নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সানজিদা আয়েশা সিফা। আগে এই ব্লগে আলোর পরী নিকে লিখতাম। জন্মেছি পটুয়াখালিতে। এইচ এস সি পর্যন্ত সেখানেই পড়াশুনা।পরে ঢাকা বিশ্ব বিদ্যালয়ের আই ই আর থেকে অনার্স মাস্টার্স আর এখন এম ফিল করছি। ফেইসবুকে আছি https://www.facebook.com/sanjidamahim

সানজিদা আয়েশা শিফা

আমি সানজিদা আয়েশা শিফা।আগে এই ব্লগে আলোর পরী নিকে লিখতাম।পটুয়াখালীতে জন্ম ও বেড়ে উঠা। এস এস সি , এইচ এস সি ওখানে । পরে ঢাকা বিশ্ব বিদ্যালয়ের আই ই আর থেকে অনার্স , মাস্টার্স এখন এম ফিল করছি। ফেইসবুকে আছিঃ https://www.facebook.com/sanjidamahim

সানজিদা আয়েশা শিফা › বিস্তারিত পোস্টঃ

দুঃসময়ের বন্ধু আর সুসময়ে শত্রু

১৮ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:৫৩

দুঃসময়ে যেমন বন্ধুর পরিচয় মেলে, তেমনি সুখের সময় আপনাকে অবশ্যই কিছু শত্রু চিনিয়ে দিবে। আপনার সামান্য একটু সুখে আপনার কিছু হিংসুকের ক্লেদভরা হৃদয় উন্মুক্ত হয়ে যাবে, আপনার জন্য কি ভীষণ দগদগে পুঁজে ভরা নিন্দা তাতে !আপনার হাতে তুচ্ছ আধ ফোটা ফুলের একটা কলি দেখে কারো পৃথিবী জুড়ে তার যত অপ্রাপ্তি সব কিছুর জন্য আপনার ওই সামান্য সুখটুকু দায়ী, ঠিক এমনই মনে হবে। আপনার ভাল চাকরি হয়েছে, তাহলে নিশ্চয়ই কোটা আছে, অথবা টাকা দিয়েছেন, ভাল স্ত্রী পেয়েছেন? নিশ্চয়ই বোকা দেখে মেয়েটি আপনাকে বিয়ে করেছে। ভাল স্বামী পেয়েছেন? পটিয়েছেন নিশ্চয়ই ।
নিজেকে সান্ত্বনা দেয়ার জন্য হেইটার্সরা আপনার যোগ্যতাকে খাট করবেই, কিন্তু তবুও আপনার জন্য এতটুকু মঙ্গলকামনা নয়।
দেখা গিয়েছে সারা জীবন প্রার্থনা করে কপালে দাগ তৈরি করেছেন কোন আন্টি অথচ আপনার সামান্য সুখটুকু যেন তার হৃদয়ে আগুনের হল্কা বইয়ে দেয়।প্রার্থনার সার কথাটুকু ভুলে ঝামটা মেরে বলে বসেনঃ জানি না বুঝি এত পয়সা কোথায় পেয়েছে?
আপনি কিছুটা খ্যাতিমান হয়ে গেছেন টিভিতে আপনাকে, দেখা যায়, ফেইসবুকে আপনার অনেক ফ্যান, আপনার লেখা দু' চার জন পড়ে হয়ত, ঠিক একই সাথে শত হৃদয়ে আপনার জন্য জমা হয়েছে কি ভীষণ অশুভকামনা!
এজন্যই বুঝি অস্কার ওয়াইল্ড বলেছিলেনঃ
সাধারণ লোকের সহনশীলতা খুব বেশী, তারা প্রতিভা ছাড়া আর সব কিছু সহ্য করতে পারে।
আলোচনা তখনই মুখরোচক হয় যখন তাতে যুক্ত হয় সমালোচনা। নিজের দিকে একবার না তাকিয়েই আমরা অন্যের খুঁতগুলো খুঁজে বলে এক ধরনের বিকৃত তৃপ্তি লাভ করি। চেনিং পোলাক বলেছিলেনঃ সমালোচক হল সেই খোঁড়া লোক যে দৌড়ানো শেখায়।
আমাদের জাতীয় ধারায় একই প্রতিচ্ছবি। কেউ কিছুটা উঁচু অবস্থানে পৌঁছলে তাকে নিচে অপদস্থ অবস্থা দেখার জন্য আমরা সুযোগ খুঁজি, এবং সুযোগ পাওয়া মাত্রই হ্রদয়ের সমস্ত বদহজমটুকু উদ্গিরন করি। নোবেল বিজয়ী, বড় লেখক, চিত্র তারকা, ফেইসবুক সেলিব্রেটি কেউই তাতে বাদ পড়ে না।

