কিছু থাকলে সেটা রেখে অন্যেরটা দেখব এত খারাপ জাতি অন্তত আমরা নই
২| ১৩ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:০৮
সানজিদা আয়েশা শিফা বলেছেন: শোভ, আপনাকে অসংখ্য ধন্যবাদ মন্তব্যের জন্য। আপনি আমার এই ব্লগের প্রথম কমেন্টদাতা সেই জন্য আপনি খুব মূল্যবান হয়ে গেলেন আমার কাছে ।
যেহেতু আপনি শোভ বা ভাল সুতরাং আমার এই ব্লগে সব শুভ হবে তাই আশা রাখি ।
আপনার জন্য শুভ কামনা , সেই সাথে শুভ কামনা আমার জন্যও
৩| ১৫ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:৪৯
আরিয়ান রাইটিং বলেছেন: ভাল লিখেছেন।
শুভ ব্লগিং।
২৬ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৪৩
সানজিদা আয়েশা শিফা বলেছেন: অনেক ধন্যবাদ আরিয়ান আপনাকে , লেখা পড়ার জন্য।
৪| ২২ শে অক্টোবর, ২০১৬ দুপুর ২:৪৯
মাহমুদুর রহমান সুজন বলেছেন: মুভি রিভিও ভাল লাগল।
২৬ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৪৫
সানজিদা আয়েশা শিফা বলেছেন: মন্তব্য করে উৎসাহিত করার জন্য আপনাকে ধন্যবাদ
৫| ০৩ রা নভেম্বর, ২০১৬ রাত ৩:২২
শেখ মিজান বলেছেন: আয়নাবাজি রিভিউ দেয়ারমত কোন বিষয় নেই, ফটকা পরিচালকের ফটকা চিন্তা, অপরাধকে উস্কে দেয় এই সব ছবি, টাকার জন্য সর্বোচ্চ বিজ্ঞান দিয়েছে এই ছবির পরিচালক, ফেইসবুকে টাকা ঢেলেছে, যা আপনার আমার পকেটথেকে লুফেনিয়েছে মুনাফালোভী, যখন বিজ্ঞানে ছয়লাভ তখনই বর্জন করা একজন বুদ্ধিমানের কাজ। ভালো বস্তুর বিজ্ঞান লাগে না, সময়মত তার উজ্জলতা জনতার সামনে ভেসে উঠে।
তবে অভিনয় শিল্পীদের প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা ও ভালোবাসা আছে।
৬| ০৯ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৩:০৮
বাংলার ডাক-হরকরা বলেছেন:
©somewhere in net ltd.
১|
১৩ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৩৬
শোভ বলেছেন: আপনি ছবি দেখেছেন অফিস পালিয়ে আমরা ছবি দেখতাম স্কুল পালিয়ে । আপনার মুল্যায়ন খুব সুন্দর হয়েছে ।