![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সানজিদা আয়েশা শিফা।আগে এই ব্লগে আলোর পরী নিকে লিখতাম।পটুয়াখালীতে জন্ম ও বেড়ে উঠা। এস এস সি , এইচ এস সি ওখানে । পরে ঢাকা বিশ্ব বিদ্যালয়ের আই ই আর থেকে অনার্স , মাস্টার্স এখন এম ফিল করছি। ফেইসবুকে আছিঃ https://www.facebook.com/sanjidamahim
সিনডারেলা,
দেখেছে সবাই তোমার পায়ে ঝলমলে এক জুতা
দেখে নি কেউ ভিতরে কত আলপিন উল্টো পোঁতা
হেসে হেসে তবু নেচে গেছ তুমি ভগ্নহৃদয় নিয়ে
হর্ষে উল্লাসে সমাজ বলেছে
রানী হবে এই মেয়ে !
নেচেছ যত বিঁধেছ তত সূচের পরীক্ষায়
মুচকি হেসেছে রাজার কুমার
তুষ্ট যোগ্যতায়
সিনডারেলা,
জিতে জিতে তুমি
ফকির হয়েছ
শূন্য তোমার ভাঁড়া
শুধু রয়ে গেছে তোমার পায়েতে
সূচওয়ালা জুতো জোড়া ।
০৩ রা এপ্রিল, ২০১৭ দুপুর ২:৫৪
সানজিদা আয়েশা শিফা বলেছেন: সু জন মানেই ভাল জন। একজন ভালমানুষের শুভকামনা পেয়ে খুব ভাল লাগলো ভাল থাকুন নিরন্তর।
২| ০৩ রা এপ্রিল, ২০১৭ দুপুর ২:৫৪
আহমেদ জী এস বলেছেন: সানজিদা আয়েশা শিফা ,
জরির কারুকাজে ঝলমলে হয়ে ওঠা জুতোর মতোই বাইরে থেকে কবিতাটি সুন্দর মনে হলেও, ভেতরে আলপিনের সূঁচালো অগ্রভাগের খোঁচার মতোই চিনচিনে ব্যথারা কথা কয়ে গেছে ।
ভালো লাগলো ।
০৩ রা এপ্রিল, ২০১৭ বিকাল ৩:১৮
সানজিদা আয়েশা শিফা বলেছেন: কি সুন্দর করে লিখেছেন ! আপনার লেখা পড়ে তো কবিতা লেখাটাই সবারথ স্বার্থক হয়ে গেল !
ভাল থাকুন নিরন্তর
৩| ০৩ রা এপ্রিল, ২০১৭ বিকাল ৪:২২
ANIKAT KAMAL বলেছেন: তুচ্ছকে অসাধারণ করে ফুটিয়ে তোলাই তো সাহিত্যিকদের স্বভাব খুব সুন্দর বিমুদ্ধ হারিয়ে গেলাম
৪| ০৩ রা এপ্রিল, ২০১৭ বিকাল ৪:২৭
সানজিদা আয়েশা শিফা বলেছেন: অনিকেত আপনি কাত হয়ে গেলেন কেন ? এত সুন্দর একটা মন্তব্যের জন্য ধন্যবাদ গ্রহণ করুন
৫| ১৫ ই মে, ২০১৭ রাত ১০:২৭
ভ্রমরের ডানা বলেছেন:
চমৎকার কবিতায় শুধুই মুগ্ধতা! সিন্ডেরেলাদের কষ্ট গুলোই কষ্টিপাথর!
১৮ ই মে, ২০১৭ বিকাল ৩:২২
সানজিদা আয়েশা শিফা বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ, মন্ত্যব্যের জন্য আরও বেশী ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০১ লা এপ্রিল, ২০১৭ বিকাল ৩:০২
মাহমুদুর রহমান সুজন বলেছেন: অনু কবিতা ভাল হয়েছে। ভাল লাগা রইল।