![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সানজিদা আয়েশা শিফা।আগে এই ব্লগে আলোর পরী নিকে লিখতাম।পটুয়াখালীতে জন্ম ও বেড়ে উঠা। এস এস সি , এইচ এস সি ওখানে । পরে ঢাকা বিশ্ব বিদ্যালয়ের আই ই আর থেকে অনার্স , মাস্টার্স এখন এম ফিল করছি। ফেইসবুকে আছিঃ https://www.facebook.com/sanjidamahim
নেত্রপ্ললব থেকে হৃদয় অতল
তোমার গভীর জুড়ে
জলধির জল
তোমার বেদনাভরা নীল শতদল
পল্লবে বিস্মিত কষ্ট
করে টলমল
তোমার যত ম্লান হাসি
মৌন নীরব কথা
দমকা হাওয়ায় মিশেছে যত
দীর্ঘশ্বাসের ব্যথা
পেয়ে হারানো আর চেয়ে না পাওয়ার
আছে কত দুঃখবিন্দু
হৃদভেদী অবহেলা
যন্ত্রণার শর
সেসব বিষাদ জমে ধরিত্রীর পর
ঘৃণায় পুঞ্জীভূত কৃষ্ণাম্বর
মেঘদল অক্ষম নিতে গুরুভার
ফোঁটা ফোঁটা অশ্রুকণা
সুখের ব্যাথার
নামুক মৃত্তিকায়
তোমার কষ্টের ধারা
নিঃস্ব হোক অন্তর তব
আমি ভিজে হই সারা
তোমার লালিত ব্যথাবিন্দুর
যত অনাসৃষ্টি সৃষ্টি
আজ বুকের জমিনে ঝরুক
শুদ্ধতম বৃষ্টি !
১৫ ই মে, ২০১৭ রাত ৯:৫২
সানজিদা আয়েশা শিফা বলেছেন: রতনে রতন চিনে । আপনাকে অনেক ধন্যবাদ কবিতা পড়ার জন্য ।
শুভকামনা নিরন্তর !
©somewhere in net ltd.
১|
১৪ ই মে, ২০১৭ বিকাল ৪:৩৬
ভ্রমরের ডানা বলেছেন:
তোমার কষ্টের ধারা
নিঃস্ব হোক অন্তর তব
আমি ভিজে হই সারা
তোমার লালিত ব্যথাবিন্দুর
যত অনাসৃষ্টি সৃষ্টি
আজ বুকের জমিনে ঝরুক
শুদ্ধতম বৃষ্টি ! --- সত্যি খুব ই চমৎকার একটি কবিতা পড়লাম! ধন্যবাদ কবি! আপনার লেখার হাত অসাধারণ!