![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরিবর্তন চাই- আপদমস্তক পরিবর্তন চাই। কুঠারাঘাত দিয়ে হলেও ভাঙতে চাই স্থবিরতার শৃঙ্খল।।
ব্লগে যেহেতু দেশের প্রায় সব অঞ্চলের ব্লগারের ভার্চুয়াল বিচরণ রয়েছে তাই বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা লোকসাহিত্য সংগ্রহের লক্ষ্যে গতকাল রাতে এই পোস্টটি দিয়েছিলাম। অনেকেই ভাল উদ্যোগ বলে প্রশংসা করলেও দু'একজন ছাড়া বাকিরা তাদের এলাকার লোকসাহিত্য দিয়ে কৃতার্থ করেননি। যদি দয়া করে এই পোস্টে অথবা উপরোল্লিখিত পোস্টে আপনার এলাকার দু'একটি লোকসাহিত্য দিয়ে আমাকে কৃতার্থ করেন তাহলে হয়তো আপনার এলাকার লোকসাহিত্যটি বেঁচে যেতে পারে বিলুপ্তির হাত থেকে। যেকোন প্রকার লোকসাহিত্যই দিতে পারেন। ছড়া, ঘুম পাড়ানি গান বা ছড়া, প্রবাদ প্রবচণ, উপদেশমূলক ছড়া ইত্যাদি।
আমার দেয়া বরিশাল অঞ্চলের ছড়াগুলো উপরের লিংকে দেয়া গতকালের পোস্টে আছে। নিচে কমেন্ট আকারে দেয়া লোকসাহিত্যগুলো দেয়া হলো।
=====================================
শরীফ উদ্দীন সবুজ নারায়নগঞ্জের বেশ কিছু লোকসাহিত্য দিয়েছেন। তার দেয়া ছড়া গুলো নিচে দেয়া হল-
ওয়ান টু থ্রী
সাপে খায় বিড়ি
বিড়িত নাই আগুন
হইলো একটা বাগুন
বাগুনে নাই বিচি
হইলো একটা কেচি
কেচিত নাই ধার
হইলো একটা হার
হারে নাই লকেট
হইলো একটা পকেট
পকেটে নাই টাকা
কেমনে যামু ঢাকা
ঢাকাত নাই গাড়ি
কেমনে যামু বাড়ি
বাড়িত নাই বাত
দিলাম একটা পাদ
পাদে নাই গন্ধ
হাইস্কুল বন্ধ
হাইস্কুলে যাইতাম না
বেতের বাড়ি খাইতাম না
বেত গেলো বাইঙ্গা
স্যারে দিলো কাইন্দা
ব্যা এ এ এ ...............
========
কাঁনামাছি ভো ভো যারে পাও তারে ছো।#
ইচিং বিচিং চিচিং ছা পরজাপতি উড়ে যা।#
ইশ বিশ ধানের শীষ
মন্টু মিয়ার গোয়া বিশ।#
আপিল চাপিল ঘন্টিমালা
সেই ঘন্টি ফুলের মালা
ফুল তুলিতে সিনধি কাটা
সিনধি কাঁটা বন্ধে
খোপা আহে আনন্দে
খোপার বিতরে দোরা সাপ
ফালদা উঠে বুইরার বাপ
বুইরার বাপে তামুক খায়
নাক গোয়াদা ধুমা যায়।#
টিপ টপ আলুর চপ লিচু বাগানে
একটা লিচু পইড়া আছে চায়ের দোকানে
ও চাআলা ও চাআলা দোকান খেলো না
ইষ্টিমারে বউ এসেছে দেখতে চলো না।#
ইস্কি বিস্কি সাবুর দানা
রাইত পোহাইলে বৈঠক খানা
মামায় আইসে কামাইয়া
ধরো ছাত্তি টানাইয়া
ছাত্তির উপর গামছা
দেখো মামির তামশা।
ছোট মামি রান্দে বারে
বড় মামি খায়
মেঝো মামি গাল ফুলাইয়া
বাপের বাড়ি যায়।
বাপে দিলো লাত্থি
হইলো একটা বাত্তি
বাত্তিত নাই তেল
হইলো একটা বেল
বেলে নাই বিচি
অইলো একটা কেচি
কেচিত নাই ধার
অইলো একটা হার
হারে নাই লকেট
হইলো একটা পকেট
পকেটে নাই টাকা
কেমনে যামু ঢাকা
ঢাকাত নাই গাড়ি
কেমনে যামু বাড়ি
বাড়িত নাই বাত
দিলাম একটা পাদ
পাদে নাই গন্ধ
হাইস্কুল বন্ধ
হাইস্কুলে যাইতাম না
বেতের বাড়ি খাইতাম না
বেত গেলো বাইঙ্গা
স্যারে দিলো কাইন্দা
ব্যা এ এ এ ...............#
ওটা লো ওটা
নাঙ্গল গোটা
নাঙ্গল কো?
