নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সানজিদা আয়েশা সিফা। আগে এই ব্লগে আলোর পরী নিকে লিখতাম। জন্মেছি পটুয়াখালিতে। এইচ এস সি পর্যন্ত সেখানেই পড়াশুনা।পরে ঢাকা বিশ্ব বিদ্যালয়ের আই ই আর থেকে অনার্স মাস্টার্স আর এখন এম ফিল করছি। ফেইসবুকে আছি https://www.facebook.com/sanjidamahim

সানজিদা আয়েশা শিফা

আমি সানজিদা আয়েশা শিফা।আগে এই ব্লগে আলোর পরী নিকে লিখতাম।পটুয়াখালীতে জন্ম ও বেড়ে উঠা। এস এস সি , এইচ এস সি ওখানে । পরে ঢাকা বিশ্ব বিদ্যালয়ের আই ই আর থেকে অনার্স , মাস্টার্স এখন এম ফিল করছি। ফেইসবুকে আছিঃ https://www.facebook.com/sanjidamahim

সানজিদা আয়েশা শিফা › বিস্তারিত পোস্টঃ

মাত্র ৯২১ কোটি !

১৭ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১:৪১


কত মূল্য দিবেন ৫২ তে রক্তে ভেসে যাওয়া বরকতের রুমালের ?
আসাদের শার্টের দাম কত ছিল ?
কত মূল্য দিবেন মেহেরুন্নিসার কেটে ফেলা মাথার লম্বা বিনুনির ফিতার?
কত দাম হতে পারে রুমির মায়ের একাত্তরের ডাইরিটার?
ত্রিশ লক্ষ প্রাণের লক্ষ লক্ষ মৃত আশার কি রকম দাম ধরবেন ?
দু লক্ষ মা বোনের সযত্নে পড়া সম্ভ্রমের শাড়ি খোলার জন্য কত মূল্য দিতে চান ??
ফোটা ফোটা রক্ত মাটিতে মিশিয়ে এ মাটি কিনেছি, অশ্রু , লজ্জা , ভালবাসা আর সাহসে কেনা আমার এ দেশ ।
আপনাদের মত কাগজে করে দেশ পাই নি ।
আসুন হিসেব করি ।
হিসেবটা না হয় এবার বরাবরই হোক।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৪ ই মে, ২০১৭ বিকাল ৪:৪৫

ভ্রমরের ডানা বলেছেন:

হিস্যা চাই! হিস্যা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.