নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সানজিদা আয়েশা সিফা। আগে এই ব্লগে আলোর পরী নিকে লিখতাম। জন্মেছি পটুয়াখালিতে। এইচ এস সি পর্যন্ত সেখানেই পড়াশুনা।পরে ঢাকা বিশ্ব বিদ্যালয়ের আই ই আর থেকে অনার্স মাস্টার্স আর এখন এম ফিল করছি। ফেইসবুকে আছি https://www.facebook.com/sanjidamahim

সানজিদা আয়েশা শিফা

আমি সানজিদা আয়েশা শিফা।আগে এই ব্লগে আলোর পরী নিকে লিখতাম।পটুয়াখালীতে জন্ম ও বেড়ে উঠা। এস এস সি , এইচ এস সি ওখানে । পরে ঢাকা বিশ্ব বিদ্যালয়ের আই ই আর থেকে অনার্স , মাস্টার্স এখন এম ফিল করছি। ফেইসবুকে আছিঃ https://www.facebook.com/sanjidamahim

সানজিদা আয়েশা শিফা › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ যদি

০৫ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৪৮

যদি একবার , কেবল একটিবার
ঘড়ির কাটার পথটা উল্টে যেত!
আমি শুধু সেই বিষাদের সন্ধ্যাটা থামাতাম
যেই সন্ধ্যায় তোমার আর আমার পথ
হয়েছিল সমান্তরাল
তুমি, তোমার জিদটুকু ফেলে
আমার দিকে অবাক তাকিয়ে
আর আমার নিস্পলক দৃষ্টিতে
সাধারণ ক্ষমা
তুমি বলতে চল
আমারও দ্বিধাহীন হাত তোমার হাতে মুঠিবদ্ধ
পিছনে পরে থাকত
ভিন্ন পথ , পথে পাওয়া
আমার "অমুক"
আর তোমার "তমুক"
তোমার আর আমার সেই সন্ধ্যাটা
উল্টে ঘুরে হয়ে যেত
আমাদের রাত
পরদিন ভোরেই জন্মাত
একটা সদ্য নতুন দিন
কিন্তু একটা দৃঢ় "না" আসে কারণ হয়ে
সবচেয়ে আক্ষেপি দীর্ঘশ্বাসে ভরা শব্দ " যদি"
নীরব অপ্রাপ্তির নদী হয়ে
বুকের গহীনে নিঃশব্দে বয়ে চলে
কিছুই ফিরে না
একটা সন্ধ্যা
একটা ভুল
কিম্বা একটা আপন " তুমি"

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:৩৬

মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবিতাটুকু জুড়ে ডিজইয়ার টাই ফুটালেন, মন সেতো ফোকাসের একটি ইন্দ্রিয় ব্রেইন যা চিন্তা করে মন সে দিকে ফোকাস দিলেই ইন্দ্রিগত হয়। প্রেম সেতো এক অবচেতন মনের অলীক ভাবনা মাত্র। যা কেবলী সুখ আর দু:খের আবেশে গাঁথা।

যাইহোক কবিতায় সবটুকু ভাল বাসা রইল।

২| ০৯ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:০৪

সানজিদা আয়েশা শিফা বলেছেন: সুজন ভাইয়া, কঠিন ফিলসফিকাল কথা যদিও তার পরও কবিতা পড়ার জন্য ধন্যবাদ নিন।
ভাল থাকুন নিরন্তর :)

৩| ০৯ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৪৮

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার হয়েছে কবিতা। আপনার হাতে যাদু আছে। চালিয়ে যান একদিন অবশ্যই ভালো করবেন।






ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।

০৯ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:১৪

সানজিদা আয়েশা শিফা বলেছেন: বাহ , এত ভাল মন্তব্য ! মনটাই ভাল হয়ে গেল দেশপ্রেমিক সাহেব !
আমার ব্লগে আসার জন্য আর কবিতাখানা পড়ে মন্তব্য করার জন্য আপনাকে এক গুচ্ছ শাপলা ফুল দিলাম ।

মনে মনে নিয়ে নিয়েন :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.