নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সানজিদা আয়েশা সিফা। আগে এই ব্লগে আলোর পরী নিকে লিখতাম। জন্মেছি পটুয়াখালিতে। এইচ এস সি পর্যন্ত সেখানেই পড়াশুনা।পরে ঢাকা বিশ্ব বিদ্যালয়ের আই ই আর থেকে অনার্স মাস্টার্স আর এখন এম ফিল করছি। ফেইসবুকে আছি https://www.facebook.com/sanjidamahim

সানজিদা আয়েশা শিফা

আমি সানজিদা আয়েশা শিফা।আগে এই ব্লগে আলোর পরী নিকে লিখতাম।পটুয়াখালীতে জন্ম ও বেড়ে উঠা। এস এস সি , এইচ এস সি ওখানে । পরে ঢাকা বিশ্ব বিদ্যালয়ের আই ই আর থেকে অনার্স , মাস্টার্স এখন এম ফিল করছি। ফেইসবুকে আছিঃ https://www.facebook.com/sanjidamahim

সানজিদা আয়েশা শিফা › বিস্তারিত পোস্টঃ

তোমার শূন্যতাটুকু অশূন্য করি আমি !

০৯ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:১৯

নারীবাদ, পুরুষতন্ত্র এইসব কঠিন কঠিন থিওরি " সহযোগী" নারী পুরুষকে "প্রতিযোগী" করে ফেলেছে । আমার স্বল্প জ্ঞানে যা বুঝি তা হল " কে কার চেয়ে বেশী প্রয়োজনীয় সেই বিচার করা এক রকম অনুচিত । সৃষ্টি পাজলের এমন টুকরা অংশ তারা যে এক পক্ষের টুকরাগুলো বাদ দিলে পাজল আর মিলবে না। থেমে যাবে সৃষ্টির উল্লাস।
অনেক বৃহৎ নারীবাদীকে দেখেছি, পুরুষহীনতায় তাদের জীবনকে খাঁ খাঁ মরুতে পরিণত হয়েছে। একটা ভালবাসার স্পর্শের জন্য কি অতৃপ্ত হাহাকার!
একবার একটা সাক্ষাৎকারে দেখেছিলাম, অভিনেত্রী রানী মুখার্জিকে প্রশ্ন করা হয়েছিল যে ভবিষ্যতে তিনি নিজেকে কোথায় দেখতে চান?
খুব সুন্দর করে হেসে তিনি বলেছিলেন, ভাল পুরষ্কার পেতে চাই, কিন্তু তা সাজাতে চাই একটা সুন্দর বাড়িতে যেখানে সেগুলো নিয়ে কথা বলার জন্য একজন জীবনসঙ্গী থাকবে, একটা ভালবাসার পরিবার থাকবে।
দিনের হিসেব নিকেশ মেলানোর জন্য আমাদের যে বাসা থাকে তাতে নারী , পুরুষ উভয়ের হিস্যাই সম দরকারি। তাতে নারীকে দশভুজা ভেবে কাজের পাল্লা ভারী করা যেমন অন্যায় , তেমনি সংসারের সকল খরচ পুরুষ একা বহন করবে তেমনটা ভাবাও অন্যায়।
অধিকার চাইলে কর্তব্যের দায়ও কিন্তু এড়ানো যায় না। তাই পুরুষ আর নারী পরিপূরক এই হোক পথচলার মন্ত্রণা ।
" নহে তুমি মূল্যহীন
নই আমি দামী
আমার অপরাগতাটুকু
পূর্ণ কর যে দায়িত্বে
তোমার শূন্যতাটুকু
অশূন্য করি আমি "
নারী দিবসের বিলম্ব শুভেচ্ছা !

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৯ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:০৩

বিজন রয় বলেছেন:
" নহে তুমি মূল্যহীন
নই আমি দামী
আমার অপরাগতাটুকু
পূর্ণ কর যে দায়িত্বে
তোমার শূন্যতাটুকু
অশূন্য করি আমি "


আপনাকেও শুভেচ্ছা।

২| ১০ ই মার্চ, ২০১৭ রাত ১০:০৫

সানজিদা আয়েশা শিফা বলেছেন: আমার ব্লগে স্বাগতম । পোস্ট পড়ার জন্য আপনাকে ধন্যবাদ । ভাল থাকুন নিরন্তর :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.