![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সানজিদা আয়েশা শিফা।আগে এই ব্লগে আলোর পরী নিকে লিখতাম।পটুয়াখালীতে জন্ম ও বেড়ে উঠা। এস এস সি , এইচ এস সি ওখানে । পরে ঢাকা বিশ্ব বিদ্যালয়ের আই ই আর থেকে অনার্স , মাস্টার্স এখন এম ফিল করছি। ফেইসবুকে আছিঃ https://www.facebook.com/sanjidamahim
আমাতে আমি জ্বলে উঠেছি
অন্তরে গেছি বয়ে
আমাতে আমি বিস্ফোরিত
কোটি স্ফুলিঙ্গ লয়ে
আমাতে আমি হইয়া বিলীন
পুনর্জন্মি আবার
গহীন দরিয়া আমারই মাঝে
আমিই নীলাম্বর
সহস্র বছরের কামনার স্রোত
আমার লহুতে বয়
আমি প্রলোভন, আমি অমানিশা
তিলে তিলে করি ক্ষয়
সর্গের হুর অপ্সরা আমি
মর্তে হেলেন লাইলি
চোখে চেয়ে সব পাথর হয়েছে
পদতলে শত বলী
আমার আগুনে আত্মাহুতি দেয়
লাখো পতঙ্গদল
আমিই মুষ্টি বজ্রকন্ঠ
আমি শক্তি আমি বল
করুণার জলবতী ধারা আমি
বিলাই মমতা পৃথিবীর ঘাটে পথে
সভ্যতা গড়ে, জেগে ওঠে প্রাণ
বলীয়ান শপথে
কে বলে আমায় নিরীহ অবলা
দুর্বল অসার
অজেয় অতল অভেদ্য আমি,
আমি শুধুই আমার!"
২| ০৩ রা মার্চ, ২০১৭ সকাল ৯:০২
সানজিদা আয়েশা শিফা বলেছেন: পড়ার জন্য এবং উৎসাহমূলক মন্তব্যের জন্য আপনাকে অশেষ ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০১ লা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:০০
ভাবুক কবি বলেছেন: বাহ ভালই লিখেন, লেখা চালিয়ে যান।