![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সানজিদা আয়েশা শিফা।আগে এই ব্লগে আলোর পরী নিকে লিখতাম।পটুয়াখালীতে জন্ম ও বেড়ে উঠা। এস এস সি , এইচ এস সি ওখানে । পরে ঢাকা বিশ্ব বিদ্যালয়ের আই ই আর থেকে অনার্স , মাস্টার্স এখন এম ফিল করছি। ফেইসবুকে আছিঃ https://www.facebook.com/sanjidamahim
মৃত আমার গান
কি করে ফিরিয়ে দিয়েছি জানি না বসন্তের আহবান
ফুলের কুঁড়ির ফোটানো থামিয়েছি
রুধে বাতাসের গান
কি করে আমি সবুজ ক্যানপির পাহাড়কে বলেছি " না "
জোয়ারভরা সমুদ্রকে জানিয়েছি
আর কখনো আসব না
ইচ্ছেঘুড়ির সুতা কেটে কেটে
খসিয়েছি আকাশ ভরা সব তারা
সকল হাসিকে বিষে ডুবিয়ে
করেছি সীমানাছাড়া
উষ্ণ তোমার, অধীর সে ঠোঁট
করেছি অস্বীকার
বাড়িয়ে দেয়া দু হাত ফিরিয়েছি
কেড়েছি জড়ানোর অধিকার
কি করে আমি হত্যাকারী
প্রশ্ন কোর না
আত্ম বধেছি হঠাৎ করে
এই আমি
আমি না ।
০৩ রা মার্চ, ২০১৭ সকাল ৯:০৫
সানজিদা আয়েশা শিফা বলেছেন: নিয়াজ সুমন ( লেখক সাহেব ) , আপনাকে ধন্যবাদ পড়ার জন্য , এবং মন্তব্য করার জন্য
©somewhere in net ltd.
১|
০২ রা মার্চ, ২০১৭ সকাল ১০:১৮
নিয়াজ সুমন বলেছেন: সুন্দর কবিতা। চালিয়ে যান। শুভ কামনা।