নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সানজিদা আয়েশা সিফা। আগে এই ব্লগে আলোর পরী নিকে লিখতাম। জন্মেছি পটুয়াখালিতে। এইচ এস সি পর্যন্ত সেখানেই পড়াশুনা।পরে ঢাকা বিশ্ব বিদ্যালয়ের আই ই আর থেকে অনার্স মাস্টার্স আর এখন এম ফিল করছি। ফেইসবুকে আছি https://www.facebook.com/sanjidamahim

সানজিদা আয়েশা শিফা

আমি সানজিদা আয়েশা শিফা।আগে এই ব্লগে আলোর পরী নিকে লিখতাম।পটুয়াখালীতে জন্ম ও বেড়ে উঠা। এস এস সি , এইচ এস সি ওখানে । পরে ঢাকা বিশ্ব বিদ্যালয়ের আই ই আর থেকে অনার্স , মাস্টার্স এখন এম ফিল করছি। ফেইসবুকে আছিঃ https://www.facebook.com/sanjidamahim

সানজিদা আয়েশা শিফা › বিস্তারিত পোস্টঃ

কয়েক লাইন ইলিশ বন্দনা :)

২৫ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৪:৫৮



গত মাসেই দেশের বুকে নেমে এসেছিল এক রুপালী সময়, ফিরে এসেছিল পুরনো স্বাদে, ঘ্রাণে আমাদের প্লেটে।
কিছুদিন আগেও আধা হাত ইলিশের জোড়ার দাম দু হাজার হাকিয়ে মাছওয়ালা যখন আমার টাকার ব্যাগের বুকের পাটার দৈর্ঘ্য,প্রস্থ মাপার অভিপ্রায়ে কিঞ্চিৎ বক্র হাসিতে উদ্ভাসিত হত,আমি তখন প্রেমিকার শেষ চলে যাওয়ার মত দৃষ্টিতে মাছগুলোকে শেষবারের মত একবার দেখে তেলাপিয়ার ঝাঁপির দিকে হাটা শুরু করতাম।
কিভাবে জাতীয় মাছের আঁশগুলো সত্যিই রূপা হয়ে গেল ভেবে হতাশার এক নিশ্বাস বুক ভেদ করে মাছের বাজারের কোলাহলের মাঝে মিশে যেত।
তাই নাগালের মধ্যে যখন তাদের পাওয়াই গেল, তাও আবার স্বাদে ঘ্রাণে সেই শাঁকচুন্নিদের লোভে ফেলার মত ইলিশ, আমার টাকার ব্যাগ সাক্ষী, কৃপণতা নামক শব্দকে আমি কিভাবে কান মলে দিয়ে অভিধান থেকে বের করে দিয়েছি!
GI Identification নামে কোন দেশের বিশেষ পণ্যের যে তালিকা করা হচ্ছে তাতে বাংলাদেশ ইলিশের জন্যও একটা আবেদন করেছে। প্রার্থনা ইলিশ আমাদের দেশের হয়ে সেই সম্মান পাক।
ইলিশ শুধু এক মাছ নয়
ইলিশ আমাদের পরিচয়।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১১ ই নভেম্বর, ২০১৬ রাত ২:৪৪

ডঃ এম এ আলী বলেছেন:



লিখাটি পাঠে ইলিশ খেতে
লোভ গেল যে বেড়ে
দামটি দেখে
মাথা যায় যে ঘুরে ।
তবে দুধের স্বাদ
ঘুলে মিটাই
বিনে পয়সাই ইলিশ মিটে
নিত্য মোর কুড়ে ঘরে
ইলশে গুুঁড়ি
বৃস্টি যখন ঝরে ।

সতেন্দ্রনাথ দত্ত
লিখেছিলেন মনে পরে
কিছু কিছু লাইন ধরে ।
অনেক দিন আগের
দেখা মনে নাই
তেমন করে
তবু দিলাম
নীচে ধরে :

ইলশে গুঁড়ি ইলশে গুঁড়ি
ইলিশ মাছের ডিম
ইলশে গুঁড়ি ইলশে গুঁড়ি
দিনের বেলায় হিম
কেয়াফুলে ঘুন লেগেছে
পড়তে পরাগ মিলিয়ে গেছে
মেঘের সীমায় রোদ হেসেছে
আলতা পাটি শিম
ইলশে গুঁড়ি হিমের কুঁড়ি
রোদ্দুরে রিম ঝিম
হালকা হাওয়ায় মেঘের ছাওয়ায়
ইলশে গুড়ির নাচ
ইলশে গুঁড়ির নাচন দেখে
নাচছে ইলিশ মাছ
কেওবা নাচে জলের তলায়
ল্যজ তুলে কেও ডিগবাজি খায়
নদীতে ভাই জাল নিয়ে আয়
ইলিশ ধরে খাই ।


ধন্যবাদ সুন্দর লিখাটির জন্য ।
শুভেচ্ছা রইল

২| ১৬ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৫:২০

সানজিদা আয়েশা শিফা বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। আপনার মন্তব্যগুলো এত গোছালো আর সুন্দর , প্রেমে পড়ে যেতে হয় !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.