নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সানজিদা আয়েশা সিফা। আগে এই ব্লগে আলোর পরী নিকে লিখতাম। জন্মেছি পটুয়াখালিতে। এইচ এস সি পর্যন্ত সেখানেই পড়াশুনা।পরে ঢাকা বিশ্ব বিদ্যালয়ের আই ই আর থেকে অনার্স মাস্টার্স আর এখন এম ফিল করছি। ফেইসবুকে আছি https://www.facebook.com/sanjidamahim

সানজিদা আয়েশা শিফা

আমি সানজিদা আয়েশা শিফা।আগে এই ব্লগে আলোর পরী নিকে লিখতাম।পটুয়াখালীতে জন্ম ও বেড়ে উঠা। এস এস সি , এইচ এস সি ওখানে । পরে ঢাকা বিশ্ব বিদ্যালয়ের আই ই আর থেকে অনার্স , মাস্টার্স এখন এম ফিল করছি। ফেইসবুকে আছিঃ https://www.facebook.com/sanjidamahim

সানজিদা আয়েশা শিফা › বিস্তারিত পোস্টঃ

মা, অন্যের মা এবং কিছু তিক্ত সত্য

১৪ ই মে, ২০১৭ বিকাল ৪:০২


নিজের মায়ের প্রতি ভালবাসা সহজাত কিন্তু জীবনসঙ্গীর মায়ের প্রতি?
জীবনসঙ্গী যাতে বাবা মায়ের ছায়াতলে থাকতে পারে, সঙ্গ পায়, সেই মাও যাতে সন্তানদের জীবন,সংসারের মধ্যমণি হয় সেজন্য একজন মানুষ হিসেবে কর্তব্যের কতটুকু করেছি ?
সেই অন্য মা' কে কি ফোন করে খোঁজ নেই? নাকি তাতে রাজ্যের ব্যস্ততা ভর করে? তার সাথে কি হাসিমুখে গল্প হয়? তা'র গল্পগুলি কি শোনা হয়?
সেই অসহায় মা কি অসুস্থ হয়ে শহরতলীতে পড়ে থাকে কিন্তু রাজপ্রাসাদসম ছেলেমেয়ের বাড়ীতে তার ক'দিনের জন্য ঠাই মিলে অতিথি হয়ে? নাকি তাও মেলে না?
মেয়ের বাড়ীতে থাকার নিয়ম নেই নামক বীভৎস নিয়ম বানিয়ে বাবা মায়ের প্রতি স্ত্রীর অধিকারটুকু নষ্ট করি নি তো ?
সংসারের একচ্ছত্র রানিমা হতে বরের মা'কে দূরে সরিয়ে দেই নি তো?
সব মায়ের ঔষধ, পোশাক, খাবার এসবের সু বন্দবস্ত করেছি তো? দু' মায়ের প্রতি আমার দু' চোখ কি দাঁড়িপাল্লার সমভারের মত সমানই আছে নাকি এক চোখেই সব কিছু দেখছি?
আমি যার থেকে জাত তার প্রতি আমার রক্তগত টান থাকবেই, কিন্তু আমি বিবেচ্য হব অন্য মায়ের প্রতি আমার নীতি আর দায়িত্ববোধ দিয়ে।
মা , মা না হওয়া মা এবং অন্য "মা" হওয়া মা সকল মায়ের প্রতি ভালবাসা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.