নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সানজিদা আয়েশা সিফা। আগে এই ব্লগে আলোর পরী নিকে লিখতাম। জন্মেছি পটুয়াখালিতে। এইচ এস সি পর্যন্ত সেখানেই পড়াশুনা।পরে ঢাকা বিশ্ব বিদ্যালয়ের আই ই আর থেকে অনার্স মাস্টার্স আর এখন এম ফিল করছি। ফেইসবুকে আছি https://www.facebook.com/sanjidamahim

সানজিদা আয়েশা শিফা

আমি সানজিদা আয়েশা শিফা।আগে এই ব্লগে আলোর পরী নিকে লিখতাম।পটুয়াখালীতে জন্ম ও বেড়ে উঠা। এস এস সি , এইচ এস সি ওখানে । পরে ঢাকা বিশ্ব বিদ্যালয়ের আই ই আর থেকে অনার্স , মাস্টার্স এখন এম ফিল করছি। ফেইসবুকে আছিঃ https://www.facebook.com/sanjidamahim

সানজিদা আয়েশা শিফা › বিস্তারিত পোস্টঃ

পুরুষ নিয়ে দু ছত্র!

১৯ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:৩৪


১৯ নভেম্বর আন্তর্জাতিক পুরুষ দিবস এটা মনে ছিল কিন্তু আজই যে ১৯ নভেম্বর তা মনে ছিল না। তাই পুরুষ নিয়ে দু ছত্রঃ

মনুষ্যজাতির প্রথম সৃষ্টি একজন পুরুষ , একজন পূরক যার পরিপূরক হিসেবে সৃষ্ট হয় নারী। প্রাণের ধারা টিকিয়ে রাখার জন্য যে Y Chromosome তারও একমাত্র বাহক পুরুষই।
পুরুষ নির্দেশক যে চিহ্ন রয়েছে তার উদ্ভব মূলত মিথলজি থেকে। জিউসের ছেলে অ্যালিস যাকে রোমানরা ডাকত মার্স বলে, তিনি মূলত যুদ্ধ, খুনোখুনির দেবতা। তবে আমার মনে হয় এটা মূলত ক্ষমতা ও শৌর্যের নির্দেশক। এজন্যই নারীরা যুগে যুগে প্রবল বীরদের প্রতি আকৃষ্ট হয়েছে, বাহিত হয়েছে সভ্যতা।
ব্যকরনেও তাই আমরা সমাস পাই পুরুষ রূপ সিংহ। সুফি সাহিত্যের ইউসুফ জুলেখা, বৈষ্ণব সাহিত্যের রাধা কৃষ্ণ মূলত আত্মা পরমাত্মার কথা, যারা একে অন্যে বিলীন হওয়ার জন্য আকুল।
পুরুষের চোখে মুগ্ধতা দেখে বিশ্বাস জাগে নারীমনে, তার প্রশংসা শুনে উদ্বেলিত হয় তৃপ্তির উচ্ছ্বাসে ।পুরুষরাই নারীদের অর্ধেক হয় পতিরূপে, আবার ছেলে হয়, বাবা হয় , ভাই হয় স্নেহ মমতায়।
"পুরুষ" সে ত সভ্যতার চাকা, শক্তির উদযাপন! তাইত দেবতা, বীর, নৃপতি, সম্রাট থেকে শুরু করে সূর্যও যেন পুরুষ হিসেবে আলো ছড়ায়।
শক্তির প্রতিভূ তুমি পুরুষ, তোমার জন্য ভালবাসা, শ্রদ্ধা
তুমি ছাড়া পৃথিবী অচল ।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০২ রা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৭

ঋতো আহমেদ বলেছেন: পুরুষ নিয়ে আপনার এই লেখাটি বেশ ভাল লাগল ।

০৩ রা ডিসেম্বর, ২০১৬ রাত ১২:১৭

সানজিদা আয়েশা শিফা বলেছেন: পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ :) আপনার জন্য রইল অশেষ শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.