এই তো।
তরা তরা কয় বাই?
সাত কুড়ি এক বাই।
এক বাই দিবি নি?
ছুইতে পারলে নিবিনি?#
ছুটি ছুটি ছুটি
গরম গরম রুটি
এক কাপ চা
সবাই মিল্লা খা।#
সোহেল বিবি কলেজ যাবি
কল ঘুরাইয়া পয়সা পাবি
সেই পয়সাদা বিয়া করবি
সুন্দর একটা বউ পাবি।#
সোহের আলি রায় বাঙ্গা জুতা পায়
বিড়ি খাওনের পয়সা নাই বিয়া করতে চায়।#
আটার রুটি কলের পানি
রাইত পোহাইলে টানটানি
দেড় মইন্না বসত্দা
চেয়ারমেইন্নার নাসত্দা।#
মফিজ আলি গোয়ায় তালি
মুরগী লইয়া ফালাফালি।#
শরীফ উদ্দীন সবুজকে অনেক অনেক ধন্যবাদ। তার স্মরণশক্তি সত্যিই প্রশংসনীয় । মেহেদী বিএনসিসি বরিশালের আরো কিছু লোকসাহিত্যকে তুলে এনেছেন। তার মন্তব্যের আকারেই তা পোস্টে দেয়া হলো।
মেহেদী বিএনসিসিঃ বরিশালে ছোটবেলায় আমাদের মধ্যে খেলায় টস করতে, বা অপরাধী সনাক্ত করতে ব্যাবহার করতাম :
আদা পাদা, লবন ছাদা...কুড়ালে বলে হাই হুই......পাচজন বলে, তাই তুই।
আর স্কুলে থাকতে সব ক্লাসেরই একেকটা বর্ননা ছিল :
ক্লাস ওয়ান.....
....................(ভুইল্যা গ্যাছি)।
ক্লাস টু
খায় গু।
ক্লাস থ্রি
খায় বিড়ি।
ক্লাস ফোর
গরু চোর।
ক্লাস ফাইব
....................(ভুইল্যা গ্যাছি)।
ক্লাস সিক্স
....................(ভুইল্যা গ্যাছি)।
ক্লাস সেভেন
মাইয়্যা বিয়া দেবেন
আর আপাতত মনে নাই...............
(বাচ্চাদের ঘুঘুতো বসাইয়া গান........)
ঘুঘু সই.......
দা খান কই ?
দা দিয়া কি করবি ?
ফিরি বানামু।
ফিরি দিয়া কি করবি ?
বউ বসামু।
বউ কোথায় ?
ঘাটে গ্যাছে।
ঘাট কোথায় ?
বাড়ির পাশে.........................
ছোট তালগাছটা লড়ে চড়ে.........
বড় তালগাছটা ভাইঙ্গাআআআআ.........পড়ে।
মেহেদী বিএনসিসিকে অনেক ধন্যবাদ। তার এই ঘুঘু সই ছড়াটা আমাদের এলাকায় যেভাবে আছে তা নিচে দেয়া হলো-
ঘুঘুলো সই,
গেছিলি কই?
ধোপা বাড়ি।
ধোপা কই?
কাপড় কাচে।
কাপড় কই?
জলে গ্যাছে।
জল কই?
ডাউকে (ডাহুক) খাইছে।
ডাউক কই?
বনে গ্যাছে।
বন কই?
পুইড়্যা গ্যাছে।
ছাইমাডি কই?
হাডে (হাটে) গ্যাছে।
হাড কই?
মিইল্যা গ্যাছে।
ছোট তালগাছটা লড়ে চড়ে.........
বড় তালগাছটা ভাইঙ্গাআআআআ.........পড়ে।
সবাইকে অনেক ধন্যবাদ।
*দয়া করে কেবল ভাল উদ্যোগ বলে পলায়নপর হবেন না। আপনার এলাকার দু'একটি লোকসাহিত্য দিয়ে এই উদ্যোগকে সফল করুন।
**আপনাদের সংযোজিত লোকসাহিত্য দিয়ে নিয়মিত আপডেট হবে।
১৯ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:৫৭
সন্যাসী বলেছেন: গল্প টাইপ করা সময়ের ব্যাপার বটে। একটু কষ্ট করে সামিল হলে নিজেকে ধন্য মনে করব।
২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:৪১
গরম কফি বলেছেন:
আমাদের এলাকার লোক সাহিত্য তেমন একটা জানিনা তবে চোখ রাখলাম । আমাদের বাড়ি চাঁদপুর ...দেখি কে কি বলে ।
১৯ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:৫৯
সন্যাসী বলেছেন: গ্রামে বাড়ি হলে নিশ্চয়ই কিছু না কিছু পাবেন। তবে পূর্বের মত এখন আর নেই। গ্রামেও এখন শহুরে পরিবেশের ছোয়া লেগেছে।
৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১২:০৬
কবির চৌধুরী বলেছেন: ++ ভাল উদ্যোগ
(কি করমু আপাতত স্টকে নাই, পাইলে জানামু)
৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১২:১৩
কবির চৌধুরী বলেছেন: ১.