বঙ্গবন্ধু এজন্য আক্ষেপ করে বলেছিলেনঃ পরশ্রীকাতরতা শব্দটি পৃথিবীর অন্য কোন জাতির অভিধানে আছে কিনা আমার জানা নাই।
তবে এটা আসলে সব সমাজেই আছে , কাহলিল জিব্রান তার একটি বইয়ে বলেছেনঃ Travel and Tell No one, Live a true love story and tell no one, Live happily and tell no one.
People ruin beautiful things
আরেকজন লেখক, এই মুহূর্তে নাম মনে নেই তার বিখ্যাত একটা উক্তি ছিল যেঃ সারাজীবন স্রষ্টার কাছে বলেছি, প্রভু তুমি আমার নিন্দুকদের হাস্যকর বানিয়ে দাও, তিনি তাই করেছেন।
মেডিটেশনের বিভিন্ন মেথড যারা ফলো করেন, তারা জানেন যে মেডিটেশনে অন্যের মঙ্গলকামনা একটা বড় অংশ হিসেবে থাকে। কারণ যখন অন্যের জন্য মঙ্গলকামনা করা হয় তখন নিজের মঙ্গলসাধন এমনিতেই হয়।
অন্যের ভালটুকু যে হৃদয়, হৃদয় খুলে নিতে পারে, তার সেরাটুকুর স্রষ্টার আদেশে অবশ্যই ঘটে ঠিক নিউটনের তৃতীয় সূত্রের মতই।
মেয়েটি উদ্যোক্তা হয়ে নতুন কিছু শুরু করেছে, তার জন্য একটু শুভকামনা করি , ছেলেটি ভাল চাকরি পেয়েছে তার জন্য মন থেকে দোয়া করি, মেয়েটি কথা দিয়েও অন্য কাউকে বিয়ে করে ফেলেছে তার নামে কুৎসিত মিথ্যা না বলি, বন্ধুর ছেলেটি ভাল যায়গায় ভর্তির সুযোগ পেয়েছে তার জন্য আনন্দিত হই। ভাল কাজ, লেখা দেখলে না হয় লাইক দিয়ে উৎসাহিত করি ।
প্রতিদ্বন্দ্বীকে অভিনন্দিত করে নিজেই হই নিজের প্রতিদ্বন্দ্বী। কেউ যখন এগিয়ে যেতে চায় নিজের বৃহৎ সত্ত্বাটুকু দিয়ে সেই পথচলায় গতি সঞ্চার করি।
অন্যের জন্য শুভকামনা ঘুরে বহুগুণ হয়ে নিজের কাছে আসে, সেটা দেখার জন্য অন্য জনম পর্যন্ত অপেক্ষার দরকার নেই,
তা ঘটে এই জনমেই। আমাদের চোখের সামনেই।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:০০

ঋতো আহমেদ বলেছেন: ভাল লিখেছেন। খুব সুন্দর একটি পোষ্ট।

২| ১৮ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:১৮

সানজিদা আয়েশা শিফা বলেছেন: প্রিয় ঋতো, অনেকদিন পরে আপনার মন্তব্য পেলাম, কেমন আছেন আপনি?
পোস্ট পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ :)
আর হ্যা, আপনার নামের অর্থ কিন্তু এখনও বলেন নি !
ভাল থাকুন নিরন্তর ।

৩| ১৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৫৬

জুন বলেছেন: দুঃসময়ে যেমন বন্ধুর পরিচয় মেলে, তেমনি সুখের সময় আপনাকে অবশ্যই কিছু শত্রু চিনিয়ে দিবে। আপনার সামান্য একটু সুখে আপনার কিছু হিংসুকের ক্লেদভরা হৃদয় উন্মুক্ত হয়ে যাবে, আপনার জন্য কি ভীষণ দগদগে পুঁজে ভরা নিন্দা তাতে !
নিজের দিকে একবার না তাকিয়েই আমরা অন্যের খুঁতগুলো খুঁজে বলে এক ধরনের বিকৃত তৃপ্তি লাভ করি।
অন্যের জন্য শুভকামনা ঘুরে বহুগুণ হয়ে নিজের কাছে আসে, সেটা দেখার জন্য অন্য জনম পর্যন্ত অপেক্ষার দরকার নেই,
সংগ্রহে রাখার মত কথাগুলো সানজিদা আক্তার শিফা।

৪| ১৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:১১

সানজিদা আয়েশা শিফা বলেছেন: প্রিয় জুন, আমার ব্লগে আসার জন্য আপনাকে কৃষ্ণচূড়া ফুলের শুভেচ্ছা। আপনি এত মন দিয়ে আমার পোস্ট পড়েছেন যে আমি রীতিমত মুগ্ধ ।

আপনার জন্য অজস্র শুভকামনা রইল :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.