ইন পিন সেফটি পিন
খুকু খায় ভিটামিন।
ভিটামিনে পোকা
মাষ্টার সাহেব বোকা।।
(মাত্রই বউ দিল!
হে আরো জানে, পুরাটা মনে করতাছে, মনে পরলে জানামু
)
২০ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১২:২২
সন্যাসী বলেছেন: ধন্যবাদ, কবির ভাই। আপনার প্রচেষ্টাকে স্বাগতম। ভাবীকে আমার সালাম দিবেন।
৫| ২০ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১:০৩
বাবুনি সুপ্তি বলেছেন: এই ছড়া গুলোর অনেক গুলোই ছোট বেলায় খেলার সময় বলতাম..... সব ভুলে গেছি.. কেউ মনে করে দিলেই মনে পরে।
একটা ছড়ার একটা লাইন মনে আছে - ..... প্লেন থেকে নেমে এলো
লাল টুক টুকে মেম .... (আগে পরে কি ছিল সব ভুলে গিয়েছি... )
২০ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১:১৪
সন্যাসী বলেছেন: ছোটবেলার কোন বন্ধুকে বলুন....মনে করিয়ে দিতে পারে। না পারলে তো হারিয়েই গেল। আপনার আমার মন থেকে চলে গেলে হারিয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি থাকবে। কারণ বর্তমান প্রজন্মের মায়েরা শিশুদের এসব থেকে দূরে রাখতেই চায়।
৬| ২০ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ২:১৫
হানিফ রাশেদীন বলেছেন: অনেক ভালো লাগলো। ''...কারণ বর্তমান প্রজন্মের মায়েরা শিশুদের এসব থেকে দূরে রাখতেই চায়।'' এই বিষয়ে আমার ভয়াবহ কবিতা আছে। দেবো একসময়।
২০ শে সেপ্টেম্বর, ২০১০ সকাল ১০:১০
সন্যাসী বলেছেন: ধন্যবাদ, রাশেদীন ভাই। আপনার ভয়াবহ কবিতাটা পাওয়ার অপেক্ষায়।
৭| ২০ শে সেপ্টেম্বর, ২০১০ সকাল ৭:৫৫
স্তব্ধতা' বলেছেন: @বাবুনী সুপ্তি:
আকাশ থেকে নেমে এলো ছোট্ট একটি প্লেন,
সেই প্লেনে বসে ছিলো ছোট্ট একটি মেম।
আমি তাকে জিজ্ঞেস করলাম, 'হোয়াট ইজ ইওর নেম'?
সে আমাকে উত্তর দিলো, 'মাই নেম ইজ..বা-বু-নী-সু-প-তী।।
(যাকে দিয়ে 'তী' শেষ হবে সে দল থেকে বাদ পড়বে, বাকী সবাইকে নিয়ে আবার ছড়া কাটা হবে, যে শেষ পর্যন্ত টিকে থাকবে, সেই জিতবে)
।।
২০ শে সেপ্টেম্বর, ২০১০ সকাল ১০:০৭
সন্যাসী বলেছেন: বাঃ সুন্দর খেলা তো! অনেক ধন্যবাদ, স্তব্ধতা।
৮| ২০ শে সেপ্টেম্বর, ২০১০ সকাল ১১:০৫
বাবুনি সুপ্তি বলেছেন: স্তব্ধতা' কে অনেক ধন্যবাদ মনে করিয়ে দেয়ার জন্যে।
খেলাটা খুব প্রিয় ছিল। খেলার বর্ণনা টাও ঠিক আছে। নাম মনে হয় বলা হতো "বনলতা সেন"
৯| ২০ শে সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৪:২৭
দাদাভাই০০৭ বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৯ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:৪০
শূণ্য উপত্যকা বলেছেন: লোকসাহিত্য বলতে তো গল্প,ছড়া সবই বুঝাই, তাই না? গল্প টাইপ করা বিশাল কষ্টের ব্যাপার আমার মত অলসের জন্য। তবু আপনার উদ্যোগে সামিল হওয়ার চেষ্টা থাকবে আমার।